ETV Bharat / state

BJP করায় মারধর, অভিযুক্ত প্রতিবেশী - family beaten

অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় পাল পরিবারের সদস্য কমল পাল, কালু পাল, কৌশিক পাল, কুশল পালরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । পাল পরিবার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । আক্রান্তরা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে ।

বিক্ষোভ
author img

By

Published : May 30, 2019, 1:44 PM IST

বিধাননগর, 30 মে : BJP করায় মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ দমদম পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের শাস্ত্রী জির কলোনি এলাকায় । আক্রান্ত হয়েছে রবি মণ্ডল ও রমেন মণ্ডল । ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ।

অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় পাল পরিবারের সদস্য কমল পাল, কালু পাল, কৌশিক পাল, কুশল পালরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । পাল পরিবার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । আক্রান্তরা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে ।

এলাকায় মণ্ডল পরিবার সক্রিয় BJP কর্মী হিসেবেই পরিচিত । লোকসভা নির্বাচনে BJP-র বুথ এজেন্ট ছিলেন রবি মণ্ডল । ওই ওয়ার্ডে লিড পেয়েছে BJP । ঘটনার জেরে BJP কর্মীরা লেকটাউন থানা ঘেরাও করে । ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, আজ এলাকায় পুলিশ ধরপাকড় করতে যাবে ।

দেখুন ভিডিয়ো

জানা গেছে, ওই এলাকায় মূর্তিতে রঙের কাজ করে মণ্ডল পরিবার । পাশাপাশি বাড়ি পাল ও মণ্ডল পরিবারের । কাজের মাঝে রঙের কাপড় পাল বাড়িতে গিয়ে পড়ে । ঘটনার সূত্রপাত এখানেই । এরপর শুরু হয় বচসা । সেখান থেকেই বচসা গড়ায় রাজনৈতিক বিষয়ে । বচসা বাড়লে পাল পরিবারের সদস্যরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । রবি মণ্ডলের মাথা ফেটে যায় । বাঁচাতে আসলে তাদের বোন রমনি মণ্ডলকে অশ্রাব্য গালিগালাজ করে ও ধর্ষণের হুমকিও দেয় অভিযুক্তরা । রবি বর্তমানে R G কর হাসপাতালে চিকিৎসাধীন । রমেন মণ্ডলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।

বিধাননগর, 30 মে : BJP করায় মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ দমদম পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের শাস্ত্রী জির কলোনি এলাকায় । আক্রান্ত হয়েছে রবি মণ্ডল ও রমেন মণ্ডল । ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ।

অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় পাল পরিবারের সদস্য কমল পাল, কালু পাল, কৌশিক পাল, কুশল পালরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । পাল পরিবার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত । আক্রান্তরা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে ।

এলাকায় মণ্ডল পরিবার সক্রিয় BJP কর্মী হিসেবেই পরিচিত । লোকসভা নির্বাচনে BJP-র বুথ এজেন্ট ছিলেন রবি মণ্ডল । ওই ওয়ার্ডে লিড পেয়েছে BJP । ঘটনার জেরে BJP কর্মীরা লেকটাউন থানা ঘেরাও করে । ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, আজ এলাকায় পুলিশ ধরপাকড় করতে যাবে ।

দেখুন ভিডিয়ো

জানা গেছে, ওই এলাকায় মূর্তিতে রঙের কাজ করে মণ্ডল পরিবার । পাশাপাশি বাড়ি পাল ও মণ্ডল পরিবারের । কাজের মাঝে রঙের কাপড় পাল বাড়িতে গিয়ে পড়ে । ঘটনার সূত্রপাত এখানেই । এরপর শুরু হয় বচসা । সেখান থেকেই বচসা গড়ায় রাজনৈতিক বিষয়ে । বচসা বাড়লে পাল পরিবারের সদস্যরা চড়াও হয় মণ্ডল পরিবারের উপর । রবি মণ্ডলের মাথা ফেটে যায় । বাঁচাতে আসলে তাদের বোন রমনি মণ্ডলকে অশ্রাব্য গালিগালাজ করে ও ধর্ষণের হুমকিও দেয় অভিযুক্তরা । রবি বর্তমানে R G কর হাসপাতালে চিকিৎসাধীন । রমেন মণ্ডলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ।

Intro:


বিধাননগর, ৩০মে: বিজেপিকে করার অভিযোগে একই পরিবারের দুই ভাইকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের সঙ্গে যুক্ত পাল পরিবারের সদস্য কমল পাল, কালু পাল, কৌশিক পাল এবং কুশল পাল তাদের প্রতিবেশী রমেন মন্ডল ও তার ভাই রবি মন্ডলকে বিজেপি করার অভিযোগে গতকাল রাতে মারধর করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের শাস্ত্রী জি কলোনি এলাকায়। লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা। প্রতিবাদে গতকাল রাতে লেকটাউন থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা।


Body:জানা গিয়েছে শাস্ত্রীজী কলোনি এলাকায় মন্ডল পরিবার মূর্তিতে রং এর কাজের সঙ্গে। তারা সক্রিয় বিজেপি কর্মী। লোকসভা নির্বাচনে বিজেপির বুথ এজেন্ট ছিল রবি মন্ডল। গতকাল রাতে হঠাৎ মণ্ডল পরিবারের উপর চড়াও হয় পাল পরিবারের সদস্যরা। জানা গিয়েছে কমল পাল কালু পাল কৌশিক পাল এবং কুশল পাল তাদের উপর চড়াও হয়। রমেন মণ্ডল এবং রবি মণ্ডল কে মারধর করে। দাদা এবং ভাইকে মারধর করা হচ্ছে খবর পেয়ে তাদের বাঁচাতে আসে তাদের বোন রমনি মন্ডল। তাকেও অশ্রাব্য গালিগালাজ করা হয় এবং ধর্ষনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Conclusion:বিজেপি কর্মীদের দাবী পাল পরিবারের সদস্যরা সুজিত বসু ঘনিষ্ঠ স্থানীয় কাউন্সিলর টিংকু ভার্মার অনুগামী। এরা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। আহতদের মধ্যে রবি মন্ডল এর চোট সব থেকে গুরুতর। তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.