ETV Bharat / state

Nobel Theft Controversy : "মমতা বন্দ্যোপাধ্যায় জানেন নোবেল কোথা থেকে চুরি হয়েছে", দাবি রাহুল সিনহার - Rabindranath Tagore Noble Prize Theft

2004 সালের মার্চ মাসে বিশ্বভারতীর সংগ্রহশালা থেকে কবিগুরুর নোবেল পুরস্কার চুরি যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ এরপর সিবিআই তদন্ত শুরু হলেও, এখনও তার কোনও খোঁজ মেলেনি ৷ এমনকি সিবিআই সেই তদন্ত চালাচ্ছে কি না, তাও জানেন না মুখ্যমন্ত্রী নিজে ৷ বিজেপিও শাসকদলকে আক্রমণের সুযোগ ছাড়ল না (Nobel Theft Controversy) ৷

Noble Theft erupts political clash
নোবেল চুরি নিয়ে মমতা বনাম বিজেপি
author img

By

Published : May 10, 2022, 9:01 AM IST

কলকাতা, 10 মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তীতেও বাদ গেল না রাজনৈতিক তরজা ৷ সোমবার কবিগুরুর 'নোবেল চুরি' নিয়ে শাসক-বিরোধী বাগযুদ্ধ তুঙ্গে উঠল । সাহিত্যে বিশ্বের শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার চুরি হওয়ায় তৃণমূলের যোগসাজশ ছিল, অভিযোগ করলেন বিজেপির প্রাক্তন জাতীয় সম্পাদক রাহুল সিনহা (BJP leader Rahul Sinha accuses CM Mamata Banerjee over Noble theft) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে তোপ দাগেন, 'কবিগুরুর নোবেল চুরি যতটা অসম্মানের, উদ্ধার না-হওয়াটা আরও লজ্জার ।' পালটা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "সিবিআই না পারলে আপনি খুঁজে দিন ।"

রাহুল সিনহা সাংবাদিকদের বলেন, "তৃণমূলের প্রচারমুখপত্রে বলা হয়েছে নোবেল পুরস্কার কোথায় গেল ?" তাঁর অভিযোগ, নোবেল যাতে খুঁজে না পাওয়া যায়, তাই চুরির তদন্তে সিবিআই-কে প্রথম থেকে অসহযোগিতা করেছে তৃণমূল সরকার ৷ রাজ্য সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং অন্য সংস্থাগুলিকে তদন্তে বাধা দিয়ে থাকে ৷ অথচ আজ তাদেরই প্রশ্ন "নোবেল কোথায় ?"

আরও পড়ুন : TMC MLA on Nobel Theft : 'নোবেল দিয়ে কবিগুরুকে অপমান করা হয়েছিল, তাই চুরি গিয়েছে' ! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, "নোবেল কোথায়, তা আপনি খুঁজে দিন ?" তিনি মনে করিয়ে দেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন, সিবিআই যদি না-পারে, তাহলে আমি নোবেল খুঁজে দেব ৷" রাহুল জানান, সংবাদমাধ্যম মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য প্রচার করেছিল ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কী ভাবে, কোথা থেকে নোবেল চুরি হয়েছে ৷ তাঁর কথায়, "কোথাকার মাল কোথায় গিয়েছে ৷ এই জন্যে তিনি এত জোরের সঙ্গে বলেছিলেন, সিবিআই না-পারলে আমি খুঁজে দেব ৷"

নোবেল চুরি ও না পাওয়ার দায় রাজ্যের ঘাড়ে চাপালেন বিজেপি নেতা রাহুল সিনহা

সোমবার বিকেলে রবীন্দ্রসদনে রাজ্যের তরফে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ অন্যান্যরা । এই অনুষ্ঠানে সেখানেই নোবেল চুরি প্রসঙ্গে একরাশ দুঃখপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল চুরির ঘটনাটিকে বামফ্রন্ট আমলের বলে উল্লেখ করেন ৷ তিনি বলেন, 'বামফ্রন্ট আমলের ঘটনা । সিবিআই তদন্ত করছিল । সিবিআই সম্ভবত তদন্ত প্রক্রিয়া ক্লোজ করে দিয়েছে । নোবেল উদ্ধারই হল না, এটা লজ্জার ।' নবান্ন সূত্রে খবর নোবেল‌ চুরির তদন্ত এবার সিআইডিকে দিয়ে করাবে রাজ্য । তাই কেন্দ্রকে চিঠি দেওয়ার ভাবনা রাজ্যের ।

