ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের অধিবেশনে জয়শ্রীরাম ধ্বনি BJP কাউন্সিলরের - monthly session

কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে জয়শ্রীরাম ধ্বনি দিলেন BJP কাউন্সিলর মীনা দেবী । ঘটনার বিরোধিতা করেন তৃণমূল কাউন্সিলর তারক সিং । বললেন, রাম তো হিন্দু নন ।

মীনা দেবী পুরোহিত
author img

By

Published : May 21, 2019, 5:54 PM IST

Updated : May 21, 2019, 7:29 PM IST

কলকাতা, 21 মে : পৌরনিগমের মাসিক অধিবেশনের মধ্যে কক্ষের ভিতরেই জয়শ্রীরাম ধ্বনি দিলেন BJP কাউন্সিলর মীনা দেবী পুরোহিত । এই নিয়ে শাসকদল বিরোধিতা করলে BJP কাউন্সিলর বললেন, "রাম ভগবান । ভগবানের নাম নেওয়া কি অপরাধ ?" যদিও মীনা দেবীর এই মন্তব্যে বিরোধিতা করেন মেয়র পারিষদ তারক সিং । বলেন, "অধিবেশন কক্ষে এই ধরনের ধ্বনি দেওয়া উচিত নয় । কারণ আমাদের সংবিধানে কোনও ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়নি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ পৌরনিগমের মাসিক অধিবেশনে শেষ বক্তব্য রাখেন মীনা দেবী পুরোহিত । স্ট্যান্ড রোডে ড্রেনেজের সমস্যা নিয়ে বলার পর তিনি অধিবেশন কক্ষে বন্দেমাতরম, ভারত মাতা কি জয়, জয়শ্রীরাম ধ্বনি দেন । তখনই প্রতিবাদ করেন মেয়র পারিষদ তারক সিং । এরপরই অধিবেশন কক্ষ সরগরম হয়ে ওঠে ।

এবিষয়ে জিজ্ঞাসা করা হলে মীনা দেবী বলেন, "জয়শ্রীরাম বলা কোনও পাপ নয় । মানুষের সঙ্গে সাক্ষাৎ হলেও আমরা জয়শ্রীরাম, রামরাম বলি । তাতে কী হয়েছে ? আমি যেকোনও জায়গায় জয়শ্রীরাম বলতে পারি । "

যদিও মীনা দেবীর এই আচরণের তীব্র বিরোধিতা করেন মেয়র পারিষদ তারক সিং । তিনি বলেন, "কোনও অধিবেশন কক্ষে এটা বলা উচিত নয় । আমাদের সংবিধানে কোনও ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়নি । তাছাড়া, রাম হিন্দু ছিলেন না । রাম আর্যপুত্র । আসলে এসবই বিভাজন সৃষ্টি করার জন্য বলা হচ্ছে ।"

এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বাক স্বাধীনতা সবার আছে । কিন্তু উনি একজন জনপ্রতিনিধি । ওনার নিজের দায়িত্বটা বোঝা উচিত । এমন কিছু করা উচিত নয় যাতে কাজের পরিবেশ নষ্ট হয় । যদি ধর্মীয় আবেগ প্রকাশ করতে হয় তাহলে মন্দিরে যান । কিন্তু অধিবেশনে বলা উচিত নয় । সবাই যদি কাজের মধ্যে ধর্ম নিয়ে চলে আসে । তাহলে কাজ কী করে হবে ? বাংলার সংস্কৃতি তো নষ্ট করেই দিয়েছে । এখন যদি কাজের জায়গায় এসব হয়, তাহলে তো পশ্চিমবঙ্গই উঠে যাবে ।"

কলকাতা, 21 মে : পৌরনিগমের মাসিক অধিবেশনের মধ্যে কক্ষের ভিতরেই জয়শ্রীরাম ধ্বনি দিলেন BJP কাউন্সিলর মীনা দেবী পুরোহিত । এই নিয়ে শাসকদল বিরোধিতা করলে BJP কাউন্সিলর বললেন, "রাম ভগবান । ভগবানের নাম নেওয়া কি অপরাধ ?" যদিও মীনা দেবীর এই মন্তব্যে বিরোধিতা করেন মেয়র পারিষদ তারক সিং । বলেন, "অধিবেশন কক্ষে এই ধরনের ধ্বনি দেওয়া উচিত নয় । কারণ আমাদের সংবিধানে কোনও ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়নি ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আজ পৌরনিগমের মাসিক অধিবেশনে শেষ বক্তব্য রাখেন মীনা দেবী পুরোহিত । স্ট্যান্ড রোডে ড্রেনেজের সমস্যা নিয়ে বলার পর তিনি অধিবেশন কক্ষে বন্দেমাতরম, ভারত মাতা কি জয়, জয়শ্রীরাম ধ্বনি দেন । তখনই প্রতিবাদ করেন মেয়র পারিষদ তারক সিং । এরপরই অধিবেশন কক্ষ সরগরম হয়ে ওঠে ।

এবিষয়ে জিজ্ঞাসা করা হলে মীনা দেবী বলেন, "জয়শ্রীরাম বলা কোনও পাপ নয় । মানুষের সঙ্গে সাক্ষাৎ হলেও আমরা জয়শ্রীরাম, রামরাম বলি । তাতে কী হয়েছে ? আমি যেকোনও জায়গায় জয়শ্রীরাম বলতে পারি । "

যদিও মীনা দেবীর এই আচরণের তীব্র বিরোধিতা করেন মেয়র পারিষদ তারক সিং । তিনি বলেন, "কোনও অধিবেশন কক্ষে এটা বলা উচিত নয় । আমাদের সংবিধানে কোনও ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়নি । তাছাড়া, রাম হিন্দু ছিলেন না । রাম আর্যপুত্র । আসলে এসবই বিভাজন সৃষ্টি করার জন্য বলা হচ্ছে ।"

এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বাক স্বাধীনতা সবার আছে । কিন্তু উনি একজন জনপ্রতিনিধি । ওনার নিজের দায়িত্বটা বোঝা উচিত । এমন কিছু করা উচিত নয় যাতে কাজের পরিবেশ নষ্ট হয় । যদি ধর্মীয় আবেগ প্রকাশ করতে হয় তাহলে মন্দিরে যান । কিন্তু অধিবেশনে বলা উচিত নয় । সবাই যদি কাজের মধ্যে ধর্ম নিয়ে চলে আসে । তাহলে কাজ কী করে হবে ? বাংলার সংস্কৃতি তো নষ্ট করেই দিয়েছে । এখন যদি কাজের জায়গায় এসব হয়, তাহলে তো পশ্চিমবঙ্গই উঠে যাবে ।"

Last Updated : May 21, 2019, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.