ETV Bharat / state

BJP Labor Union: একাধিক দাবিদাওয়া নিয়ে এবার রাজ্যপালের দ্বারস্থ বিজেপির শ্রমিক সংগঠন

author img

By

Published : Mar 15, 2023, 7:39 AM IST

Updated : Mar 15, 2023, 9:19 AM IST

রাজ্যে শাসকদল সহজেই যেকোনও রেজিস্ট্রেশন করাতে পারে (BJP Deputation)৷ অথচ বিজেপির ট্রেড ইউনিয়নগুলিকে সমস্য়ায় পড়তে হয় রেজিস্ট্রেশন বা লাইসেন্স নবীকরণের জন্য ৷ এইরকমই আরও কয়েকদফা দাবি নিয়ে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের কাছে ডেপুটেশন জমা বিজেপি শ্রমিক ইউনিয়নের ৷

BJP Labor Union
রাজ্যপালের দ্বারস্থ বিজেপির শ্রমিক সংগঠন

কলকাতা, 15 মার্চ: তৃণমূল কংগ্রেসের সমস্ত ট্রেড ইউনিয়নগুলি অনায়াসেই রেজিস্ট্রেশন নম্বর পাওয়া বা রেজিস্ট্রেশন নবিকরণ করাতে পারছে । তবে বাকি ট্রেড ইউনিয়নগুলি শত কাঠখড় পুড়িয়েও পাচ্ছে না নতুন রেজিস্ট্রেশন নম্বর বা পুরনো রেজিস্ট্রেশনের নবীকরণ করতে ৷ তাই এই অভিযোগে মঙ্গলবার রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয় বিজেপির শ্রমিক ইউনিয়ন (BJMTUC)। রাজ্যপালের কাছে তাঁরা ডেপুটেশন জমা দেন ।

তৃণমূল কংগ্রেস বা শাসক দলের সঙ্গে যুক্ত যেসব ট্রেড ইউনিয়নগুলি রয়েছে সেগুলির লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না । তবে বাকি যেসব ট্রেড ইউনিয়ন রয়েছে সেগুলিকে নতুন রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছে না রাজ্য সরকার । পাশাপাশি নবিকরণের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে । তাঁরা দাবি করেন যে অবিলম্বে এই দ্বিচারিতা বন্ধ করতে হবে । আটকে থাকা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ।

পাশাপাশি তাঁরা আরও জানান, শ্রমিকদের কোনওরকম প্রফিডেন্ট ফান্ড বা ইএসআইএর সুবিধা দেওয়া হয় না । তাছাড়াও শ্রম আইনের বিরুদ্ধে গিয়ে চটকলের শ্রমিকদের আট ঘণ্টার পরিবর্তে জোর করে 12 ঘণ্টা কাজ করানো হয় । এই বিষয়গুলি নিয়ে লেবার কমিশনে জানানো হলেও কোনও কাজ হয়নি । এমনকী তাঁদের 12 ঘণ্টা কাজ না-করলে কাজ থেকে ছাঁটাইয়ের হুমকি দেওয়া হচ্ছে ।

শুধু তাই নয়, রাজ্য সরকারের হাসপাতালগুলিতে কোনওরকম টেন্ডার ছাড়াই নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে । তাই যাঁরা অনেকদিন ধরে কাজ করছেন এবং বিভিন্ন বিরোধী দলের ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদেরকে রীতিমতো বের করে দেওয়া হচ্ছে । এর বিরুদ্ধে কর্তৃপক্ষের দারস্থ হলে তারা কোনও পদক্ষেপ করছে না । এমনকী লেবার কমিশনের কাছে নালিশ জানিয়েও কোনও কাজ হয়নি ।

এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যে ভেন্ডাররা 10 হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ৷ তাঁর গ্যারান্টার হচ্ছেন প্রধানমন্ত্রী । এই বিষয়টি সকলের জানা । বিজেপি শ্রমিক সংগঠনের এই কথা শুনেই রাজ্যপাল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানাচ্ছেন তাঁরা । তবে এই রাজ্যে এই ক্ষেত্রেও সমস্যায় সৃষ্টি হচ্ছে । এমনটাই অভিযোগ করেন তাঁরা।

আরও পড়ুন: অঙ্কিতার টানে রোজ স্কুলে আসে মিঠু ! তারপর...

বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, "তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আজ লুটেপুটে খাচ্ছে আর শ্রমিকরা শ্রম দিয়েও যোগ্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে । সেইসঙ্গে পুলিশ এদের উপর অত্যাচার চালাচ্ছে । হাজার হাজার টাকা মাসোহারা চাইছে এই শ্রমিকদের থেকে। কারোর মাসে উপার্জন পাঁচ হাজার টাকা হলে তাঁর কাছে দু’হাজার টাকা চাইছে । ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অত্যাচার চলছে এই বিষয়টা আমরা রাজ্যপালকে জানিয়েছি ।"

কলকাতা, 15 মার্চ: তৃণমূল কংগ্রেসের সমস্ত ট্রেড ইউনিয়নগুলি অনায়াসেই রেজিস্ট্রেশন নম্বর পাওয়া বা রেজিস্ট্রেশন নবিকরণ করাতে পারছে । তবে বাকি ট্রেড ইউনিয়নগুলি শত কাঠখড় পুড়িয়েও পাচ্ছে না নতুন রেজিস্ট্রেশন নম্বর বা পুরনো রেজিস্ট্রেশনের নবীকরণ করতে ৷ তাই এই অভিযোগে মঙ্গলবার রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের দ্বারস্থ হয় বিজেপির শ্রমিক ইউনিয়ন (BJMTUC)। রাজ্যপালের কাছে তাঁরা ডেপুটেশন জমা দেন ।

তৃণমূল কংগ্রেস বা শাসক দলের সঙ্গে যুক্ত যেসব ট্রেড ইউনিয়নগুলি রয়েছে সেগুলির লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না । তবে বাকি যেসব ট্রেড ইউনিয়ন রয়েছে সেগুলিকে নতুন রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছে না রাজ্য সরকার । পাশাপাশি নবিকরণের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে । তাঁরা দাবি করেন যে অবিলম্বে এই দ্বিচারিতা বন্ধ করতে হবে । আটকে থাকা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে ।

পাশাপাশি তাঁরা আরও জানান, শ্রমিকদের কোনওরকম প্রফিডেন্ট ফান্ড বা ইএসআইএর সুবিধা দেওয়া হয় না । তাছাড়াও শ্রম আইনের বিরুদ্ধে গিয়ে চটকলের শ্রমিকদের আট ঘণ্টার পরিবর্তে জোর করে 12 ঘণ্টা কাজ করানো হয় । এই বিষয়গুলি নিয়ে লেবার কমিশনে জানানো হলেও কোনও কাজ হয়নি । এমনকী তাঁদের 12 ঘণ্টা কাজ না-করলে কাজ থেকে ছাঁটাইয়ের হুমকি দেওয়া হচ্ছে ।

শুধু তাই নয়, রাজ্য সরকারের হাসপাতালগুলিতে কোনওরকম টেন্ডার ছাড়াই নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে । তাই যাঁরা অনেকদিন ধরে কাজ করছেন এবং বিভিন্ন বিরোধী দলের ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদেরকে রীতিমতো বের করে দেওয়া হচ্ছে । এর বিরুদ্ধে কর্তৃপক্ষের দারস্থ হলে তারা কোনও পদক্ষেপ করছে না । এমনকী লেবার কমিশনের কাছে নালিশ জানিয়েও কোনও কাজ হয়নি ।

এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যে ভেন্ডাররা 10 হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ৷ তাঁর গ্যারান্টার হচ্ছেন প্রধানমন্ত্রী । এই বিষয়টি সকলের জানা । বিজেপি শ্রমিক সংগঠনের এই কথা শুনেই রাজ্যপাল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানাচ্ছেন তাঁরা । তবে এই রাজ্যে এই ক্ষেত্রেও সমস্যায় সৃষ্টি হচ্ছে । এমনটাই অভিযোগ করেন তাঁরা।

আরও পড়ুন: অঙ্কিতার টানে রোজ স্কুলে আসে মিঠু ! তারপর...

বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, "তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আজ লুটেপুটে খাচ্ছে আর শ্রমিকরা শ্রম দিয়েও যোগ্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে । সেইসঙ্গে পুলিশ এদের উপর অত্যাচার চালাচ্ছে । হাজার হাজার টাকা মাসোহারা চাইছে এই শ্রমিকদের থেকে। কারোর মাসে উপার্জন পাঁচ হাজার টাকা হলে তাঁর কাছে দু’হাজার টাকা চাইছে । ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অত্যাচার চলছে এই বিষয়টা আমরা রাজ্যপালকে জানিয়েছি ।"

Last Updated : Mar 15, 2023, 9:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.