রাহুল সিনহা জানান, মুখ্য়মন্ত্রী যদি নোবেল খুঁজে দিতে পারেন, তাহলে বিজেপি-সহ রাজ্যবাসী তাঁর জন্য গর্বিত বোধ করবে ৷ তাঁর আবেদন, "নোবেল খুঁজে দেওয়া ও চোরকে ধরিয়ে দেওয়ার জন্য আমি অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি ৷"

আরও পড়ুন : Mamata on Nobel Theft : 'এখনও আমার দুঃখ হয়', নোবেল চুরি প্রসঙ্গে আক্ষেপ মমতার

কলকাতা, 10 মে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তীতেও বাদ গেল না রাজনৈতিক তরজা ৷ সোমবার কবিগুরুর 'নোবেল চুরি' নিয়ে শাসক-বিরোধী বাগযুদ্ধ তুঙ্গে উঠল । সাহিত্যে বিশ্বের শ্রেষ্ঠ সম্মান নোবেল পুরস্কার চুরি হওয়ায় তৃণমূলের যোগসাজশ ছিল, অভিযোগ করলেন বিজেপির প্রাক্তন জাতীয় সম্পাদক রাহুল সিনহা (BJP leader Rahul Sinha accuses CM Mamata Banerjee over Noble theft) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে তোপ দাগেন, 'কবিগুরুর নোবেল চুরি যতটা অসম্মানের, উদ্ধার না-হওয়াটা আরও লজ্জার ।' পালটা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, "সিবিআই না পারলে আপনি খুঁজে দিন ।"

রাহুল সিনহা সাংবাদিকদের বলেন, "তৃণমূলের প্রচারমুখপত্রে বলা হয়েছে নোবেল পুরস্কার কোথায় গেল ?" তাঁর অভিযোগ, নোবেল যাতে খুঁজে না পাওয়া যায়, তাই চুরির তদন্তে সিবিআই-কে প্রথম থেকে অসহযোগিতা করেছে তৃণমূল সরকার ৷ রাজ্য সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং অন্য সংস্থাগুলিকে তদন্তে বাধা দিয়ে থাকে ৷ অথচ আজ তাদেরই প্রশ্ন "নোবেল কোথায় ?"

আরও পড়ুন : TMC MLA on Nobel Theft : 'নোবেল দিয়ে কবিগুরুকে অপমান করা হয়েছিল, তাই চুরি গিয়েছে' ! বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, "নোবেল কোথায়, তা আপনি খুঁজে দিন ?" তিনি মনে করিয়ে দেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন, সিবিআই যদি না-পারে, তাহলে আমি নোবেল খুঁজে দেব ৷" রাহুল জানান, সংবাদমাধ্যম মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য প্রচার করেছিল ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কী ভাবে, কোথা থেকে নোবেল চুরি হয়েছে ৷ তাঁর কথায়, "কোথাকার মাল কোথায় গিয়েছে ৷ এই জন্যে তিনি এত জোরের সঙ্গে বলেছিলেন, সিবিআই না-পারলে আমি খুঁজে দেব ৷"

নোবেল চুরি ও না পাওয়ার দায় রাজ্যের ঘাড়ে চাপালেন বিজেপি নেতা রাহুল সিনহা

সোমবার বিকেলে রবীন্দ্রসদনে রাজ্যের তরফে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু-সহ অন্যান্যরা । এই অনুষ্ঠানে সেখানেই নোবেল চুরি প্রসঙ্গে একরাশ দুঃখপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় নোবেল চুরির ঘটনাটিকে বামফ্রন্ট আমলের বলে উল্লেখ করেন ৷ তিনি বলেন, 'বামফ্রন্ট আমলের ঘটনা । সিবিআই তদন্ত করছিল । সিবিআই সম্ভবত তদন্ত প্রক্রিয়া ক্লোজ করে দিয়েছে । নোবেল উদ্ধারই হল না, এটা লজ্জার ।' নবান্ন সূত্রে খবর নোবেল‌ চুরির তদন্ত এবার সিআইডিকে দিয়ে করাবে রাজ্য । তাই কেন্দ্রকে চিঠি দেওয়ার ভাবনা রাজ্যের ।

রাহুল সিনহা জানান, মুখ্য়মন্ত্রী যদি নোবেল খুঁজে দিতে পারেন, তাহলে বিজেপি-সহ রাজ্যবাসী তাঁর জন্য গর্বিত বোধ করবে ৷ তাঁর আবেদন, "নোবেল খুঁজে দেওয়া ও চোরকে ধরিয়ে দেওয়ার জন্য আমি অবিলম্বে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি ৷"

আরও পড়ুন : Mamata on Nobel Theft : 'এখনও আমার দুঃখ হয়', নোবেল চুরি প্রসঙ্গে আক্ষেপ মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.