ETV Bharat / state

Mithun Chakraborty: পঞ্চায়েতের প্রচারে বিজেপির বাজি মহাগুরু, জেলা সফরের জন্য কলকাতায় মিঠুন - বিধানসভার নির্বাচন

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ সেই ভোটে ভালো ফল করতে মরিয়া বিজেপি (BJP) ৷ তাই গ্রামীণ বাংলায় এখন থেকেই সফর শুরু করছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ যিনি 2021 সালে বিজেপিতে যোগ দিয়েছেন ৷

bjp-leader-mithun-chakraborty-arrives-kolkata-for-panchayat-polls-campaign
Mithun Chakraborty: পঞ্চায়েতের প্রচারে বিজেপির বাজি মহাগুরু, জেলা সফরের জন্য কলকাতায় মিঠুন
author img

By

Published : Nov 22, 2022, 12:15 PM IST

Updated : Nov 22, 2022, 1:34 PM IST

কলকাতা, 22 নভেম্বর: আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) গ্রাম বাংলায় মহাগুরুর জনপ্রিয়তাকে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির ৷ তাই এখনই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) শুরু করছেন জেলা সফর ৷ সেই কারণে মঙ্গলবার কলকাতায় পৌঁছান তিনি ৷ বিজেপি (BJP) সূত্রে খবর, আগামিকাল বুধবার থেকেই তাঁর জেলা সফর শুরু হতে চলেছে ৷

এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন ৷ তবে এবার তাঁর ঠিক কী কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি ৷ তিনি জানিয়েছেন যে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁকে ডেকে পাঠিয়েছেন ৷ তাই তিনি এসেছেন ৷ কী কর্মসূচি রয়েছে, তা নেতাদের সঙ্গে কথা বললেই তিনি জানতে পারবেন ৷

bjp-leader-mithun-chakraborty-arrives-kolkata-for-panchayat-polls-campaign
কলকাতা বিমানবন্দরে মিঠুন চক্রবর্তী

তবে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামিকাল থেকে জেলা সফরে বের হচ্ছেন মিঠুন ৷ আগামী 27 নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘুরবেন তিনি । আগামিকাল পুরুলিয়া থেকে তাঁর জেলা সফর শুরু হচ্ছে ৷ এরপর রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলা । তাঁর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি ৷

আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ৷ বিজেপি অবশ্য সরাসরি পঞ্চায়েত সংক্রান্ত কর্মসূচি না নিলেও শাসক দলের বিরুদ্ধে ইস্যু ভিত্তিক একাধিক কর্মসূচি করছে ৷ ঠিক এই পরিস্থিতিতেই মিঠুন কলকাতায় এলেন ৷ তবে এখনই তিনি পঞ্চায়েতের প্রচার নামছেন না বলেও জানিয়ে দিয়েছেন ৷

কলকাতায় মিঠুন চক্রবর্তী

রাজনৈতিক মহলের মতে, অভিনেতা হিসেবে গ্রাম বাংলায় মিঠুনের জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি ৷ বিধানসভার নির্বাচনের (Bengal Assembly Elections 2021) প্রচারে তিনি যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন, তখনই লোক সমাগম হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনেও সেই জনপ্রিয়তাকেই ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির ৷ সেই কারণে যে সব জায়গায় বিজেপির সংগঠন মজবুত, সেখানেই আগে নিয়ে যাওয়া হচ্ছে মহাগুরুকে ৷

আরও পড়ুন: 'ডিসেম্বরে খেলা হবে, 30 জনেরও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন', দাবি অগ্নিমিত্রার

কলকাতা, 22 নভেম্বর: আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) গ্রাম বাংলায় মহাগুরুর জনপ্রিয়তাকে ব্যবহার করতে চায় গেরুয়া শিবির ৷ তাই এখনই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) শুরু করছেন জেলা সফর ৷ সেই কারণে মঙ্গলবার কলকাতায় পৌঁছান তিনি ৷ বিজেপি (BJP) সূত্রে খবর, আগামিকাল বুধবার থেকেই তাঁর জেলা সফর শুরু হতে চলেছে ৷

এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন ৷ তবে এবার তাঁর ঠিক কী কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি ৷ তিনি জানিয়েছেন যে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) তাঁকে ডেকে পাঠিয়েছেন ৷ তাই তিনি এসেছেন ৷ কী কর্মসূচি রয়েছে, তা নেতাদের সঙ্গে কথা বললেই তিনি জানতে পারবেন ৷

bjp-leader-mithun-chakraborty-arrives-kolkata-for-panchayat-polls-campaign
কলকাতা বিমানবন্দরে মিঠুন চক্রবর্তী

তবে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামিকাল থেকে জেলা সফরে বের হচ্ছেন মিঠুন ৷ আগামী 27 নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘুরবেন তিনি । আগামিকাল পুরুলিয়া থেকে তাঁর জেলা সফর শুরু হচ্ছে ৷ এরপর রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলা । তাঁর সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি ৷

আগামী বছর এপ্রিল-মে মাস নাগাদ পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ৷ বিজেপি অবশ্য সরাসরি পঞ্চায়েত সংক্রান্ত কর্মসূচি না নিলেও শাসক দলের বিরুদ্ধে ইস্যু ভিত্তিক একাধিক কর্মসূচি করছে ৷ ঠিক এই পরিস্থিতিতেই মিঠুন কলকাতায় এলেন ৷ তবে এখনই তিনি পঞ্চায়েতের প্রচার নামছেন না বলেও জানিয়ে দিয়েছেন ৷

কলকাতায় মিঠুন চক্রবর্তী

রাজনৈতিক মহলের মতে, অভিনেতা হিসেবে গ্রাম বাংলায় মিঠুনের জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি ৷ বিধানসভার নির্বাচনের (Bengal Assembly Elections 2021) প্রচারে তিনি যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন, তখনই লোক সমাগম হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনেও সেই জনপ্রিয়তাকেই ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির ৷ সেই কারণে যে সব জায়গায় বিজেপির সংগঠন মজবুত, সেখানেই আগে নিয়ে যাওয়া হচ্ছে মহাগুরুকে ৷

আরও পড়ুন: 'ডিসেম্বরে খেলা হবে, 30 জনেরও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন', দাবি অগ্নিমিত্রার

Last Updated : Nov 22, 2022, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.