ETV Bharat / state

যথাসময়ে প্রমাণ দেব, আদালতে প্রবেশের আগে বললেন পামেলা

আজ আলিপুর আদালতে যাওয়ার পথে পামেলার মুখে উঠে এল রাকেশ সিংয়ের সহকারী অমৃত সিংয়ের নাম ।

পামেলা গোস্বামী
পামেলা গোস্বামী
author img

By

Published : Mar 4, 2021, 3:22 PM IST

Updated : Mar 4, 2021, 3:55 PM IST

কলকাতা, 4 মার্চ : পুলিশি হেফাজতের পর ফের আলিপুর আদালতে পেশ করা হল মাদককাণ্ডে জড়িত বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামীকে । আজ আদালতে প্রবেশের আগে পুলিশের গাড়ি থেকে নেমে ফের বিস্ফোরক পামেলা । বললেন, রাকেশ সিং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি করেছেন । তাঁর সঙ্গে যুক্ত ছিল তার সহকারী অমৃত সিং ।

পাশাপাশি রাকেশের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার দাবি জানান পামেলা গোস্বামী । তিনি বলেন মানুষের টাকায় নিরাপত্তারক্ষী রাখার কোনও মানে হয় না । পাশাপাশি তিনি বলেন রাকেশ সিংয়ের বিরুদ্ধে 70 থেকে 75 টি মামলা রয়েছে ।

আরও পড়ুন : রাকেশ-পামেলা মামলায় ক্রমেই প্রকাশ্য়ে লিংক ম্যান

রাকেশ এবং পামেলা গোস্বামীর কাছে মাদক কীভাবে পৌঁছাল সেই বিষয়ে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । তারা জানতে পেরেছে, এই ঘটনায় ভিন রাজ্যের যোগ রয়েছে । পাশাপাশি গ্রেফতার হওয়ার পরেই পামেলা গোস্বামী পুলিশকে জানিয়েছিল রাকেশ সিংয়ের ডানহাত বলে পরিচিত এক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পামেলার গাড়িতে ওই মাদক রেখেছিল । তদন্ত করে জানা যায়, ওই ব্যক্তির নাম অমৃত ।

কলকাতা, 4 মার্চ : পুলিশি হেফাজতের পর ফের আলিপুর আদালতে পেশ করা হল মাদককাণ্ডে জড়িত বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামীকে । আজ আদালতে প্রবেশের আগে পুলিশের গাড়ি থেকে নেমে ফের বিস্ফোরক পামেলা । বললেন, রাকেশ সিং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি করেছেন । তাঁর সঙ্গে যুক্ত ছিল তার সহকারী অমৃত সিং ।

পাশাপাশি রাকেশের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার দাবি জানান পামেলা গোস্বামী । তিনি বলেন মানুষের টাকায় নিরাপত্তারক্ষী রাখার কোনও মানে হয় না । পাশাপাশি তিনি বলেন রাকেশ সিংয়ের বিরুদ্ধে 70 থেকে 75 টি মামলা রয়েছে ।

আরও পড়ুন : রাকেশ-পামেলা মামলায় ক্রমেই প্রকাশ্য়ে লিংক ম্যান

রাকেশ এবং পামেলা গোস্বামীর কাছে মাদক কীভাবে পৌঁছাল সেই বিষয়ে তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ । তারা জানতে পেরেছে, এই ঘটনায় ভিন রাজ্যের যোগ রয়েছে । পাশাপাশি গ্রেফতার হওয়ার পরেই পামেলা গোস্বামী পুলিশকে জানিয়েছিল রাকেশ সিংয়ের ডানহাত বলে পরিচিত এক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পামেলার গাড়িতে ওই মাদক রেখেছিল । তদন্ত করে জানা যায়, ওই ব্যক্তির নাম অমৃত ।

Last Updated : Mar 4, 2021, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.