কলকাতা, 8 জুলাই: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই দফায় দফায় গোলমাল হচ্ছে ৷ প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিক ৷ এই পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানিয়েছেন যে এই নিয়ে জবাবদিহি চাইতে তিনি ফোন করেছিলেন রাজ্য়ের নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ফেসটাইমে ওঁকে ফোন করেছিলাম, ওঁকে বলেছি যত বেআইনি সম্পত্তি করেছেন, তার নথি আমার কাছে আছে ৷ প্রথম বলেছি, আর কত রক্ত দরকার আপনার ? আপনি কত রক্ত খেতে চান ?’’ এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী ভোটপর্ব মেটার পরই রাজ্য নির্বাচন কমিশনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজীবা সিনহাকে ৷ শুভেন্দু বলেন, ‘‘বলেছি, যাচ্ছি আপনার কার্যালয়ে সন্ধে 6টার সময় তালা ঝোলাব ৷ কলকাতা পুলিশকে ডেকে রাখুন ৷’’
এছাড়াও ভোট দিতে এসে শুভেন্দু অধিকারী ‘চলো কালীঘাট’ কর্মসূচির কথা বলেন । তিনি বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বাংলাকে বাঁচাতে মন্ত্রিত্ব ছেড়ে এই দলে (বিজেপি) এসেছি । আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি । চলো কালীঘাট, ইঁটগুলো খুলি । যতই গুলি করুক, আমি থাকব । 10-20 জন মারা যাবে বাংলার 1 কোটি মানুষ বাঁচবে ।"
এছাড়াও তিনি বলেন, "আমি সাধারণ মানুষকে বলব সব সম্মিলিত করতে । কারণ কোর্টের নিয়ম মানছে না । কোর্ট বলেছিল সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট না করতে । কিন্তু এরা তাই করেছে । চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোটের ফাস্ট, সেকেন্ড থার্ড পোলিং অফিসার না করতে । এরা প্রিসাইডিং অফিসার করেছে । কোর্ট বলেছিল সিসিটিভি রাখতে, যেখানে সিসিটিভি নেই সেখানে ভিডিওগ্রাফি করতে । কিন্তু এরা তা কিছুই করেনি । ডায়মন্ড হারবার থেকে আমতা গতকাল রাত থেকে মানুষ ভোট দিয়েছে ।"
একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে কমিশনের দফতরে যাওয়ার আগে যেখানে যেখানে সন্ত্রাসের অভিযোগ উঠবে, সেখানে সেখানে ব্যালট বাক্সগুলি পুকুরে নর্দমায় ফেলা হবে ৷ এই কাজ করার জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার কথা বলেছেন ৷
আরও পড়ুন: রক্তাক্ত ভোটের প্রথমার্ধ, জেলায় জেলায় মৃত্যুমিছিল; প্রশ্নের মুখে কমিশন