কলকাতা, 9 ডিসেম্বর: আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে বিজেপি কিষাণ মোর্চার আন্দোলন। অকাল বর্ষণের জন্য কৃষকদের যে শস্য এবং আলুর বীজ নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণের দাবিতে আগামী সোমরার থেকে আন্দোলনের ডাক দিল বিজেপি কিষাণ মোর্চা।
বিজেপি কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার বলেন, "শনিবার রাজ্য কিষাণ মোর্চার পক্ষ থেকে হুগলির গোঘাটের কৃষকদের উপর থানার ওসি (গোঘাট) অরূপ কুমার মণ্ডলের অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশালীন আচরণ ও চাষিদের মারধর করার অভিযোগে পথ অবরোধ করা হয়েছিল। শুধু তাই নয়, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। পাশাপাশি অকাল বর্ষণের জন্য কৃষকদের ধান এবং আলু নষ্ট হয়েছে। তাই এর ক্ষতিপূরণের দাবি জানিয়ে আগামী সোমবার থেকে সমস্ত সাব-ডিভিশনাল অফিসার সামনে বিক্ষোভ সমাবেশ হবে এবং ডেপুটেশন জমা দেওয়া হবে ৷"
পাশাপাশি আজ এই বিষযয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, গত 12 বছরে রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কোনও কৃষক তাঁর ধান বিক্রি করতে পারেননি। কয়েকটি বিচ্ছিন্ন উদাহরণ হয়তো তৃণমূল কংগ্রেস দিতে পারে। এছাড়া গোঘাটের ঘটনাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাজ্যে কৃষকের অধিকার কোথায় গিয়ে পৌঁছেছে। তাই আগামী সপ্তাহ থেকে লাগাতার কৃষকদের নিয়ে চলবে আন্দোলন। এই বিষয় কথা বলতে গিয়ে শমীক ভট্টাচার্য 'ধলতা' ব্যবস্থার করা বলেন। তিনি বলেন, "এই ব্যবস্থা খোলা বাজারে চলে। কিন্তু সরকারিভাবে নিয়ন্ত্রিত কোনও বাজারে এই ব্যবস্থা চলে না।"
অকাল বর্ষণের কারণে আলু ও ধান চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তিনি অভিযোগ করেন, সরকারের থেকে এরা কোনও মানবিকতার পরিচয় পায়নি। একদিকে কালোবাজারি আর অন্যদিকে কীটনাশকের দামবৃদ্ধি, তাই চাষের খরচ কয়েকগুণ বেড়েছে এরাজ্যে। এই নিয়ে আজ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার-সহ মহাদেব সরকার কৃষকদের নিয়ে একটি সভা আয়োজিত হয়েছে। আর তারপর থেকেই শুরু হবে লাগাতার বিক্ষোভ ধর্মঘট।
আরও পড়ুন: