কলকাতা, 29 এপ্রিল : টিকিয়াপাড়ার ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী শিবির । এই ঘটনায় BJP নেতৃত্বের একাংশ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে । এবার পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । মুখ্যমন্ত্রী বলেন, "টিকিয়াপাড়ার ঘটনায় রাজনীতি করছে BJP । একটি ঘটনা ঘটেছে । পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মনে রাখা দরকার, যাঁরা অন্যায় করে, তাঁদের কোনও ধর্ম নেই, জাত নেই।"
গতকাল টিকিয়াপাড়ায় লকডাউন অমান্যকারীরা আক্রমণ করে পুলিশের উপর । বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে । ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। এরপরই সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশেষ করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে BJP নেতৃত্বের একাংশ । আজ এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "টিকিয়াপাড়া নিয়ে রাজনীতি করছে BJP । টিকিয়াপাড়ায় একটা ঘটনা ঘটেছে। যেটা ঘটা উচিত ছিল না। পুলিশকে কড়া পদক্ষেপ করতে বলেছি । যে অন্যায় করে তার কোনও জাত থাকে না, ধর্ম থাকে না।"
তিনি আরও বলেন, "এটা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে BJP। আমরাও খুলে দেব আপনাদের কীর্তি। দিল্লিতে কতজন মারা গেছে ? যারা এই বিপদের সময় রাজনীতি করছে তাদের বিরোধিতা করছি। আমি হতাশ। শকুনের মতো বসে আছে এরা । কখন মরবে, অপেক্ষা করছে । তারপর রাজনীতি করবে। ঠিক টাইমে জবাব দেওয়া হবে । অপেক্ষা করুন।"
কোরোনা পরিস্থিতিতে তথ্য গোপন, কম টেস্ট সহ একাধিক ইশুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে BJP । এনিয়ে বাড়িতে বসে প্রতীকী প্রতিবাদ জানান রাজ্য BJP-র নেতারা। এরমধ্যেই MR বাঙুরে মৃতদেহ পড়ে থাকার ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তা নিয়েও জোর বিতর্ক শুরু হয় । এপ্রসঙ্গে মমতার পালটা, "স্বাভাবিক মৃত্যু নিয়ে কুৎসা করছে BJP। হাসপাতালে লোক রেখে ভিডিয়ো তুলে কুৎসা করা হচ্ছে।"