কলকাতা, 1 অগস্ট : অলিম্পিকসে ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিতে কলকাতায় ম্যারাথন দৌড় বিজেপির যুব মোর্চার ৷ তবে এই দৌড় নিয়েও শুরু হয় বিতর্ক ৷ কারণ পুলিশের অনুমতি ছাড়াই রেড রোডে এই দৌড় আয়োজন করে বিজেপি নেতত্ব ৷
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির যুব মোর্চার সর্বভাতীয় সাধারণ সম্পাদক রাজু বিস্ত ও যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-এর নেতৃত্বে এই ম্যরাথন দৌড় কর্মসূচি শুরু হয় । আজ সকাল 8 টা-র সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রাঙ্গণ থেকে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত এই ম্যরাথন দৌড় হয় ৷
আরও পড়ুন : Tokyo Olympics :মহিলা টেনিসের সিঙ্গেলসে সোনা জিতে ইতিহাসের পাতায় বেলিন্ডা বেনসিস
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘ভারতের অ্যাথলিটরা নিজের ক্ষমতায় অলিম্পিকসে অংশগ্রহণ করেছেন । তাঁদের উৎসাহ দিতেই আজ ম্যারাথন দৌড় কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে ।" বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক রাজু বিস্ত বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যে কোভিডবিধি দেখিয়ে যুব মোর্চার কর্মসূচিকে আটকাতে চেয়েছেন ।’’