ETV Bharat / state

কোর্টের নির্দেশে তদন্ত, সহযোগিতা করা উচিত তৃণমূলের : জয়প্রকাশ - নারদ কাণ্ড

নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে এদিন সকালেই গ্রেফতার করেছে সিবিআই ৷ তারপরই প্রতিক্রিয়ায় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এর মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়া ঠিক নয় ৷ এই পরিস্থিতিতে তৃণমূল নেতা-মন্ত্রীদের তদন্তে সহযোগিতা করা উচিত ৷

জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া
জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া
author img

By

Published : May 17, 2021, 12:03 PM IST

কলকাতা, 17 মে : নারদ কাণ্ডে গ্রেফতার হলেন ফিরহাদ, সুব্রত, মদন এবং শোভন ৷ এদিন সকালেই তাঁদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিবিআই ৷ তারপরই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এই ঘটনায় রাজনীতি খুঁজতে যাওয়া ঠিক হবে না ৷ তৃণমূল নেতা-মন্ত্রীদের এখন তদন্তে সহযোগিতা করা উচিত ৷

জয়প্রকাশ বলেন, "অনেকদিন ধরেই তদন্ত চলছিল ৷ সমাজের বিভিন্নস্তরের মানুষই প্রশ্ন তুলেছিলেন তদন্তে দেরি হওয়ায় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছিল কোর্টের নির্দেশে ৷ এটা আমাদের ভুলে গেলে চলবে না ৷ আজকের ঘটনা সেই তদন্তের একটা পদক্ষেপ মাত্র ৷ গোটা বিষয়টিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কোর্টের হাতে রয়েছে ৷ তাই এবিষয়ে কোনও রাজনৈতিক দলগুলির এমন কোনও বক্তব্য বা মন্তব্য করা উচিত নয় যাতে করোনা আবহে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷"

তিনি তৃণমূলের উদ্দেশে বলেন, "সকলকেই অনুরোধ করব করোনা আবহে ভারতের যে আইন ব্যবস্থা তার উপর সম্মান রেখে এই তদন্তের সহযোগিতা করতে কোনও রকম যেন বিশৃঙ্খলা বা উত্তেজনা তৈরি না হয় ৷ ভারতের আইন বিধি মেনেই এই কাজ হচ্ছে । কোর্টের নির্দেশে সিবিআই একটা নির্দিষ্ট পদক্ষেপের দিকে এগচ্ছে । আমাদের অপেক্ষা করা দরকার ।"

2016 সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই নারদ কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ তদন্তভার পায় সিবিআই ৷ তারপর থেকে তদন্ত চলছিল । তদন্তে দেরি নিয়ে প্রশ্নও ওঠে ৷

আরও পড়ুন: নারদকাণ্ডে গ্রেফতার ফিরহাদ-সুব্রত-মদন-শোভন

কলকাতা, 17 মে : নারদ কাণ্ডে গ্রেফতার হলেন ফিরহাদ, সুব্রত, মদন এবং শোভন ৷ এদিন সকালেই তাঁদের নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সিবিআই ৷ তারপরই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এই ঘটনায় রাজনীতি খুঁজতে যাওয়া ঠিক হবে না ৷ তৃণমূল নেতা-মন্ত্রীদের এখন তদন্তে সহযোগিতা করা উচিত ৷

জয়প্রকাশ বলেন, "অনেকদিন ধরেই তদন্ত চলছিল ৷ সমাজের বিভিন্নস্তরের মানুষই প্রশ্ন তুলেছিলেন তদন্তে দেরি হওয়ায় ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছিল কোর্টের নির্দেশে ৷ এটা আমাদের ভুলে গেলে চলবে না ৷ আজকের ঘটনা সেই তদন্তের একটা পদক্ষেপ মাত্র ৷ গোটা বিষয়টিই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কোর্টের হাতে রয়েছে ৷ তাই এবিষয়ে কোনও রাজনৈতিক দলগুলির এমন কোনও বক্তব্য বা মন্তব্য করা উচিত নয় যাতে করোনা আবহে সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় ৷"

তিনি তৃণমূলের উদ্দেশে বলেন, "সকলকেই অনুরোধ করব করোনা আবহে ভারতের যে আইন ব্যবস্থা তার উপর সম্মান রেখে এই তদন্তের সহযোগিতা করতে কোনও রকম যেন বিশৃঙ্খলা বা উত্তেজনা তৈরি না হয় ৷ ভারতের আইন বিধি মেনেই এই কাজ হচ্ছে । কোর্টের নির্দেশে সিবিআই একটা নির্দিষ্ট পদক্ষেপের দিকে এগচ্ছে । আমাদের অপেক্ষা করা দরকার ।"

2016 সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই নারদ কাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসে ৷ তদন্তভার পায় সিবিআই ৷ তারপর থেকে তদন্ত চলছিল । তদন্তে দেরি নিয়ে প্রশ্নও ওঠে ৷

আরও পড়ুন: নারদকাণ্ডে গ্রেফতার ফিরহাদ-সুব্রত-মদন-শোভন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.