ETV Bharat / state

Panchayat Elections 2023: শান্তিপূর্ণ ভোট করাতে হলে সরাতে হবে ডিজি-কে, কমিশনের কাছে দাবি বিজেপির - removal of dg

পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ করাতে হলে রাজ্য পুলিশের ডিজি-কে অবিলম্বে সরাতে হবে ৷ নির্বাচন কমিশনের কাছে এমনই দাবি জানাল বিজেপি ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 6, 2023, 5:35 PM IST

কমিশনে নালিশ বিজেপির

কলকাতা, 6 জুলাই: রাজ্য পুলিশের ডিজি-র অবিলম্বে পদত্যাগের দাবিতে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা নিয়ে নালিশ জানাতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপির প্রতিনিধি দল ৷ সেখানেই বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, তাঁদের বেশ কিছু অভিযোগ থাকলেও মূলত রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে সরানোর দাবিতেই তাঁরা কমিশনের দ্বারস্থ হয়েছেন ৷ বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ করতে হলে অবিলম্বে সরানো হবে ডিজি-কে ৷

মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানীভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ সেখানে তিনি বলেন, "আমাদের কাছে একদম উপরমহল থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে, কোনও এলাকায় কোনও গন্ডগোলের খবর সামনে এলে কড়া হাতে তা দমন করতে হবে এবং অভিযুক্ত প্রত্যেককে নিজেদের হেফাজতে নিতে হবে । আমরা এই গাইডলাইন মেনে চলছি ।" একইসঙ্গে ডিজি দাবি করেন, বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া রাজ্যের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ।

ডিজি-র এই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি ৷ বিজেপি নেতা শিশির বাজোরিয়া দাবি করেন যে, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত রাজনৈতিক হিংসায় 17 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ তারপরেও ডিজি বলছেন কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, জানালেন ডিজিপি মনোজ মালব্য

বিজেপি নেতার কথায়, "মনোজ মালব্য ডিজির পদে বসতে পারেন না ৷ তিনি আমাদের সঙ্গে দেখা করা তো দূর, আমাদের কথার উত্তর দেওয়ার কথাও মনে করেন না ৷ কমিশনকে বলেছি, শান্তিপূর্ণ ভোট করতে হলে ডিজিকে অবিলম্বে সরান ৷ ডিজি মনে করেন, এতজনের প্রাণহানি কোনও ঘটনাই নয় ৷ কমিশনও চোখ বন্ধ করে রেখেছে ৷ এটা রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক ৷"

এ দিন বীরভূমে বিজেপি নেতা খুনের ঘটনাতেও সরব হয় বিজেপি ৷ শিশির বাজোরিয়ার দাবি, নির্বাচনের কারণে এতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, আর সেগুলিকে বলা হচ্ছে অরাজনৈতিক কারণে বা পারিবারিক কারণে মৃত্যু ৷ বিজেপি নেতার প্রশ্ন, "নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কি পরিবারগুলিতে অশান্তি বেড়ে গেল ?"

এ ছাড়াও বিভিন্ন জায়গায় বাড়তি ব্যালট বাক্স পাঠিয়ে ভোট কারচুপির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন শিশির বাজোরিয়া ৷ তিনি বলেন, "বিডিও-রা বলছেন, চারটে বাক্স যাবে ৷ বাড়তি ব্যালট বাক্স কীসের জন্য ৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য তো তিনটে ব্যালট বাক্স লাগবে ৷" বিজেপি কর্মী সমর্থকদের উপর বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেই বিষয়গুলিও আজ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সামনে তুলে ধরে বিজেপির প্রতিনিধি দল ।

কমিশনে নালিশ বিজেপির

কলকাতা, 6 জুলাই: রাজ্য পুলিশের ডিজি-র অবিলম্বে পদত্যাগের দাবিতে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা নিয়ে নালিশ জানাতে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপির প্রতিনিধি দল ৷ সেখানেই বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, তাঁদের বেশ কিছু অভিযোগ থাকলেও মূলত রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে সরানোর দাবিতেই তাঁরা কমিশনের দ্বারস্থ হয়েছেন ৷ বিজেপির দাবি, পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ করতে হলে অবিলম্বে সরানো হবে ডিজি-কে ৷

মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানীভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ৷ সেখানে তিনি বলেন, "আমাদের কাছে একদম উপরমহল থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে, কোনও এলাকায় কোনও গন্ডগোলের খবর সামনে এলে কড়া হাতে তা দমন করতে হবে এবং অভিযুক্ত প্রত্যেককে নিজেদের হেফাজতে নিতে হবে । আমরা এই গাইডলাইন মেনে চলছি ।" একইসঙ্গে ডিজি দাবি করেন, বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া রাজ্যের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ।

ডিজি-র এই মন্তব্যকেই তীব্র কটাক্ষ করে আজ নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি ৷ বিজেপি নেতা শিশির বাজোরিয়া দাবি করেন যে, পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত রাজনৈতিক হিংসায় 17 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ তারপরেও ডিজি বলছেন কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷

আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, জানালেন ডিজিপি মনোজ মালব্য

বিজেপি নেতার কথায়, "মনোজ মালব্য ডিজির পদে বসতে পারেন না ৷ তিনি আমাদের সঙ্গে দেখা করা তো দূর, আমাদের কথার উত্তর দেওয়ার কথাও মনে করেন না ৷ কমিশনকে বলেছি, শান্তিপূর্ণ ভোট করতে হলে ডিজিকে অবিলম্বে সরান ৷ ডিজি মনে করেন, এতজনের প্রাণহানি কোনও ঘটনাই নয় ৷ কমিশনও চোখ বন্ধ করে রেখেছে ৷ এটা রাজ্যের জন্য দুর্ভাগ্যজনক ৷"

এ দিন বীরভূমে বিজেপি নেতা খুনের ঘটনাতেও সরব হয় বিজেপি ৷ শিশির বাজোরিয়ার দাবি, নির্বাচনের কারণে এতজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, আর সেগুলিকে বলা হচ্ছে অরাজনৈতিক কারণে বা পারিবারিক কারণে মৃত্যু ৷ বিজেপি নেতার প্রশ্ন, "নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কি পরিবারগুলিতে অশান্তি বেড়ে গেল ?"

এ ছাড়াও বিভিন্ন জায়গায় বাড়তি ব্যালট বাক্স পাঠিয়ে ভোট কারচুপির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন শিশির বাজোরিয়া ৷ তিনি বলেন, "বিডিও-রা বলছেন, চারটে বাক্স যাবে ৷ বাড়তি ব্যালট বাক্স কীসের জন্য ৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য তো তিনটে ব্যালট বাক্স লাগবে ৷" বিজেপি কর্মী সমর্থকদের উপর বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেই বিষয়গুলিও আজ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহার সামনে তুলে ধরে বিজেপির প্রতিনিধি দল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.