ETV Bharat / state

বিধায়ককে সাসপেন্ড, বিধানসভা গেটে অবস্থান BJP বিধায়কদের

author img

By

Published : Sep 2, 2019, 3:51 PM IST

বিধানসভার অধিবেশন শুরুর আগে বনগাঁর BJP বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলা প্রসঙ্গ তুলে সাসপেন্ড বাগদার BJP বিধায়ক দুলাল বর ৷

বিধানসভা

কলকাতা, 2 সেপ্টেম্বর : BJP বিধায়ক দুলাল বরকে একদিনের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । প্রতিবাদে দুই দলীয় বিধায়ক জুয়েল মুর্মু ও নীরজ তামাং জিম্বাকে নিয়ে অবস্থানে বসেন বাগদার বিধায়ক দুলাল বর ।

আজ বিধানসভার অধিবেশন শুরুর আগে বনগাঁর BJP বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলা প্রসঙ্গ তুলতে বিধায়কদের নিষেধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । কিন্তু, অধিবেশনের প্রথমার্থে অধ্যক্ষের নিষেধ অগ্রাহ্য করেন দুলালবাবু । বিশ্বজিৎ দাসের উপর হামলার প্রসঙ্গ তোলেন তিনি । এরপরই তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ ।

সাসপেনশনের প্রতিবাদে হবিবপুরের BJP বিধায়ক জুয়েল মুর্মু ও দার্জিলিঙের BJP বিধায়ক নীরজ তামাং জিম্বাকে সঙ্গে বিধানসভার গেটের সামনে অবস্থানে বসেন দুলালবাবু ।

কলকাতা, 2 সেপ্টেম্বর : BJP বিধায়ক দুলাল বরকে একদিনের জন্য সাসপেন্ড করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । প্রতিবাদে দুই দলীয় বিধায়ক জুয়েল মুর্মু ও নীরজ তামাং জিম্বাকে নিয়ে অবস্থানে বসেন বাগদার বিধায়ক দুলাল বর ।

আজ বিধানসভার অধিবেশন শুরুর আগে বনগাঁর BJP বিধায়ক বিশ্বজিৎ দাসের উপর হামলা প্রসঙ্গ তুলতে বিধায়কদের নিষেধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । কিন্তু, অধিবেশনের প্রথমার্থে অধ্যক্ষের নিষেধ অগ্রাহ্য করেন দুলালবাবু । বিশ্বজিৎ দাসের উপর হামলার প্রসঙ্গ তোলেন তিনি । এরপরই তাঁকে একদিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ ।

সাসপেনশনের প্রতিবাদে হবিবপুরের BJP বিধায়ক জুয়েল মুর্মু ও দার্জিলিঙের BJP বিধায়ক নীরজ তামাং জিম্বাকে সঙ্গে বিধানসভার গেটের সামনে অবস্থানে বসেন দুলালবাবু ।

Intro:বিজেপির অবস্থানBody:বিজেপির অবস্থানConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.