ETV Bharat / state

BJP on KMC Election: মামলা ঝুলে থাকাকালীন পৌর নির্বাচনের নির্ঘণ্ট, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপির - Howrah Minicipal Election

বৃহস্পতিবার নির্বাচন কমিশনার (West Bengal Election commission) পৌর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) দৃষ্টি আকর্ষণ করল বিজেপি (BJP in High Court)। তাদের দাবি, পৌর নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলা চলাকালীন বিজ্ঞপ্তি জারি করবে না বলে সাফ জানিয়েছিল কমিশন ।

BJP in high court after Election commission released notification on Kolkata Municipal Election
কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে বিজেপি ।
author img

By

Published : Nov 25, 2021, 12:24 PM IST

Updated : Nov 25, 2021, 2:04 PM IST

কলকাতা, 25 নভেম্বর: পৌরনিগম নির্বাচনের (Kolkata Municipal Election) দাবিতে এত দিন গলা চড়িয়ে আসছিল তারা । কিন্তু বৃহস্পতিবার নির্বাচন কমিশনার (West Bengal Election commission) পৌর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করল বিজেপি (BJP in High Court)। তাদের দাবি, পৌর নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলা চলাকালীন বিজ্ঞপ্তি জারি করবে না বলে সাফ জানিয়েছিল কমিশন । তার পরেও ডিসেম্বরে পৌর নির্বাচন করানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন ।

বৃহস্পতিবার কমিশন পৌরনিগম নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে নেমে পড়ে বিজেপি । প্রথমার্ধেই বিষয়টি নিয়ে শুনানি চায় তারা । বিজেপির তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । কিন্তু তাতে রাজি হননি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । দুপুরে ফের আদালতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে বিজেপি ।

আরও পড়ুন: Babul Supriyo on Dilip Ghosh : দিলীপ ঘোষকে আহাম্মক বললেন বাবুল

দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার পৌর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাতে বলা হয়েছে, আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের 144টি ওয়ার্ডে নির্বাচন । 1 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর । হাওড়া পৌর নির্বাচন নিয়ে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কমিশন ।

এর আগে, বুধবার পৌরনির্বাচন নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল । কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি । আগামী সোমবার মামলার সেই মামলার শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন: Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের

কলকাতা, 25 নভেম্বর: পৌরনিগম নির্বাচনের (Kolkata Municipal Election) দাবিতে এত দিন গলা চড়িয়ে আসছিল তারা । কিন্তু বৃহস্পতিবার নির্বাচন কমিশনার (West Bengal Election commission) পৌর নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করল বিজেপি (BJP in High Court)। তাদের দাবি, পৌর নির্বাচন সংক্রান্ত জনস্বার্থ মামলা চলাকালীন বিজ্ঞপ্তি জারি করবে না বলে সাফ জানিয়েছিল কমিশন । তার পরেও ডিসেম্বরে পৌর নির্বাচন করানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন ।

বৃহস্পতিবার কমিশন পৌরনিগম নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে নেমে পড়ে বিজেপি । প্রথমার্ধেই বিষয়টি নিয়ে শুনানি চায় তারা । বিজেপির তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । কিন্তু তাতে রাজি হননি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । দুপুরে ফের আদালতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে বিজেপি ।

আরও পড়ুন: Babul Supriyo on Dilip Ghosh : দিলীপ ঘোষকে আহাম্মক বললেন বাবুল

দীর্ঘ টানাপড়েনের পর বৃহস্পতিবার পৌর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তাতে বলা হয়েছে, আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরনিগমের 144টি ওয়ার্ডে নির্বাচন । 1 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর । হাওড়া পৌর নির্বাচন নিয়ে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি কমিশন ।

এর আগে, বুধবার পৌরনির্বাচন নিয়ে আদালতে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল । কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি । আগামী সোমবার মামলার সেই মামলার শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন: Dilip Ghosh on CBI Enquiry : তৃণমূল কর্মীদেরই রাজ্য পুলিশে আস্থা নেই, দাবি দিলীপের

Last Updated : Nov 25, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.