ETV Bharat / state

Buddhadeb Bhattacharya: 'আগের থেকে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য', জানালেন বাম নেতারা - বিমান বসু

Leaders visit hospital to see Buddhadeb Bhattacharya: বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে সকাল থেকেই হাসপাতালে ভিড় করেছেন রাজনৈতিক নেতারা ৷ বিমান বসু, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র থেকে নওশাদ সিদ্দিকী - প্রত্যেতেই দ্রুত আরোগ্য কামনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ৷

Buddhadeb Bhattacharya
Buddhadeb Bhattacharya
author img

By

Published : Jul 30, 2023, 12:51 PM IST

Updated : Jul 30, 2023, 3:55 PM IST

হাসপাতালে বাম নেতারা

কলকাতা, 30 জুলাই: গতকাল রাতের থেকে আজ অনেক ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ ডাকলে সাড়া দিচ্ছেন ৷ হাসপাতাল থেকে এ কথা জানালেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ৷ তবে মেডিক্যাল বোর্ডে আলোচিত বিষয় বুলেটিন আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি । সূর্যকান্ত নিজে মেডিক্যাল বোর্ডের বৈঠকে ছিলেন বলে জানিয়েছেন শীর্ষ বাম নেতা বিমান বসু ৷

কী বললেন বিমান-সূর্যকান্ত: এ দিন হাসপাতাল থেকে বিমান বসু বলেন, "সূর্য্যকান্ত মিশ্র বোর্ডের মিটিংয়ে ছিলেন । গতকাল যে অবস্থায় ভর্তি হয়েছিলেন, তার থেকে অবস্থার উন্নতি হয়েছে ৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ "

আর সূর্যকান্ত মিশ্র বলেন, "ডাকলে সাড়া পাওয়া যাচ্ছে । গতকাল রাতের থেকে আজ তিনি অনেক ভালো আছেন ৷"

দ্রুত আরোগ্য কামনা: শহরের একটি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে মেডিক্যাল বোর্ড ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ সকাল থেকে হাসপাতালে ভিড় জমিয়েছেন রাজনৈতিক নেতারা ৷ বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীর মতো শীর্ষ বাম নেতারা ছাড়াও হাসপাতালে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ প্রত্যেকেই বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন ৷

হাসপাতালে নওশাদ: রবিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন বিমান বসু ৷ সে কথা জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, "ডাক্তারবাবুরা সব রকম ভাবে চেষ্টা করছেন । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার দিকে তাঁরা 24 ঘণ্টা নজর রেখেছেন । বিমান বাবু (বসু) প্রথমেই ডাক্তারের সঙ্গে কথা বলেন । ডাক্তারদের টিম বৈঠকে বসছে । আমরা যাঁরা আসছি, তাঁরা সকলেই বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করছি ।"

হাসপাতালে সুজন: এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্র ৷

সুজন এ দিন বলেন, "সবাই উদ্বিগ্ন ৷ ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন তিনি ৷ এটা চিকিৎসকরাই ভালো বুঝবেন ৷ আশা রাখছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷ ডাক্তারবাবুরা যথেষ্ট যত্ন নিয়ে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন ৷"

আরও পড়ুন: ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, হতে পারে সিটি থোরাক্স

হাসপাতালে কংগ্রেস নেতা: এছাড়াও যান কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ৷ তিনি বলেন, "বুদ্ধদেববাবু সংগ্রাম করেই সুস্থ হয়ে উঠবেন । ডাক্তারবাবুরা চেষ্টা করছেন । বুদ্ধদেববাবু ভালো রেসপন্স করছেন । তিনি সংগ্রাম করেই বাড়ি ফিরবেন । তিনি আগের থেকে ভালো আছেন । একটা ইনফেকশন আছে।" তিনি ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিআইএম নেতা শতরূপ ঘোষ হাসপাতালে দেখতে যান বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷

ভেন্টিলেশনে থাকলেও স্থিতিশীল: রবিবার বেলা 11টার বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন যে, ভেন্টিলেশনে থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে হিমোডায়নামিকভাবে স্থিতিশীল রয়েছেন ৷ আজ তাঁর সিটি থোরাক্স করা হতে পারে তাঁরা জানিয়েছেন ৷ গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই আগাগোড়া বুদ্ধবাবুকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ৷ এ দিন সকালেও তাঁরা চিকিৎসা কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে একটি জরুরি বৈঠক করেন ৷ চিকিৎসক কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ।

পর্যবেক্ষণে মেডিক্যাল বোর্ড: সেই বোর্ডে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পণ্ডা, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সুস্মিতা দেবনাথ, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল, ইন্টারনাল মেডিসিন এবং পালমোনোলজিস্ট অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ধ্রুব ভট্টাচার্য, অ্যানাস্থেসিওলজিস্ট আশিস পাত্র, জেনারেল ফিজিশিয়ান সপ্তর্ষি বসু এবং সোমনাথ মাইতি ।

