ETV Bharat / state

BJP Protest in Assembly : বগটুই কাণ্ডে মমতার পদত্যাগের দাবিতে বিধানসভায় বিজেপির বিক্ষোভ - BJP Protest in Assembly

বাগটুই কাণ্ডের (Rampurhat Bagtui Massacre) প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছল করবে বিজেপি ৷

Bagtui village Massacre
বগটুই কাণ্ডে বিধানসভায় বিক্ষোভ বিজেপির
author img

By

Published : Mar 24, 2022, 1:20 PM IST

কলকাতা, 24 মার্চ : আজ, বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনাস্থলে মমতা পৌঁছনোর আগেই এদিন ফের পুলিশমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগের দাবিতে বিধানসভায় সুর চড়াল বিজেপি (BJP Protest in Assembly) ৷ বগটুই গণহত্যা কাণ্ডে ক্রমেই বিধানসভার ভিতরে ও বাইরে চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির ৷ বিজেপি বিধায়কদের দাবি, রাজ্যের ইন্টেলিজেন্স তথা গোয়েন্দা ব্যর্থতার জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে ৷ এই দাবিতে বিধানসভার ভিতরে ও বাইরে বিজেপি সুর চড়াবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন বিধানসভার অধিবেশন শুরু হতেই, কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর তোলেন শুভেন্দু অধিকারী । রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী । প্রসঙ্গত, গতকালই রামপুরহাটের বগটুই গ্রামে গিয়েছিল বিজেপির পরিষদীয় দল । সেখান থেকে ফিরে এদিন বিধানসভা অধিবেশনের শুরুতেই রামপুরহাটের গণহত্যা নিয়ে সরব হল বিজেপি । এদিন সকাল এগারোটায় বিধানসভা অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে সরকারবিরোধী স্লোগান ৷

আরও পড়ুন : কী ঘটেছিল সোমবার রাতে বগটুইয়ে, মুখ খুললেন প্রত্যক্ষদর্শী

তাঁদের দাবি, বগটুই গ্রামে যে নৃশংস হত্যালীলা ঘটেছে (Rampurhat Bagtui Massacre), তার জন্য পদত্যাগ করতে হবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । গত এক সপ্তাহে যেভাবে একের পর এক জনপ্রতিনিধি খুন হয়েছেন রাজ্যে, সাধারণ মানুষের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, সেই জায়গা থেকে বিজেপি চাইছে এখনই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ুন মমতা । এদিন বিরোধী দলের এই আচরণকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস । বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের উপ-মুখ্যসচেতক তাপস রায় বলেন, "লাশের উপর রাজনীতি করতে চাইছে বিজেপি । কোনও সন্দেহ নেই রামপুরহাটের ঘটনা অত্যন্ত বেদনার । তবে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনার পর প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রামপুরহাট যাচ্ছেন । আজ তিনি রামপুরহাটের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন । তিনি এও বলেছেন দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না । এরপরেও বিরোধীদের এই বিরোধিতা শুধু রাজনীতিতে টিকে থাকার জন্যই । বাংলার মানুষ তাদের পাশ থেকে সরে গিয়েছে । চিৎকার চেঁচামেচি করে তারা খবরে থাকতে চাইছেন।’’

কলকাতা, 24 মার্চ : আজ, বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঘটনাস্থলে মমতা পৌঁছনোর আগেই এদিন ফের পুলিশমন্ত্রী হিসেবে তাঁর পদত্যাগের দাবিতে বিধানসভায় সুর চড়াল বিজেপি (BJP Protest in Assembly) ৷ বগটুই গণহত্যা কাণ্ডে ক্রমেই বিধানসভার ভিতরে ও বাইরে চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির ৷ বিজেপি বিধায়কদের দাবি, রাজ্যের ইন্টেলিজেন্স তথা গোয়েন্দা ব্যর্থতার জন্য রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে ৷ এই দাবিতে বিধানসভার ভিতরে ও বাইরে বিজেপি সুর চড়াবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন বিধানসভার অধিবেশন শুরু হতেই, কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর তোলেন শুভেন্দু অধিকারী । রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন শুভেন্দু অধিকারী । প্রসঙ্গত, গতকালই রামপুরহাটের বগটুই গ্রামে গিয়েছিল বিজেপির পরিষদীয় দল । সেখান থেকে ফিরে এদিন বিধানসভা অধিবেশনের শুরুতেই রামপুরহাটের গণহত্যা নিয়ে সরব হল বিজেপি । এদিন সকাল এগারোটায় বিধানসভা অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরা । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে সরকারবিরোধী স্লোগান ৷

আরও পড়ুন : কী ঘটেছিল সোমবার রাতে বগটুইয়ে, মুখ খুললেন প্রত্যক্ষদর্শী

তাঁদের দাবি, বগটুই গ্রামে যে নৃশংস হত্যালীলা ঘটেছে (Rampurhat Bagtui Massacre), তার জন্য পদত্যাগ করতে হবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । গত এক সপ্তাহে যেভাবে একের পর এক জনপ্রতিনিধি খুন হয়েছেন রাজ্যে, সাধারণ মানুষের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, সেই জায়গা থেকে বিজেপি চাইছে এখনই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ুন মমতা । এদিন বিরোধী দলের এই আচরণকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস । বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের উপ-মুখ্যসচেতক তাপস রায় বলেন, "লাশের উপর রাজনীতি করতে চাইছে বিজেপি । কোনও সন্দেহ নেই রামপুরহাটের ঘটনা অত্যন্ত বেদনার । তবে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনার পর প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে । শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রামপুরহাট যাচ্ছেন । আজ তিনি রামপুরহাটের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন । তিনি এও বলেছেন দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না । এরপরেও বিরোধীদের এই বিরোধিতা শুধু রাজনীতিতে টিকে থাকার জন্যই । বাংলার মানুষ তাদের পাশ থেকে সরে গিয়েছে । চিৎকার চেঁচামেচি করে তারা খবরে থাকতে চাইছেন।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.