ETV Bharat / state

Bhabanipur bye-election : তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ প্রিয়াঙ্কার - কলকাতা

সকাল থেকে এলাকার ভোট পরিস্থিতি দেখতে পথে নেমেছেন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ দিনের শুরুতেই তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ তুললেন তিনি ৷

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল
বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল
author img

By

Published : Sep 30, 2021, 10:57 AM IST

Updated : Sep 30, 2021, 11:21 AM IST

ভবানীপুর, 30 সেপ্টেম্বর : ভোট শুরু হতে না হতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট মেশিন বন্ধ করার অভিযোগ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ আজ সকালে ভবানীপুর উপনির্বাচন শুরু হওয়ার পর তিনি 72 নম্বর ওয়ার্ডের একটি বুথে গিয়ে জানান যে সেখানে তৃণমূল বুথ দখলের চেষ্টা করছে ৷

উপনির্বাচনের পরিস্থিতি সরেজমিনে দেখতে সকাল থেকে বেরিয়ে পড়েন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের মদন মিত্র এখানে সুযোগ বুঝে ভোটিং মেশিন বন্ধ করে বুথ দখলের চেষ্টা করছেন ৷"

একটি বুথে সাংবাদিকদের তিনি জানান একজন ভুয়ো ভোটারকে তাঁর এজেন্ট হাতেনাতে ধরেছে ৷ এ বিষয়ে তিনি বলেন, "যেখানে অভিযোগ করার, করেছি ৷ আমি তো ঘুরছি ৷ তাই কী পদক্ষেপ করা হয়েছে জানি না ৷" তিনি সাংবাদিকদের জানান, ভোটপর্ব কেমন হচ্ছে তা তিনি জানেন না ৷ বরং সাংবাদিকদের প্রশ্ন করেন, "আপনারাই বলতে পারবেন কোথায় কত ভোট পড়েছে ৷ এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয় ৷" পুলিশের তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি কোনও মন্তব্য করতে চান না বলে জানান ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election: ভবানীপুর-সহ গোটা দক্ষিণ কলকাতায় কড়া পুলিশি নিরাপত্তা

আজ রাজ্যে 3টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ যার মধ্যে সবার নজর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ কংগ্রেস প্রার্থী না দিলেও বাম দলের প্রার্থী হয়েছেন শ্রীজীব বিশ্বাস ৷ 41 বছর বয়সী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেশায় আইনজীবী ৷ তিনি রাজ্যে বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি (Vice-President) ৷

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখার জন্য এই উপনির্বাচনে তাঁর জেতা গুরুত্বপূর্ণ ৷ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হলেও পরে ইস্তফা দেন ৷ এরপর তৃণমূল সুপ্রিমো এই কেন্দ্র থেকে প্রার্থী হন ৷

ভবানীপুর, 30 সেপ্টেম্বর : ভোট শুরু হতে না হতেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট মেশিন বন্ধ করার অভিযোগ করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ আজ সকালে ভবানীপুর উপনির্বাচন শুরু হওয়ার পর তিনি 72 নম্বর ওয়ার্ডের একটি বুথে গিয়ে জানান যে সেখানে তৃণমূল বুথ দখলের চেষ্টা করছে ৷

উপনির্বাচনের পরিস্থিতি সরেজমিনে দেখতে সকাল থেকে বেরিয়ে পড়েন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ৷ সংবাদমাধ্যমে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের মদন মিত্র এখানে সুযোগ বুঝে ভোটিং মেশিন বন্ধ করে বুথ দখলের চেষ্টা করছেন ৷"

একটি বুথে সাংবাদিকদের তিনি জানান একজন ভুয়ো ভোটারকে তাঁর এজেন্ট হাতেনাতে ধরেছে ৷ এ বিষয়ে তিনি বলেন, "যেখানে অভিযোগ করার, করেছি ৷ আমি তো ঘুরছি ৷ তাই কী পদক্ষেপ করা হয়েছে জানি না ৷" তিনি সাংবাদিকদের জানান, ভোটপর্ব কেমন হচ্ছে তা তিনি জানেন না ৷ বরং সাংবাদিকদের প্রশ্ন করেন, "আপনারাই বলতে পারবেন কোথায় কত ভোট পড়েছে ৷ এত তাড়াতাড়ি কিছু বলা সম্ভব নয় ৷" পুলিশের তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি কোনও মন্তব্য করতে চান না বলে জানান ৷

আরও পড়ুন : Bhabanipur Bye-Election: ভবানীপুর-সহ গোটা দক্ষিণ কলকাতায় কড়া পুলিশি নিরাপত্তা

আজ রাজ্যে 3টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ যার মধ্যে সবার নজর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে ৷ এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ কংগ্রেস প্রার্থী না দিলেও বাম দলের প্রার্থী হয়েছেন শ্রীজীব বিশ্বাস ৷ 41 বছর বয়সী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেশায় আইনজীবী ৷ তিনি রাজ্যে বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি (Vice-President) ৷

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখার জন্য এই উপনির্বাচনে তাঁর জেতা গুরুত্বপূর্ণ ৷ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হলেও পরে ইস্তফা দেন ৷ এরপর তৃণমূল সুপ্রিমো এই কেন্দ্র থেকে প্রার্থী হন ৷

Last Updated : Sep 30, 2021, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.