ETV Bharat / state

BJP FIR Against Sabitri: সাবিত্রীর বিরুদ্ধে এফআইআর বিজেপির, অধ্যক্ষকে পক্ষপাতদুষ্ট বললেন অগ্নিমিত্রা - এফআইআর করল বিজেপি

সাবিত্রী মিত্রর (Sabitri Mitra) বিরুদ্ধে এফআইআর (BJP FIR Against Sabitri) দায়ের করল বিজেপি ৷ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষকে পক্ষপাতদুষ্ট বললেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)৷

BJP files FIR against Sabitri Mitra, Agnimitra Paul accuses speaker of partiality
সাবিত্রীর বিরুদ্ধে এফআইআর বিজেপির, অধ্যক্ষকে পক্ষপাতদুষ্ট বললেন অগ্নিমিত্রা
author img

By

Published : Nov 29, 2022, 8:19 PM IST

কলকাতা, 29 নভেম্বর: তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর (Sabitri Mitra) বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করল বিজেপি (BJP FIR Against Sabitri)। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নেতৃত্বে ছ'জন বিজেপি বিধায়ক মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ।

এফআইআর করে অগ্নিমিত্রা পাল বলেন, "বিধায়ক সাবিত্রী মিত্র যে কদর্য ভাষায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে কথা বলেছেন, তারই বিরুদ্ধে এফআইআর করতে আজ এসেছি হিয়ার স্ট্রিট থানায় । এফআইআর করেছি, এবং এফআইআর-এর ধারাগুলো আমরা বলে দিয়েছি - 153এ ও 295এ । এই ট্রেন্ডটা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে বলেন হোদল কুতকুত । তিনি অমিত শাহজিকে বলেন কিম্ভূত কিমাকার । তিনি বলেন পেটে দড়ি বেঁধে নিয়ে আসব । এই 'কালচার' মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন ।"

এ দিন ফের অখিল গিরির প্রসঙ্গ টেনে এনে অগ্নিমিত্রা বলেন, "অখিল গিরি যখন কদর্য ভাষায় রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করলেন, তখন কোনও শাস্তি হল না । মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিন সময় লেগেছে ক্ষমা চাইতে । তাই অত্যন্ত লজ্জা লাগে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি চলছে । পুলিশ আজ কাজ করতে ভুলে গিয়েছে, কারণ পুলিশকে কাটমানি এবং তোলাবাজি করতে ব্যবহার করা হচ্ছে । আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী । আপনার অবিলম্বে পদত্যাগ করা উচিত ।"

আরও পড়ুন: 'দুর্যোধন' ও 'দুঃশাসন' মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব বিজেপি

আজ বিধানসভায় বিজেপির পক্ষ থেকে যে মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয়েছিল, তা রাজ্যের বিষয় নয় বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে তাঁকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেন অগ্নিমিত্রা পাল । তিনি বলেন, "খুব খারাপ লাগে । আজ যখন বিধানসভায় আমরা এই 6 জন বিধায়ক মুলতবি প্রস্তাব এনেছিলাম, তখন আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, এই বিষয়টা স্টেট সাবজেক্ট নয়, তাই আলোচনা করা যাবে না । তা কোনটা স্টেট সাবজেক্ট ? আমাদের স্পিকার পক্ষপাতদুষ্ট । আজ বগটুই স্টেট সাবজেক্ট নয়, হাঁসখালি স্টেট সাবজেক্ট নয় । রাষ্ট্রপতিকে যখন অপমান করা হয় তখন সেটাও রাজ্যের বিষয় নয় । আর যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীজিকে অপমান করা হচ্ছে, সেটাও স্টেট সাবজেক্ট নয় ? কোন রাজনীতি করছি আমরা এটা ? যেখানে রাষ্টপতি বা উপরাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কারও কোনও সম্মান নেই ? আজ সাবিত্রী মিত্র মঞ্চে উঠে কিছু বলতে যাচ্ছিলেন, তখন আমরা ভেবেছিলাম হয়তো তিনি ক্ষমা চাইবেন ৷ কিন্তু তিনি তা করলেন না । তিনি বললেন যে, এই বক্তব্যকে আমি সাপোর্ট করি । শুধু তাই না ৷ ওখানে যাঁরা বর্ষীয়ান টিএমসি নেতা নেতৃত্বরা ছিলেন, তাঁরা তাঁকে আরও উৎসাহ দিচ্ছিলেন ।"