হাসপাতালে বাম নেতারা

কলকাতা, 30 জুলাই: গতকাল রাতের থেকে আজ অনেক ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ ডাকলে সাড়া দিচ্ছেন ৷ হাসপাতাল থেকে এ কথা জানালেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ৷ তবে মেডিক্যাল বোর্ডে আলোচিত বিষয় বুলেটিন আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি । সূর্যকান্ত নিজে মেডিক্যাল বোর্ডের বৈঠকে ছিলেন বলে জানিয়েছেন শীর্ষ বাম নেতা বিমান বসু ৷

কী বললেন বিমান-সূর্যকান্ত: এ দিন হাসপাতাল থেকে বিমান বসু বলেন, "সূর্য্যকান্ত মিশ্র বোর্ডের মিটিংয়ে ছিলেন । গতকাল যে অবস্থায় ভর্তি হয়েছিলেন, তার থেকে অবস্থার উন্নতি হয়েছে ৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ "

আর সূর্যকান্ত মিশ্র বলেন, "ডাকলে সাড়া পাওয়া যাচ্ছে । গতকাল রাতের থেকে আজ তিনি অনেক ভালো আছেন ৷"

দ্রুত আরোগ্য কামনা: শহরের একটি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তাঁর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে মেডিক্যাল বোর্ড ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ সকাল থেকে হাসপাতালে ভিড় জমিয়েছেন রাজনৈতিক নেতারা ৷ বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীর মতো শীর্ষ বাম নেতারা ছাড়াও হাসপাতালে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ প্রত্যেকেই বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন ৷

হাসপাতালে নওশাদ: রবিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন বিমান বসু ৷ সে কথা জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷

তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, "ডাক্তারবাবুরা সব রকম ভাবে চেষ্টা করছেন । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার দিকে তাঁরা 24 ঘণ্টা নজর রেখেছেন । বিমান বাবু (বসু) প্রথমেই ডাক্তারের সঙ্গে কথা বলেন । ডাক্তারদের টিম বৈঠকে বসছে । আমরা যাঁরা আসছি, তাঁরা সকলেই বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করছি ।"

হাসপাতালে সুজন: এ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও সূর্যকান্ত মিশ্র ৷

সুজন এ দিন বলেন, "সবাই উদ্বিগ্ন ৷ ইনভেসিভ ভেন্টিলেশনে আছেন তিনি ৷ এটা চিকিৎসকরাই ভালো বুঝবেন ৷ আশা রাখছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ৷ ডাক্তারবাবুরা যথেষ্ট যত্ন নিয়ে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন ৷"

আরও পড়ুন: ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, হতে পারে সিটি থোরাক্স

হাসপাতালে কংগ্রেস নেতা: এছাড়াও যান কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার ৷ তিনি বলেন, "বুদ্ধদেববাবু সংগ্রাম করেই সুস্থ হয়ে উঠবেন । ডাক্তারবাবুরা চেষ্টা করছেন । বুদ্ধদেববাবু ভালো রেসপন্স করছেন । তিনি সংগ্রাম করেই বাড়ি ফিরবেন । তিনি আগের থেকে ভালো আছেন । একটা ইনফেকশন আছে।" তিনি ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিআইএম নেতা শতরূপ ঘোষ হাসপাতালে দেখতে যান বুদ্ধদেব ভট্টাচার্যকে ৷

ভেন্টিলেশনে থাকলেও স্থিতিশীল: রবিবার বেলা 11টার বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন যে, ভেন্টিলেশনে থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে হিমোডায়নামিকভাবে স্থিতিশীল রয়েছেন ৷ আজ তাঁর সিটি থোরাক্স করা হতে পারে তাঁরা জানিয়েছেন ৷ গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই আগাগোড়া বুদ্ধবাবুকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ৷ এ দিন সকালেও তাঁরা চিকিৎসা কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে একটি জরুরি বৈঠক করেন ৷ চিকিৎসক কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ।

পর্যবেক্ষণে মেডিক্যাল বোর্ড: সেই বোর্ডে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পণ্ডা, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ সুস্মিতা দেবনাথ, ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল, ইন্টারনাল মেডিসিন এবং পালমোনোলজিস্ট অঙ্কন বন্দ্যোপাধ্যায়, ইন্টারনাল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ধ্রুব ভট্টাচার্য, অ্যানাস্থেসিওলজিস্ট আশিস পাত্র, জেনারেল ফিজিশিয়ান সপ্তর্ষি বসু এবং সোমনাথ মাইতি ।

Last Updated : Jul 30, 2023, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.