ETV Bharat / state

অধীরের প্রশ্নে মেজাজ হারালেন বিমান, প্রশ্নের মুখে বাম-কংগ্রেস সমঝোতা - বাম-কংগ্রেস সমঝোতা

শুক্রবারের বৈঠক কেন ক্রান্তি প্রেসে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । তাঁর যুক্তি, বিধানসভার কংগ্রেসের বিধায়ক সংখ্যা যেহেতু এখন বামফ্রন্টের চেয়ে বেশি, তাই বামফ্রন্টের সঙ্গে যাবতীয় বৈঠক হবে প্রদেশ কংগ্রেস দপ্তরে । যা শুনে হতবাক হয়ে যান CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগেও যাবতীয় বৈঠক হয়েছিল এই ক্রান্তি প্রেসেই ।

LEFT CONG
LEFT CONG
author img

By

Published : Oct 23, 2020, 10:33 PM IST

কলকাতা , 23 অক্টোবর : কেন আজকের বৈঠক ক্রান্তি প্রেসে? কেন প্রদেশ কংগ্রেস দপ্তরে বৈঠক নয়? বাম কংগ্রেসের বৈঠকের শুরুতেই এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। পূর্বনির্ধারিত সূচি মেনেই ক্রান্তি প্রেসে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতা বৈঠক শুরু হয় । দেড় ঘণ্টার এই বৈঠকে ছন্দপতন ঘটে বেশ কয়েকবার। "বাম-কংগ্রেস" ঐক্য নয়, আগে কংগ্রেস পরে বামফ্রন্ট অর্থাৎ "কংগ্রেস-বাম" ঐক্যকেই মান্যতা দিতে হবে । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির এই দাবি শুনে স্বাভাবিকভাবেই বৈঠকের মাঝখানে মেজাজ হারিয়ে ফেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃত্ব আশঙ্কায় রয়েছেন শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে ঐক্যে ফাটল না ধরে ।

শুক্রবারের বৈঠক কেন ক্রান্তি প্রেসে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর যুক্তি, বিধানসভার কংগ্রেসের বিধায়ক সংখ্যা যেহেতু এখন বামফ্রন্টের চেয়ে বেশি, তাই বামফ্রন্টের সঙ্গে যাবতীয় বৈঠক হবে প্রদেশ কংগ্রেস দপ্তরে । যা শুনে হতবাক হয়ে যান CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগেও যাবতীয় বৈঠক হয়েছিল এই ক্রান্তি প্রেসেই ।

কী কারণে বাম-কংগ্রেস জোট লেখা যাবে না, কেনই বা আগে কংগ্রেস লিখতে হবে পরে বামফ্রন্ট। এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকের মাঝখানেই তর্ক শুরু হয়ে যায়। বৈঠকে উপস্থিত নেতৃত্ব জানাচ্ছেন, অধীর চৌধুরির কথাবার্তায় সন্তুষ্ট নয় বামফ্রন্ট নেতৃত্ব । যদিও আসন সমঝোতার জন্য কংগ্রেসের কাছেও বামফ্রন্ট ছাড়া আর কোনও বিকল্প নেই । শুক্রবারের বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয়নি । পরবর্তী বৈঠকের বিষয় নিয়ে আলোচনা হয়েছে । তবে কবে বৈঠক হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, চলতি উৎসবের মরসুমে বামফ্রন্ট যে সমস্ত কর্মসূচি নিয়েছে সেগুলো তারা এককভাবে করুক। কংগ্রেস সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে না । বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত এবং কর্মসূচি নিয়ে আলোচনার পরেই কংগ্রেসের কর্মীরা বামফ্রন্টের সঙ্গে যৌথ কর্মসূচি নেবে । বামেদের কর্মসূচিতে কংগ্রেসকে যুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছিল বহু আগেই । কার্যত সেই যুক্ত হওয়ার আবেদন খারিজ করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । যার ফলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতার সাফল্য নিয়ে ।

কলকাতা , 23 অক্টোবর : কেন আজকের বৈঠক ক্রান্তি প্রেসে? কেন প্রদেশ কংগ্রেস দপ্তরে বৈঠক নয়? বাম কংগ্রেসের বৈঠকের শুরুতেই এমন মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। পূর্বনির্ধারিত সূচি মেনেই ক্রান্তি প্রেসে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতা বৈঠক শুরু হয় । দেড় ঘণ্টার এই বৈঠকে ছন্দপতন ঘটে বেশ কয়েকবার। "বাম-কংগ্রেস" ঐক্য নয়, আগে কংগ্রেস পরে বামফ্রন্ট অর্থাৎ "কংগ্রেস-বাম" ঐক্যকেই মান্যতা দিতে হবে । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির এই দাবি শুনে স্বাভাবিকভাবেই বৈঠকের মাঝখানে মেজাজ হারিয়ে ফেলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । বৈঠকে উপস্থিত অন্যান্য নেতৃত্ব আশঙ্কায় রয়েছেন শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে ঐক্যে ফাটল না ধরে ।

শুক্রবারের বৈঠক কেন ক্রান্তি প্রেসে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তাঁর যুক্তি, বিধানসভার কংগ্রেসের বিধায়ক সংখ্যা যেহেতু এখন বামফ্রন্টের চেয়ে বেশি, তাই বামফ্রন্টের সঙ্গে যাবতীয় বৈঠক হবে প্রদেশ কংগ্রেস দপ্তরে । যা শুনে হতবাক হয়ে যান CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র , বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্ব । 2016 সালের বিধানসভা নির্বাচনের আগেও যাবতীয় বৈঠক হয়েছিল এই ক্রান্তি প্রেসেই ।

কী কারণে বাম-কংগ্রেস জোট লেখা যাবে না, কেনই বা আগে কংগ্রেস লিখতে হবে পরে বামফ্রন্ট। এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকের মাঝখানেই তর্ক শুরু হয়ে যায়। বৈঠকে উপস্থিত নেতৃত্ব জানাচ্ছেন, অধীর চৌধুরির কথাবার্তায় সন্তুষ্ট নয় বামফ্রন্ট নেতৃত্ব । যদিও আসন সমঝোতার জন্য কংগ্রেসের কাছেও বামফ্রন্ট ছাড়া আর কোনও বিকল্প নেই । শুক্রবারের বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয়নি । পরবর্তী বৈঠকের বিষয় নিয়ে আলোচনা হয়েছে । তবে কবে বৈঠক হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, চলতি উৎসবের মরসুমে বামফ্রন্ট যে সমস্ত কর্মসূচি নিয়েছে সেগুলো তারা এককভাবে করুক। কংগ্রেস সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে না । বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত এবং কর্মসূচি নিয়ে আলোচনার পরেই কংগ্রেসের কর্মীরা বামফ্রন্টের সঙ্গে যৌথ কর্মসূচি নেবে । বামেদের কর্মসূচিতে কংগ্রেসকে যুক্ত হওয়ার আবেদন জানানো হয়েছিল বহু আগেই । কার্যত সেই যুক্ত হওয়ার আবেদন খারিজ করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । যার ফলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বামফ্রন্ট এবং কংগ্রেসের সমঝোতার সাফল্য নিয়ে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.