ETV Bharat / state

মণীশ খুনের তদন্তে CID-তে আস্থা নেই, রাজ্যপালের দ্বারস্থ BJP

BJP প্রতিনিধি দলের সদস্যদের অভিযোগ, CID তদন্তকে ভুলপথে চালানোর চেষ্টা করছে । মিথ্যা অভিযোগে BJP-কে কলুষিত করার চেষ্টা করছে । টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের ।

Manish Shukla murder case
রাজ্যপালের সঙ্গে দেখা করেন BJP-র প্রতিনিধিরা
author img

By

Published : Oct 11, 2020, 5:46 PM IST

কলকাতা, 11 অক্টোবর : টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় সঠিক পথে তদন্ত করছে না CID । এই অভিযোগ তুলে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হল BJP-র তিন সদস্যের প্রতিনিধি দল । CBI তদন্তের আর্জি জানিয়েছে তারা ।

BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে আজ রাজভবনে যান জয়প্রকাশ মজুমদার ও রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত । রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মুকুল রায় বলেন, "মণীশ শুক্লা খুনের ঘটনায় যে পথে CID তদন্ত করছে তাতে আমাদের কোনও আস্থা নেই । আমরা জানি রাজ্যপাল CBI তদন্তের নির্দেশ দিতে পারেন না । কিন্তু রাজ্যপাল যাতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন এবং এই তদন্ত যাতে সঠিক পথে যায় আমরা সেই আর্জি জানিয়েছি।"

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর কী বললেন মুকুল রায় ?

আরও পড়ুন : মণীশ শুক্লা খুনে CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিকে BJP প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুুইটারে তিনি লেখেন, "BJP প্রতিনিধি দলের অভিযোগ, CID তদন্তকে ভুলপথে চালানোর চেষ্টা করছে । মিথ্যা অভিযোগে BJP-কে কলুষিত করার চেষ্টা করছে ।"

  • BJP delegation led by National Vice President Mukul Roy @MukulR_Official demanded CBI investigation in the politically targeted killing of Manish Shukla.

    The delegation alleged CID @MamataOfficial was misdirecting investigation to falsely implicate political opponents in BJP. pic.twitter.com/zhWUDHa2zJ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি । বলেন, "BJP সবকিছুতেই CBI তদন্তের দাবি করে ।"

আরও পড়ুন : পিতৃহত্যার বদলা নিতেই খুন মণীশ ? গ্রেপ্তার 2

কলকাতা, 11 অক্টোবর : টিটাগড়ের BJP নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় সঠিক পথে তদন্ত করছে না CID । এই অভিযোগ তুলে এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হল BJP-র তিন সদস্যের প্রতিনিধি দল । CBI তদন্তের আর্জি জানিয়েছে তারা ।

BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে আজ রাজভবনে যান জয়প্রকাশ মজুমদার ও রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত । রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মুকুল রায় বলেন, "মণীশ শুক্লা খুনের ঘটনায় যে পথে CID তদন্ত করছে তাতে আমাদের কোনও আস্থা নেই । আমরা জানি রাজ্যপাল CBI তদন্তের নির্দেশ দিতে পারেন না । কিন্তু রাজ্যপাল যাতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন এবং এই তদন্ত যাতে সঠিক পথে যায় আমরা সেই আর্জি জানিয়েছি।"

রাজ্যপালের সঙ্গে দেখা করার পর কী বললেন মুকুল রায় ?

আরও পড়ুন : মণীশ শুক্লা খুনে CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

এদিকে BJP প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুুইটারে তিনি লেখেন, "BJP প্রতিনিধি দলের অভিযোগ, CID তদন্তকে ভুলপথে চালানোর চেষ্টা করছে । মিথ্যা অভিযোগে BJP-কে কলুষিত করার চেষ্টা করছে ।"

  • BJP delegation led by National Vice President Mukul Roy @MukulR_Official demanded CBI investigation in the politically targeted killing of Manish Shukla.

    The delegation alleged CID @MamataOfficial was misdirecting investigation to falsely implicate political opponents in BJP. pic.twitter.com/zhWUDHa2zJ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি । বলেন, "BJP সবকিছুতেই CBI তদন্তের দাবি করে ।"

আরও পড়ুন : পিতৃহত্যার বদলা নিতেই খুন মণীশ ? গ্রেপ্তার 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.