কলকাতা, 5 মার্চ : পৌরভোটে হার নিয়ে গেরুয়া শিবিরের আচরণকে উটপাখির সঙ্গে তুলনা করে টুইট করলেন বিজেপি নেতা তথাগত রায় ৷ প্রসঙ্গত, পৌরভোটে মুখ থুবড়ে পড়েছে পদ্মফুল ৷ 108টি পৌরসভার মধ্যে 102টি পৌরসভাই তৃণমূলের দখলে । বিজেপি কয়েকটি ওয়ার্ডে জয়ী হলেও একটি পৌরসভাও পায়নি ৷ গেরুয়া শিবির অবশ্য দাবি করছে, এই ফলাফল জনতার রায় নয় ৷ এটা দখলদারির রাজনীতি ৷ এ প্রসঙ্গে টুইট করলেন তথাগত (BJP leader Tathagata Roy slams Bengal BJP over Civci Poll 2002 defeat) ৷
এই টুইটে তিনি লেখেন, "বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, 3 থেকে বাড়িয়ে 77 তো করেছি ! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া !" একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি 294 টির মধ্যে 77টি আসনে জয় লাভ করে ৷ উল্লেখ্য উটপাখি পৃথিবীর পক্ষীকুলের মধ্যে সবচেয়ে বড় পাখি ৷ তাই ডিমটিও পাখিদের মধ্যে সর্ববৃহৎ ৷ এদিকে বিজেপি দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল ৷ একুশের বিধানসভা ভোটে 77টি আসন পেয়ে কি বেশি আত্মবিশ্বাসী হয়ে ছুটছিল বিজেপি ? অথচ পশ্চিমবঙ্গের পৌরভোটে পদ্মফুল ডিম ফোটাতে পারল না ৷
-
বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি ! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া !
— Tathagata Roy (@tathagata2) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
এখন হচ্ছে চিন্তন বৈঠক ? সুধীন দত্তের 'উটপাখি' কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, "ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে"?
">বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি ! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া !
— Tathagata Roy (@tathagata2) March 4, 2022
এখন হচ্ছে চিন্তন বৈঠক ? সুধীন দত্তের 'উটপাখি' কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, "ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে"?বিধানসভা ভোটের ফলের পর বিজেপি বিপর্যয় স্বীকার না করে বলেছিল, ৩ থেকে বাড়িয়ে ৭৭ তো করেছি ! সেই উটপাখির মতো আচরণের ফল হল আজ পুরভোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া !
— Tathagata Roy (@tathagata2) March 4, 2022
এখন হচ্ছে চিন্তন বৈঠক ? সুধীন দত্তের 'উটপাখি' কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, "ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে"?
একের পর এক ভোট বিপর্যয় এবং তারপর বৈঠক প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, "এখন হচ্ছে চিন্তন বৈঠক ? সুধীন দত্তের 'উটপাখি' কবিতা থেকে উদ্ধৃত করে বলতে হয়, "ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে"?' তাহলে কি তিনি বিজেপির এই ব্যর্থতা ফাটা ডিমে তা দেওয়ার মতো ? ফাটা ডিমে তা দিলেও কোনও ভাবেই প্রাণের স্পন্দন মেলে না ৷ তেমনই বিজেপি অভ্যন্তরীণ সংগঠনও কি ফাটে ডিমে পরিণত হয়েছে, সেই ইঙ্গিতই মিলছে তথাগত রায়ের টুইটে ৷