ETV Bharat / state

জয়ের প্রস্ততি, মোদির প্রিয় কমলাভোগ বানাচ্ছে রাজ্য BJP - bjp

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না কি কমলাভোগ খেতে খুব ভালোবাসেন । কলকাতায় এলে তিনি না কি কমলাভোগ সঙ্গে করেও নিয়ে যান । সেজন্য বিতরণের জন্য কমলাভোগই বানানো হয় ।

বানানো হচ্ছে কমলাভোগ
author img

By

Published : May 23, 2019, 6:04 AM IST

কলকাতা, 23 মে : বিপুল আসন পেয়ে ফের ক্ষমতা দখল করবে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার । এই প্রত্যাশায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য BJP । দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিতরণের লক্ষ্যে অর্ডার দেওয়া হয়েছে 5000 মিষ্টির । উত্তর কলকাতার এক মিষ্টির দোকানে তৈরি করা হয়েছে এই মিষ্টি । BJP-র রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আজ রাতভর এই মিষ্টি বানানোর কাজ চলে ।

রাজ্য BJP-র এক নেতা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কমলাভোগ খেতে খুব ভালোবাসেন । কলকাতায় এলে তিনি কমলাভোগ সঙ্গে করে নিয়েও যান । সেজন্য কমলাভোগই বানানো হচ্ছে । দুপুরের মধ্যে ফলাফল প্রায় পরিষ্কার হয়ে যাবে । তখনই রাজ্য BJP-র সদর দপ্তর থেকে এই মিষ্টি বিলি করা হবে ।

নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "এই ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হচ্ছে । নরেন্দ্র মোদি ও দলের সাফল্যকে স্মরণীয় করে রাখতে 5000 হাজার মিষ্টি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলাফল মোটামুটি পরিষ্কার হওয়ার পর থেকে BJP কার্যকর্তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে ।"

কলকাতা, 23 মে : বিপুল আসন পেয়ে ফের ক্ষমতা দখল করবে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার । এই প্রত্যাশায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য BJP । দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিতরণের লক্ষ্যে অর্ডার দেওয়া হয়েছে 5000 মিষ্টির । উত্তর কলকাতার এক মিষ্টির দোকানে তৈরি করা হয়েছে এই মিষ্টি । BJP-র রাজ্য কমিটির সদস্য নারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আজ রাতভর এই মিষ্টি বানানোর কাজ চলে ।

রাজ্য BJP-র এক নেতা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কমলাভোগ খেতে খুব ভালোবাসেন । কলকাতায় এলে তিনি কমলাভোগ সঙ্গে করে নিয়েও যান । সেজন্য কমলাভোগই বানানো হচ্ছে । দুপুরের মধ্যে ফলাফল প্রায় পরিষ্কার হয়ে যাবে । তখনই রাজ্য BJP-র সদর দপ্তর থেকে এই মিষ্টি বিলি করা হবে ।

নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "এই ধরনের উদ্যোগ এই প্রথম নেওয়া হচ্ছে । নরেন্দ্র মোদি ও দলের সাফল্যকে স্মরণীয় করে রাখতে 5000 হাজার মিষ্টি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ফলাফল মোটামুটি পরিষ্কার হওয়ার পর থেকে BJP কার্যকর্তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হবে ।"

Intro:22-05-19




সুজয় ঘোষ, কলকাতা





কলকাতাঃ এক্সিটপোল এর ফলাফলে দেশ জুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে। ফের বিজেপি দিল্লি দখল করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা। রাজ্যেও বিজেপি ভালো ফলের আশা করেছে। তাই কাল বিজেপি কার্যকর্তাদের মিষ্টি মুখ করাতে উত্তর কলকাতার একটি অভিযাত মিষ্টির দোকানে ৫ হাজার বিশেষ কমলা ভোগ তৈরি করা হচ্ছে। কারণ প্রধানমন্ত্রী কলকাতার কমলা ভোগ খেতে খুব ভালো বাসেন। তাই বিজেপির রাজ্য কমিটির সদস্য নারাণ চট্টোপাধ্যায় এর উদ্যোগে আজ সারা রাত ধরেই এই কমলা ভোগ তৈরি হবে। আর দুপুরের পরই ভোটের ট্যান্ড দেখেই কাল মিষ্টি বিতরণ শুরু হবে।




বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমলা ভোগ খুবই পচ্ছন্দ করেন। আর তিনি কলকাতায় এলে কমলা ভোগ দিল্লিতে পর্যন্ত নিয়ে যান। তাই স্পেশাল ভাবে আজ সারা রাত ধরেই এই মিষ্টি তৈরি করা হবে।কাল এই মিষ্টি বিজেপির রাজ্য দপ্তর থেকেই বিতরণ করার বিশেষ পরিকল্পনা করা হচ্ছে।


বিজেপি রাজ্য কমিটির সদস্য নারান চট্টোপাধ্যায় বলেন, " এই প্রথম এই ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর সাফল্যে জন্য ৫ হাজার মিষ্টি বিতরণ করা হবে। কাল সকাল থেকেই রাজ্য দপ্তরের সামনে তার প্রস্তুতি শুরু হয়েছে। উত্তর কলকাতার একটি অভিজাত মিষ্টির দোকানে এই কমলা ভোগ তৈরি হচ্ছে। কাল দুপুর থেকেই বিজেপি কার্যকর্তাদের মধ্যে বিতরণ হবে।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.