ETV Bharat / state

Jay prakash criticizes Dhankar : রাজ্যপালের সমালোচনায় জয়প্রকাশ, বিজেপির বিক্ষুব্ধ নেতাকে সমর্থন ফিরহাদের - Jayaprakash Majumder gets support of Firhad Hakim after criticizing Governor jagdeep dhankar

টুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কড়া সমালোচনা করেছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ৷ সেই প্রসঙ্গে তৃণমূলের ফিরহাদ হাকিমের সমর্থন পেলেন বিজেপির বিক্ষুব্ধ নেতা (Jay prakash criticizes Dhankar) ৷

Jay prakash criticizes Dhankar
Jay prakash criticizes Dhankar
author img

By

Published : Feb 4, 2022, 8:42 PM IST

কলকাতা, 4 ফেব্রুয়ারি : দলের বিক্ষুব্ধ নেতার তকমা লেগে গিয়েছে তাঁর গায়ে ৷ দলে যোগ্য সম্মান না-পাওয়ায় বেশ কিছুদিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জয়প্রকাশ মজুমদার ৷ এবার প্রকাশ্যে দলের অবস্থানের ঠিক উল্টো পথে হাঁটলেন তিনি ৷ কড়া ভাষায় সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বৈরথে যা অন্য মাত্রা যোগ করেছে ৷ আর তাঁর মন্তব্যকে সমর্থন করেছেন শাসকদলের নেতা মন্ত্রীরা ৷

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভৎর্সনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল তাঁকে ফোন করেন কি না, তা জিজ্ঞাসা করেন ৷ এরপর পুলিশ সুপারকে নির্দেশ দেন, অন্য কারও কথা না-শুনে নিজের মতো করে কাজ করার ৷ বৈঠকের সেই অংশের ভিডিয়োর টুইট করে মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীর আচরণকে 'উদ্বেগজনক' বলে ধনকড় লেখেন, "রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন মুখ্যমন্ত্রী ৷"

  • @jdhankhar1
    Does our beloved West Bengal benefit from your confrontations with the State administration?
    Are media & tweets viable means for resolving such disputes?
    Isn't your stand actually providing sympathy to the ruling party?

    People expect statesmanship from a Governor. https://t.co/uBtaeQZz4K

    — Jay Prakash Majumdar (@jay_majumdar) February 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্য ও রাজ্যপালের সংঘাত সবার জানা ৷ তৃণমূলের নেতা মন্ত্রীরা এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজ্যপালের কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত ৷ রাজ্যপালকে টুইটারে ব্লক করা, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের নামে নালিশ-সহ বিভিন্ন ঘটনা তারই প্রমাণ ৷ তবে শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল যত বিঁধেছেন বিজেপির পক্ষ থেকে ততটাই সমর্থন পেয়েছেন ৷ সেদিক থেকে দেখতে হলে চেনা পথের উল্টো দিকে হাঁটলেন জয়প্রকাশ মজুমদার ৷ রাজ্যপালের টুইট রিটুইট করে তিনি লেখেন, "রাজ্য প্রশাসনের সঙ্গে আপনার সংঘাতে কি রাজ্যের আদৌ কোনও লাভ হচ্ছে? সংবাদমাধ্যমের সামনে কথা বলে ও টুইট করে সমস্যার সমাধান কি সম্ভব ? আপনার এই অবস্থান কি শাসকদলকে সহানুভূতি পাইয়ে দিচ্ছে না ? রাজ্যপালের কাছ থেকে জনগণ রাষ্ট্রনায়কসুলভ আচরণ আশা করে ৷"

আরও পড়ুন : Jagdeep Dhankhar on Mamata Banerjee : ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, ফের টুইট-বোমা ধনকড়ের

রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সমর্থন পেয়েছেন জয়প্রকাশ (Jayaprakash Majumder gets support of Firhad Hakim after criticizing Governor jagdeep dhankar ) ৷ তিনি বলেন, "ঠিকই বলেছেন ৷ যদি বিজেপি নেতা ঠিক কথা বলে থাকেন তাহলে তাঁকে স্বাগত । ধীরে ধীরে সবাই বুঝতে পারবেন ৷" ফিরহাদ বলেন, "এই রাজ্যপাল পশ্চিমবঙ্গের ক্ষতি করছে । শুধু হাওড়া বালির বিল আটকে রাখা নয়, সারা পশ্চিমবঙ্গকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছেন । রাজ্যপাল এখন পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন । বিজেপির এখানে যেহেতু মেরুদন্ড ভেঙে গিয়েছে, রাজ্যপাল তাই নিজেই দায়িত্ব নিয়েছেন বিজেপি করার ।"

