ETV Bharat / state

KMC Election 2021 : জিতলে মানুষের ঘরে পৌঁছে দেবেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, দাবি মমতার ওয়ার্ডের বিজেপি প্রার্থীর - Kolkata Municipal Election

কলকাতা পৌরসভার নির্বাচনে (Kolkata Municipal Election) 73 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে ইন্দ্রজিৎ খটিককে ৷

KMC Election
জিতলে মানুষের ঘরে পৌঁছে দেবেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, দাবি মমতার ওয়ার্ডের বিজেপি প্রার্থীর
author img

By

Published : Nov 29, 2021, 10:12 PM IST

Updated : Nov 30, 2021, 1:50 PM IST

কলকাতা, 29 নভেম্বর : আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন ৷ সোমবার এই নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর পাড়া অর্থাৎ ভবানীপুর বিধানসভার অন্তর্গত 73 নম্বর ওয়ার্ডে এবার গেরুয়া শিবির প্রার্থী করেছে ইন্দ্রজিৎ খটিককে (bjp candidate of 73 no ward) ৷ এই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্য তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্য়োপাধ্যায় ৷

লড়াই কঠিন, তাই প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এদিন প্রচারে নেমেছেন ইন্দ্রজিৎ। প্রচারের ফাঁকেই তিনি মুখোমুখি হন ইটিভি ভারতের ৷ এই নির্বাচনকে অবশ্য কঠিন বলে ধরতে নারাজ তিনি ৷ জানিয়েছেন, মানুষই আসল বিচারক, তাঁরাই ভোট দেবেন ৷ মুখ্যমন্ত্রীর ওয়ার্ড হলেও এই ওয়ার্ডে বহু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ বলেছেন, "মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে উন্নয়ন হয়নি, রয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ৷ জিতলে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করব ৷ কেন্দ্রের প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ৷"

জিতলে মানুষের ঘরে পৌঁছে দেবেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, দাবি মমতার ওয়ার্ডের বিজেপি প্রার্থীর

আরও পড়ুন : KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক কলকাতার ভোট, কমিশনে জানাল বিজেপি

প্রতিপক্ষ কাজরী বন্দ্য়োপাধ্যায়কেও অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী ৷ ইন্দ্রজিৎ খটিক বলেছেন, "মানুষ চান জনপ্রতিনিধিরা বিপদে-আপদে তাঁদের পাশে দাঁড়াবেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য জিতলে মানুষকে নিরাপত্তার বেড়াজাল পেরতে হবে পরিষেবা পেতে ৷ সেটা মানুষ আশা করি চাইবেন না ৷" এলাকার উন্নয়ন প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্য়োপাধ্যায়ের পরিপারকেও এদিন কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী ৷ বলেছেন, "এখানে শুধু একটি পরিবারের উন্নতি হয়েছে গত কয়েক বছরে ৷ এলাকার কোনও উন্নয়ন হয়নি ৷ "

কলকাতা, 29 নভেম্বর : আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরসভার নির্বাচন ৷ সোমবার এই নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রীর পাড়া অর্থাৎ ভবানীপুর বিধানসভার অন্তর্গত 73 নম্বর ওয়ার্ডে এবার গেরুয়া শিবির প্রার্থী করেছে ইন্দ্রজিৎ খটিককে (bjp candidate of 73 no ward) ৷ এই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্য তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্য়োপাধ্যায় ৷

লড়াই কঠিন, তাই প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এদিন প্রচারে নেমেছেন ইন্দ্রজিৎ। প্রচারের ফাঁকেই তিনি মুখোমুখি হন ইটিভি ভারতের ৷ এই নির্বাচনকে অবশ্য কঠিন বলে ধরতে নারাজ তিনি ৷ জানিয়েছেন, মানুষই আসল বিচারক, তাঁরাই ভোট দেবেন ৷ মুখ্যমন্ত্রীর ওয়ার্ড হলেও এই ওয়ার্ডে বহু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ বলেছেন, "মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে উন্নয়ন হয়নি, রয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ ৷ জিতলে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করব ৷ কেন্দ্রের প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব ৷"

জিতলে মানুষের ঘরে পৌঁছে দেবেন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, দাবি মমতার ওয়ার্ডের বিজেপি প্রার্থীর

আরও পড়ুন : KMC Election 2021 : কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক কলকাতার ভোট, কমিশনে জানাল বিজেপি

প্রতিপক্ষ কাজরী বন্দ্য়োপাধ্যায়কেও অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী ৷ ইন্দ্রজিৎ খটিক বলেছেন, "মানুষ চান জনপ্রতিনিধিরা বিপদে-আপদে তাঁদের পাশে দাঁড়াবেন ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য জিতলে মানুষকে নিরাপত্তার বেড়াজাল পেরতে হবে পরিষেবা পেতে ৷ সেটা মানুষ আশা করি চাইবেন না ৷" এলাকার উন্নয়ন প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্য়োপাধ্যায়ের পরিপারকেও এদিন কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী ৷ বলেছেন, "এখানে শুধু একটি পরিবারের উন্নতি হয়েছে গত কয়েক বছরে ৷ এলাকার কোনও উন্নয়ন হয়নি ৷ "

Last Updated : Nov 30, 2021, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.