কলকাতা, 17 অক্টোবর : দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার BJP এর কর্মচারী সংগঠনের নেতা সঞ্জীব পাল । এদিন দুর্নীতির দায়ে আলিপুরদুয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় ।
উল্লেখ্য, একটা সময় সঞ্জীব পাল ছিলেন তৃণমূলে । রাজ্যের শাসক দলের সরকারি কর্মচারী সংগঠনের কোর কমিটির নেতা ছিলেন তিনি । দুর্নীতির অভিযোগেই তাঁকে বদলি করে দেওয়া হয়েছিল আলিপুরদুয়ারের RTO পদে । এরপরে তিনি যোগ দেন BJPতে । BJP প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের একেবারে শীর্ষস্তরের নেতা হয়ে ওঠেন সঞ্জীব । অভিযোগ, তারপরেও দুর্নীতি বন্ধ হয়নি । দুর্নীতির অভিযোগে এবারে তাঁকে গ্রেপ্তার করা হল ।
একটা সময় সঞ্জীব পাল নবান্নে CMOতে কর্মরত ছিলেন । তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির নেতা ছিলেন তিনি । সরকারের একেবারে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল । কিন্তু, ছন্দপতন হয় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় । তখন তাঁকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বদলি করে দেওয়া হয় আলিপুরদুয়ারে । অভিযোগ উঠেছে, তারপরেও নিজেকে শোধরানোর চেষ্টা করেননি সঞ্জীব । বরং তৃণমূল ছেড়ে BJPএর খাতায় নাম লেখানোর পরও তিনি নানাভাবে দুর্নীতি করে গেছেন বলে অভিযোগ । এমন অভিযোগ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR করে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। গত এপ্রিল মাসে দায়ের হয় FIR । তদন্তে নেমে তার 62 লাখ টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পায় অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের কর্তারা । দুর্নীতির অভিযোগের বেশ কিছু প্রমাণ পাওয়ার পরেই আজ গ্রেপ্তার করা হয় সঞ্জীবকে ।