ETV Bharat / state

BJP MLA in Dual Role: সকালে বিজেপি বিরোধিতা, বিকেলে বিধানসভায় জয় শ্রীরাম - একই দিনে বিধায়কের দুই রূপ - রাজ্য বিধানসভা

Bishnu Prasad Sharma in Dual Role: সকালে আম্বেদকর মূর্তিতে ধরনায় বসে বিজেপি বিরোধিতা করেছিলেন ৷ আর বিকেলে বিধানসভার অন্দরে তুললেন জয় শ্রীরাম স্লোগান ৷ একই দিনে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার দুই রূপ সামনে এল ৷

BJP MLA in Dual Role
বিষ্ণুপ্রসাদ শর্মা
author img

By

Published : Aug 4, 2023, 7:45 PM IST

কলকাতা, 4 অগস্ট: বিধানসভায় একই দিনে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার দুই রূপ সামনে এল ৷ সকালে তাঁর মুখ থেকে বিজেপি বিরোধিতা শোনা গেলেও বিকেলে শোনা গেল জয় শ্রী রাম ৷

সকালে রাজ্য বিধানসভা একরকম শুরুই হয়েছিল কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার ধরনাকে সামনে রেখে । শুক্রবার সকাল বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন তিনি । গোর্খাল্যান্ডের দাবিতে সেই ধরনায় শোনা গিয়েছিল দলের বিরুদ্ধেও ক্ষোভ । বলেছিলেন, গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়ে তিন-তিন বার পাহাড়ের মানুষ বিশ্বাস করেছিল বিজেপিকে । সেখান থেকে সাংসদ পেয়েছিল গেরুয়া শিবির । কিন্তু এরপরেও কথা রাখেনি তারা । ফলে আজ তার মুখ থেকে বেরিয়ে এসেছিল ক্ষোভের সুর । কিন্তু এই ক্ষোভ বেশিক্ষণ দীর্ঘ হল না । অধিবেশনের প্রথমার্ধের শেষের দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় আসতেই রণে ভঙ্গ দিলেন বিজেপি বিধায়ক ।

তারপর যা ঘটল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । দ্বিতীয়ার্ধে বিধানসভায় বসেই শাসক দলের আনা বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনীর সময় তাঁর মুখ থেকে শোনা গেল জয় শ্রী রাম ধ্বনি । এখানেই শেষ নয় । বিধানসভার শেষে অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে তিনিও গেলেন রাজভবনে নালিশ জানাতে ৷ যাতে শাসকের আনা এই বিলে অনুমোদন না দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

আরও পড়ুন: হেজিমনি নিয়ে উত্তাপের মাঝেই বিধানসভায় পাশ সার্চ কমিটি সংশোধনী বিল, রাজভবনে বিজেপি

এ দিন পাহাড়ের এই বিজেপি বিধায়কের বারংবার এই অবস্থান বদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে । এই প্রসঙ্গে তিনি বলেন, সকালে তাঁর অবস্থান পাহাড়ের মানুষের দাবিকে সামনে রেখে ছিল । পাহাড়ের মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে । তাঁদের কথাকে বিধানসভার অন্দরে তুলে ধরা তাঁর দায়িত্ব । তবে দ্বিতীয়ার্ধে তিনি বিধানসভায় থেকে দলীয় কর্তব্য পালন করেছেন ।

এ দিকে এ দিন এই বিজেপি বিধায়কের ধরনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ ওঁকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে । আঞ্চলিক দাবিকে অস্বীকার করা যায় কীভাবে । এ দিন বিজেপির বিরুদ্ধে বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর থেকেই বোঝা যায়, দলের মধ্যে গণতন্ত্র আছে । বিধায়ক তাঁর ভিন্নমত তুলে ধরতে পারেন ।

কলকাতা, 4 অগস্ট: বিধানসভায় একই দিনে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার দুই রূপ সামনে এল ৷ সকালে তাঁর মুখ থেকে বিজেপি বিরোধিতা শোনা গেলেও বিকেলে শোনা গেল জয় শ্রী রাম ৷

সকালে রাজ্য বিধানসভা একরকম শুরুই হয়েছিল কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার ধরনাকে সামনে রেখে । শুক্রবার সকাল বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন তিনি । গোর্খাল্যান্ডের দাবিতে সেই ধরনায় শোনা গিয়েছিল দলের বিরুদ্ধেও ক্ষোভ । বলেছিলেন, গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়ে তিন-তিন বার পাহাড়ের মানুষ বিশ্বাস করেছিল বিজেপিকে । সেখান থেকে সাংসদ পেয়েছিল গেরুয়া শিবির । কিন্তু এরপরেও কথা রাখেনি তারা । ফলে আজ তার মুখ থেকে বেরিয়ে এসেছিল ক্ষোভের সুর । কিন্তু এই ক্ষোভ বেশিক্ষণ দীর্ঘ হল না । অধিবেশনের প্রথমার্ধের শেষের দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় আসতেই রণে ভঙ্গ দিলেন বিজেপি বিধায়ক ।

তারপর যা ঘটল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । দ্বিতীয়ার্ধে বিধানসভায় বসেই শাসক দলের আনা বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনীর সময় তাঁর মুখ থেকে শোনা গেল জয় শ্রী রাম ধ্বনি । এখানেই শেষ নয় । বিধানসভার শেষে অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে তিনিও গেলেন রাজভবনে নালিশ জানাতে ৷ যাতে শাসকের আনা এই বিলে অনুমোদন না দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।

আরও পড়ুন: হেজিমনি নিয়ে উত্তাপের মাঝেই বিধানসভায় পাশ সার্চ কমিটি সংশোধনী বিল, রাজভবনে বিজেপি

এ দিন পাহাড়ের এই বিজেপি বিধায়কের বারংবার এই অবস্থান বদল নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে । এই প্রসঙ্গে তিনি বলেন, সকালে তাঁর অবস্থান পাহাড়ের মানুষের দাবিকে সামনে রেখে ছিল । পাহাড়ের মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে । তাঁদের কথাকে বিধানসভার অন্দরে তুলে ধরা তাঁর দায়িত্ব । তবে দ্বিতীয়ার্ধে তিনি বিধানসভায় থেকে দলীয় কর্তব্য পালন করেছেন ।

এ দিকে এ দিন এই বিজেপি বিধায়কের ধরনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ ওঁকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে । আঞ্চলিক দাবিকে অস্বীকার করা যায় কীভাবে । এ দিন বিজেপির বিরুদ্ধে বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর থেকেই বোঝা যায়, দলের মধ্যে গণতন্ত্র আছে । বিধায়ক তাঁর ভিন্নমত তুলে ধরতে পারেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.