ETV Bharat / state

BJP Durga Puja : সুকান্ত-শুভেন্দুর হাতে উদ্বোধন হল বিজেপির দুর্গাপুজোর - সুকান্ত মজুমদার

বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর এ বছর দুর্গাপুজো করায় খুব একটা উৎসাহী ছিলেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু শাস্ত্রীয় বিধান বলছে, একবার করলে, অন্তত পরপর তিনবার পুজো করতেই হয় ।

BJP Durga Puja
সুকান্ত-শুভেন্দুর হাতে উদ্বোধন হল বিজেপির দুর্গাপুজোর
author img

By

Published : Oct 11, 2021, 10:50 PM IST

কলকাতা, 11 অক্টোবর : সল্টলেকের ইজেডসিসি (EZCC) পেক্ষাগৃহে প্রদীপ জ্বালিয়ে মহাষষ্ঠীর দিন উদ্বোধন হয়ে গেল রাজ্য বিজেপি'র দুর্গাপুজোর। এদিন পুজোর উদ্বোধন করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজো উদ্বোধনের পর শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে ঢাক বাজাতেও দেখা যায়।

এদিন পুজো উদ্বোধনের পর বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন "এবছরের বিজেপি পরিবারের দুর্গাপুজোর থিম শ্রীচৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে তৈরি করা হয়েছে ৷ তাঁর ভক্তি আন্দোলনের সময় বাংলার যে পরিস্থিতি ছিল, তার সঙ্গে এখনকার বাংলার পরিস্থিতির কিছু অংশের মিল পাচ্ছি ৷ তাকে ভিত্তি করেই আমাদের এই থিম করা হয়েছে ৷ যুব মোর্চা ও মহিলা মোর্চার ছেলেমেয়েরা এই থিম করেছে।"

এছাড়াও তিনি বলেন, " ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী আক্রান্ত, ঘরছাড়া ৷ তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে ৷ বাড়ির মহিলাদের উপর অত্যাচার হয়েছে৷ তার জন্যই আমরা অনিশ্চয়তায় ছিলাম পুজো করব কি করব না তা নিয়ে ৷ কিন্তু যেহেতু হিন্দু ধর্মের নিয়ম-নীতি আছে, একবার পুজো করলে সেখানে তিনবার পুজো করা উচিত সেই প্রথাকে মান্যতা দিয়ে আমরা সিদ্ধান্ত নিই এবার পুজো করব ৷"

আরও পড়ুন : Durga Puja : মণ্ডপের বাইরে তৃণমূলের বুক স্টল, মিলবে মুখ্যমন্ত্রীর লেখা বই

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর এ বছর দুর্গাপুজো করায় খুব একটা উৎসাহী ছিলেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু শাস্ত্রীয় বিধান বলছে, একবার করলে, অন্তত পরপর তিনবার পুজো করতেই হয় । সেই রীতির কারণেই এবছর দুর্গাপুজো করতে হল সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষদের। সল্টলেকের ইজেডসিসি-তে পুজোও হচ্ছে ‘নমো নমো’ করেই । গতবারের সেই ধুমধাম, জাঁকজমকের প্রায় কিছুই নেই এবার ।

কলকাতা, 11 অক্টোবর : সল্টলেকের ইজেডসিসি (EZCC) পেক্ষাগৃহে প্রদীপ জ্বালিয়ে মহাষষ্ঠীর দিন উদ্বোধন হয়ে গেল রাজ্য বিজেপি'র দুর্গাপুজোর। এদিন পুজোর উদ্বোধন করেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজো উদ্বোধনের পর শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে ঢাক বাজাতেও দেখা যায়।

এদিন পুজো উদ্বোধনের পর বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন "এবছরের বিজেপি পরিবারের দুর্গাপুজোর থিম শ্রীচৈতন্য মহাপ্রভুকে সামনে রেখে তৈরি করা হয়েছে ৷ তাঁর ভক্তি আন্দোলনের সময় বাংলার যে পরিস্থিতি ছিল, তার সঙ্গে এখনকার বাংলার পরিস্থিতির কিছু অংশের মিল পাচ্ছি ৷ তাকে ভিত্তি করেই আমাদের এই থিম করা হয়েছে ৷ যুব মোর্চা ও মহিলা মোর্চার ছেলেমেয়েরা এই থিম করেছে।"

এছাড়াও তিনি বলেন, " ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী আক্রান্ত, ঘরছাড়া ৷ তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে ৷ বাড়ির মহিলাদের উপর অত্যাচার হয়েছে৷ তার জন্যই আমরা অনিশ্চয়তায় ছিলাম পুজো করব কি করব না তা নিয়ে ৷ কিন্তু যেহেতু হিন্দু ধর্মের নিয়ম-নীতি আছে, একবার পুজো করলে সেখানে তিনবার পুজো করা উচিত সেই প্রথাকে মান্যতা দিয়ে আমরা সিদ্ধান্ত নিই এবার পুজো করব ৷"

আরও পড়ুন : Durga Puja : মণ্ডপের বাইরে তৃণমূলের বুক স্টল, মিলবে মুখ্যমন্ত্রীর লেখা বই

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর এ বছর দুর্গাপুজো করায় খুব একটা উৎসাহী ছিলেন না রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু শাস্ত্রীয় বিধান বলছে, একবার করলে, অন্তত পরপর তিনবার পুজো করতেই হয় । সেই রীতির কারণেই এবছর দুর্গাপুজো করতে হল সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষদের। সল্টলেকের ইজেডসিসি-তে পুজোও হচ্ছে ‘নমো নমো’ করেই । গতবারের সেই ধুমধাম, জাঁকজমকের প্রায় কিছুই নেই এবার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.