কলকাতা, 23 মার্চ : "বিশ্ব বাংলা রাজ্য সরকারের ব্র্যান্ড । তাই বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একথা বলেন ।
প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলের পোশাক হবে নিল-সাদা (Blue-White dress), সঙ্গে থাকবে 'বিশ্ব বাংলা' র লোগো । রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের ইউনিফর্ম থাকবে বিশ্ব বাংলার লোগো ।
আরও পড়ুন : Woman Toto Driver : শেওড়াফুলির সুচিত্রা দাসের টোটো বিশ্ব শান্তির বার্তা বাহক
রাজ্যে সরকারের এই সিদ্ধান্তের পর বিভিন্ন মহলে উঠেছে বিতর্কের ঝড় । বিরোধীরা মনে করছেন শুধুই শিক্ষার তৃণমূলীকরন । অনেকে এই সিদ্ধান্তকে শিক্ষাক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ মনে করেছেন । তবে একাংশের শিক্ষাবিদদের মতে এই সিদ্ধান্ত শুধুই মুখ্যমন্ত্রীর ব্র্যান্ডিয়ের অংশ মাত্র । এখানে স্কুলের নিজস্ব সত্ত্বা বজায় থাকবে না ।
শিক্ষাবিদ মালিনী ভগৎ এ বিষয়ে বললেন, "ইউনিফর্মে একটি স্কুলের নিজস্ব লোগো থাকে । এটাই বরাবর দেখে এসেছি । কারণ একটি লোগোর সঙ্গে সেই স্কুলের থিমকে তুলে ধরে । সেই স্কুলের ঐতিহ্যের প্রতীক ওই লোগো । স্কুল ইউনিফর্মে শুধু মাত্র বিশ্ব বাংলার লোগো ব্যাবহার করা হলে এতে পশ্চিমবঙ্গের ব্র্যান্ডিং বা প্রচার হচ্ছে ঠিক কথা কিন্তু স্কুলের প্রচার হয় না । নির্দিষ্ট একটি স্কুল বাইরে কোন পরিচিতিই পাচ্ছে না । এটা প্রচারের যুগ তাই সবাই জানেন যে জামাকাপড় থেকে বইপত্র সবটাই সরকার দেয়, তার জন্য আলাদা করে বুকের উপর বিশ্ব বাংলার প্রতীকের প্রয়োজন নেই । তাই আমার মনে হয় বিশ্ব বাংলার লোগোর পাশাপাশি স্কুলের লোগোও রাখা হক ।"
অপর শিক্ষাবিদ পবিত্র সরকার বললেন, "স্কুল ইউনিফর্মে বিশ্ব বাংলার লোগো লাগানো হলো একটি আলংকারিক কাজ । এর চেয়ে যদি সরকারি শিক্ষার মান উন্নত করা যায় তা হবে প্রকৃত কাজের কাজ । শিক্ষা পণ্য নয় । এটা হল সেবা । তাই এখানে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন নেই । এখানে নিজের নাম জাহির করার কোন প্রয়োজন আছে বলে আমি বোধ করি না । লোগো হল একটি স্কুলের আত্মতার চিহ্ন, তাদের অহঙ্কার । সব স্কুলের একরকম ইউনিফর্ম হলে তাদের আত্মতা নষ্ট হবে । শুধু একটি প্রতীক লাগালে যে সরকারি শিক্ষার মান উন্নয়ন হবে তেমনটা আমার মনে হয় না ।"
আরও পড়ুন : Mamata to Visit Bagtui : দোষীরা শাস্তি পাবেই, বগটুই যাওয়ার ঘোষণার পর বললেন মুখ্যমন্ত্রী
অল বেঙ্গল সেট এডুকেশন কমিটির সম্পাদক তরুণকান্তি নস্কর বললেন, "সম্প্রতি সরকারি স্কুলগুলিতে একটি বিশেষ রয়ের ইউনিফর্মের যে নির্দেশ দেওয়া হয়েছে তা শিক্ষা প্রতিষ্ঠানগুলির বৈচিত্র্য ও স্বাধিকারের পরিপন্থী । রাজ্যের বহু ঐতিহ্যপূর্ণ বিদ্যালয় আছে যাদের স্কুল ইউনিফর্ম তাদের নিজস্ব প্রতিষ্ঠানিক গর্ব ও ঐতিহ্য বহন করছে । কেন্দ্র সরকারও চূড়ান্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এমন করেই সারাদেশে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান বৈচিত্র্য হনন করতে চাইছে । যা একেবারেই সমর্থনযোগ্য নয় । আমরা এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছি ।"