ETV Bharat / state

Suvendu Slams TMC: সরকারি কর্মচারীদের অভিষেকের রাজনৈতিক কাজে ব্যবহার করছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর - অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে ফের শাসক দল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, শাসক দলের রাজনৈতিক কর্মসূচিতে সরকারি কর্মচারীদের ব্যবহার করা হচ্ছে ৷

Suvendu Slams TMC
Suvendu Slams TMC
author img

By

Published : May 3, 2023, 12:58 PM IST

কলকাতা, 3 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে সরকারি আধিকারিকদের ব্যবহার করা হচ্ছে, বুধবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন এই নিয়ে একটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

ওই টুইটে তিনি তিনটি ছবি ব্য়বহার করেছেন ৷ ওই ছবিগুলির মধ্য়ে একটিতে নাম ও ফোন নম্বর দেওয়া একটি তালিকা রয়েছে ৷ অন্য একটি ছবিতে ওই তালিকা পাঠানো হয়েছে এমন একটি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট রয়েছে ৷ আর তৃতীয় ছবিটিতে কয়েকজনকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ব্যানার টাঙাতে দেখা যাচ্ছে ৷ হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশটের ছবির সঙ্গে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগদানের জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন স্বয়ং জলপাইগুড়ির জেলাশাসক দফতরের কর্মী ৷

তার পর ওই টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন শুধুমাত্র পুলিশকেই ব্যবহার করছেন না ৷ কিন্তু সরকারি কর্মচারীদেরও আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের (আঞ্চলিক দল) প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোটে ব্যবহার করা হচ্ছে৷ পিসি-ভাইপোর (মমতা-অভিষেক) আঞ্চলিক দলের প্রাথমিক নির্বাচনের সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কর্মী হিসেবে ব্যবহার করার তালিকাটা দেখুন ৷’’

  • 'Pishi' is now not only using police but also government employees to conduct primary election of candidates of TMC (Regional Party) for the upcoming panchayat election. See the list of government employees being made to work as personal staff of Pishi-Bhaipo combine's regional… pic.twitter.com/vOsHjEQYjo

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পরই তিনি সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের প্রসঙ্গ তোলেন ৷ তাঁর বক্তব্য, একদিকে যখন সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ আদায়ের জন্য আন্দোলন করছেন, তখন অন্যদিকে সরকারি কর্মচারীদের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কর্মসূচির (শুভেন্দু লিখেছেন, যুবরাজের ছেলেখেলা) জন্য ব্যবহার করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গত 25 এপ্রিল তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে ৷ কোচবিহার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে কাকদ্বীপে ৷ এই কর্মসূচিতে টানা দু’মাস ধরে জনসংযোগ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচি নিয়ে এর আগেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে শাসক দল রাজনৈতিক কর্মসূচি করছে বলে অভিযোগ করেছিলেন ৷ বুধবার আবার এই নিয়ে সরব হলেন তিনি ৷

আরও পড়ুন: জনসংযোগ যাত্রা নাটক, অভিষেককে 'হরিদাস পাল' বলে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 3 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে সরকারি আধিকারিকদের ব্যবহার করা হচ্ছে, বুধবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এ দিন এই নিয়ে একটি টুইট করেছেন শুভেন্দু ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

ওই টুইটে তিনি তিনটি ছবি ব্য়বহার করেছেন ৷ ওই ছবিগুলির মধ্য়ে একটিতে নাম ও ফোন নম্বর দেওয়া একটি তালিকা রয়েছে ৷ অন্য একটি ছবিতে ওই তালিকা পাঠানো হয়েছে এমন একটি হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশট রয়েছে ৷ আর তৃতীয় ছবিটিতে কয়েকজনকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ব্যানার টাঙাতে দেখা যাচ্ছে ৷ হোয়াটস অ্যাপ চ্যাটের স্ক্রিনশটের ছবির সঙ্গে লেখা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগদানের জন্য সরকারি কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন স্বয়ং জলপাইগুড়ির জেলাশাসক দফতরের কর্মী ৷

তার পর ওই টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়) এখন শুধুমাত্র পুলিশকেই ব্যবহার করছেন না ৷ কিন্তু সরকারি কর্মচারীদেরও আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে তৃণমূল কংগ্রেসের (আঞ্চলিক দল) প্রার্থী বাছাইয়ের প্রাথমিক ভোটে ব্যবহার করা হচ্ছে৷ পিসি-ভাইপোর (মমতা-অভিষেক) আঞ্চলিক দলের প্রাথমিক নির্বাচনের সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কর্মী হিসেবে ব্যবহার করার তালিকাটা দেখুন ৷’’

  • 'Pishi' is now not only using police but also government employees to conduct primary election of candidates of TMC (Regional Party) for the upcoming panchayat election. See the list of government employees being made to work as personal staff of Pishi-Bhaipo combine's regional… pic.twitter.com/vOsHjEQYjo

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পরই তিনি সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের প্রসঙ্গ তোলেন ৷ তাঁর বক্তব্য, একদিকে যখন সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ আদায়ের জন্য আন্দোলন করছেন, তখন অন্যদিকে সরকারি কর্মচারীদের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কর্মসূচির (শুভেন্দু লিখেছেন, যুবরাজের ছেলেখেলা) জন্য ব্যবহার করা হচ্ছে ৷

প্রসঙ্গত, গত 25 এপ্রিল তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছে ৷ কোচবিহার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে কাকদ্বীপে ৷ এই কর্মসূচিতে টানা দু’মাস ধরে জনসংযোগ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচি নিয়ে এর আগেও সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সরকারি ব্যবস্থাকে ব্যবহার করে শাসক দল রাজনৈতিক কর্মসূচি করছে বলে অভিযোগ করেছিলেন ৷ বুধবার আবার এই নিয়ে সরব হলেন তিনি ৷

আরও পড়ুন: জনসংযোগ যাত্রা নাটক, অভিষেককে 'হরিদাস পাল' বলে কটাক্ষ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.