কলকাতা, 16 ফেব্রুয়ারি: রাজ্যে চারটি পৌরনিগমের নির্বাচনে বিজেপি-র ভরাডুবি হয়েছে । বিশেষত শিলিগুড়ি ও আসানসোলের মতো শক্ত ঘাটিতেও খারাপ ফল বিজেপির । তাতেই ক্ষদ্ধ ক্ষুদ্ধ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । রাজ্য নেতৃত্বের থেকে পৌরনিগমের ভোটের ভরাডুবির রিপোর্ট চাইল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP Central leadership Irked)।
বিজেপির সূত্রে খবর, বিধাননগর ও চন্দনগর পৌরনিগমে লড়াই বিজেপির কাছে কঠিন চ্যালেঞ্জ (BJP Central leadership Irked)। যা ইতিমধ্যেই দিল্লিকে জানিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। শিলিগুড়িতে ও আসানসোলের দুই জায়গাতেই তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলবে বলে আসা করেছিল বিজেপি । কিন্ত এই দুটি জায়াগতেই শোচনীয় ফলাফল । শিলিগুড়িতে মাত্র পাঁচটি এবং আসনসোলে মাত্র সাতটি আসন পায় বিজেপি । ২০২১ এর বিধানসভা নির্বাচন শিলিগুড়িতে একাধিক ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিলও । আসানসোলেও বিজেপির দাপট দেখায় ২০২১-এ ।
সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় সহকারি পর্যবেক্ষক অমিত মালব্য ইতিমধ্যেই অমিতাভ চক্রবর্তী ও সুকান্ত মজুমদারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে (BJP Central leadership Irked) । রিপোর্টও তৈরি করা হচ্ছে । সূত্রের দাবি, ইতিমধ্যেই শিলিগুড়ি ও আসানসোল এর পৌরনিগমের দায়িত্বে থাকা কনভেনরদের রিপোর্ট জামা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে (Civic poll Result)। দলের তরফে এই দুটি পৌরসভা এলাকায় সাংগঠনিক জেলা সভাপতিদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে । এই বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক ও সাংসদ জ্যোতিময় সিং মাহাত বলেন, "দল ইতিমধ্যেই এই দুটি জায়গায় ফলাফল নিয়ে বিশ্লেষণ করছে । দিল্লিতে রিপোর্ট পাঠানো হবে"।