কলকাতা, 4 ফেব্রুয়ারি : দলের বিক্ষুব্ধ নেতার তকমা লেগে গিয়েছে তাঁর গায়ে ৷ দলে যোগ্য সম্মান না-পাওয়ায় বেশ কিছুদিন ধরেই বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জয়প্রকাশ মজুমদার ৷ এবার প্রকাশ্যে দলের অবস্থানের ঠিক উল্টো পথে হাঁটলেন তিনি ৷ কড়া ভাষায় সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বৈরথে যা অন্য মাত্রা যোগ করেছে ৷ আর তাঁর মন্তব্যকে সমর্থন করেছেন শাসকদলের নেতা মন্ত্রীরা ৷

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভৎর্সনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যপাল তাঁকে ফোন করেন কি না, তা জিজ্ঞাসা করেন ৷ এরপর পুলিশ সুপারকে নির্দেশ দেন, অন্য কারও কথা না-শুনে নিজের মতো করে কাজ করার ৷ বৈঠকের সেই অংশের ভিডিয়োর টুইট করে মুখ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রীর আচরণকে 'উদ্বেগজনক' বলে ধনকড় লেখেন, "রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন মুখ্যমন্ত্রী ৷"

  • @jdhankhar1
    Does our beloved West Bengal benefit from your confrontations with the State administration?
    Are media & tweets viable means for resolving such disputes?
    Isn't your stand actually providing sympathy to the ruling party?

    People expect statesmanship from a Governor. https://t.co/uBtaeQZz4K

    — Jay Prakash Majumdar (@jay_majumdar) February 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্য ও রাজ্যপালের সংঘাত সবার জানা ৷ তৃণমূলের নেতা মন্ত্রীরা এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজ্যপালের কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত ৷ রাজ্যপালকে টুইটারে ব্লক করা, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের নামে নালিশ-সহ বিভিন্ন ঘটনা তারই প্রমাণ ৷ তবে শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল যত বিঁধেছেন বিজেপির পক্ষ থেকে ততটাই সমর্থন পেয়েছেন ৷ সেদিক থেকে দেখতে হলে চেনা পথের উল্টো দিকে হাঁটলেন জয়প্রকাশ মজুমদার ৷ রাজ্যপালের টুইট রিটুইট করে তিনি লেখেন, "রাজ্য প্রশাসনের সঙ্গে আপনার সংঘাতে কি রাজ্যের আদৌ কোনও লাভ হচ্ছে? সংবাদমাধ্যমের সামনে কথা বলে ও টুইট করে সমস্যার সমাধান কি সম্ভব ? আপনার এই অবস্থান কি শাসকদলকে সহানুভূতি পাইয়ে দিচ্ছে না ? রাজ্যপালের কাছ থেকে জনগণ রাষ্ট্রনায়কসুলভ আচরণ আশা করে ৷"

আরও পড়ুন : Jagdeep Dhankhar on Mamata Banerjee : ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, ফের টুইট-বোমা ধনকড়ের

রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সমর্থন পেয়েছেন জয়প্রকাশ (Jayaprakash Majumder gets support of Firhad Hakim after criticizing Governor jagdeep dhankar ) ৷ তিনি বলেন, "ঠিকই বলেছেন ৷ যদি বিজেপি নেতা ঠিক কথা বলে থাকেন তাহলে তাঁকে স্বাগত । ধীরে ধীরে সবাই বুঝতে পারবেন ৷" ফিরহাদ বলেন, "এই রাজ্যপাল পশ্চিমবঙ্গের ক্ষতি করছে । শুধু হাওড়া বালির বিল আটকে রাখা নয়, সারা পশ্চিমবঙ্গকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছেন । রাজ্যপাল এখন পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র হয়ে দাঁড়িয়েছেন । বিজেপির এখানে যেহেতু মেরুদন্ড ভেঙে গিয়েছে, রাজ্যপাল তাই নিজেই দায়িত্ব নিয়েছেন বিজেপি করার ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.