কলকাতা, 29 নভেম্বর: তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর (Sabitri Mitra) বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করল বিজেপি (BJP FIR Against Sabitri)। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নেতৃত্বে ছ'জন বিজেপি বিধায়ক মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ।

এফআইআর করে অগ্নিমিত্রা পাল বলেন, "বিধায়ক সাবিত্রী মিত্র যে কদর্য ভাষায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে কথা বলেছেন, তারই বিরুদ্ধে এফআইআর করতে আজ এসেছি হিয়ার স্ট্রিট থানায় । এফআইআর করেছি, এবং এফআইআর-এর ধারাগুলো আমরা বলে দিয়েছি - 153এ ও 295এ । এই ট্রেন্ডটা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে বলেন হোদল কুতকুত । তিনি অমিত শাহজিকে বলেন কিম্ভূত কিমাকার । তিনি বলেন পেটে দড়ি বেঁধে নিয়ে আসব । এই 'কালচার' মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন ।"

এ দিন ফের অখিল গিরির প্রসঙ্গ টেনে এনে অগ্নিমিত্রা বলেন, "অখিল গিরি যখন কদর্য ভাষায় রাষ্ট্রপতির চেহারা নিয়ে মন্তব্য করলেন, তখন কোনও শাস্তি হল না । মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিন সময় লেগেছে ক্ষমা চাইতে । তাই অত্যন্ত লজ্জা লাগে কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতি চলছে । পুলিশ আজ কাজ করতে ভুলে গিয়েছে, কারণ পুলিশকে কাটমানি এবং তোলাবাজি করতে ব্যবহার করা হচ্ছে । আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী । আপনার অবিলম্বে পদত্যাগ করা উচিত ।"

আরও পড়ুন: 'দুর্যোধন' ও 'দুঃশাসন' মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব বিজেপি

আজ বিধানসভায় বিজেপির পক্ষ থেকে যে মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয়েছিল, তা রাজ্যের বিষয় নয় বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে তাঁকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করেন অগ্নিমিত্রা পাল । তিনি বলেন, "খুব খারাপ লাগে । আজ যখন বিধানসভায় আমরা এই 6 জন বিধায়ক মুলতবি প্রস্তাব এনেছিলাম, তখন আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, এই বিষয়টা স্টেট সাবজেক্ট নয়, তাই আলোচনা করা যাবে না । তা কোনটা স্টেট সাবজেক্ট ? আমাদের স্পিকার পক্ষপাতদুষ্ট । আজ বগটুই স্টেট সাবজেক্ট নয়, হাঁসখালি স্টেট সাবজেক্ট নয় । রাষ্ট্রপতিকে যখন অপমান করা হয় তখন সেটাও রাজ্যের বিষয় নয় । আর যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীজিকে অপমান করা হচ্ছে, সেটাও স্টেট সাবজেক্ট নয় ? কোন রাজনীতি করছি আমরা এটা ? যেখানে রাষ্টপতি বা উপরাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কারও কোনও সম্মান নেই ? আজ সাবিত্রী মিত্র মঞ্চে উঠে কিছু বলতে যাচ্ছিলেন, তখন আমরা ভেবেছিলাম হয়তো তিনি ক্ষমা চাইবেন ৷ কিন্তু তিনি তা করলেন না । তিনি বললেন যে, এই বক্তব্যকে আমি সাপোর্ট করি । শুধু তাই না ৷ ওখানে যাঁরা বর্ষীয়ান টিএমসি নেতা নেতৃত্বরা ছিলেন, তাঁরা তাঁকে আরও উৎসাহ দিচ্ছিলেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.