ETV Bharat / state

Biman Banerjee: 'অখিল গিরিকে উত্যক্ত করা হয়েছে', মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেও মন্তব্য অধ্যক্ষের - বিমান বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সম্পর্কে অখিল গিরি (Akhil Giri) যে মন্তব্য করেছেন, তা তিনি সমর্থন করেন না ৷ কিন্তু, অখিল গিরিকে যেভাবে উত্ত্যক্ত করা হয়েছে, সেটাও ঠিক নয় ৷ জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী (Jawaharlal Nehru Birth Anniversary) পালনের অনুষ্ঠানে মন্তব্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) ৷

Biman Banerjee reaction on Akhil Giri comment regarding Droupadi Murmu
Biman Banerjee: 'অখিল গিরিকে উত্ত্যক্ত করা হয়েছে', মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেও মন্তব্য অধ্যক্ষের
author img

By

Published : Nov 14, 2022, 5:13 PM IST

Updated : Nov 14, 2022, 5:42 PM IST

কলকাতা, 14 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সম্পর্কে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি ৷ এরই মাঝে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ তবে, সরাসরি অখিলের সমালোচনা না করে কিছুটা যেন কৌশলী অবস্থান নিলেন তিনি ! একদিকে জানালেন, অখিল গিরির এমন মন্তব্যকে তিনি মোটেও সমর্থন করেন না ৷ একইসঙ্গে মনে করিয়ে দিলেন, লাগাতার উত্ত্যক্ত করা হচ্ছিল বলেই হয়তো এমন বেফাঁস মন্তব্য করে বসেন প্রবীণ রাজনীতিক ! প্রসঙ্গত, সোমবার বিধানসভায় ভারতের প্রয়াত প্রাক্তন তথা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী (Jawaharlal Nehru Birth Anniversary) পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই ওঠে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ ৷

এদিনের এই অনুষ্ঠানমঞ্চে অধ্যক্ষ বলেন, "অখিল গিরির মন্তব্য দল সমর্থন করে না ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাষ্ট্রপতিকে লক্ষ করে শুধু নয়, কারও উদ্দেশেই এই ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ আগেও আমি বলেছি, রাজনৈতিক নেতাদের মধ্যে যেন কুকথা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে ! যিনি যত কটূ কথা বলছেন, সংবাদমাধ্যম তাঁকে তত হাইলাইট করছে ! সংবাদমাধ্যমের গুরুত্ব পাওয়ার জন্যই তাঁরা এই ধরনের মন্তব্য করছেন ৷ এমনটা আদৌ বাঞ্ছনীয় নয় ৷"

আরও পড়ুন: 'রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রীরই পদাঙ্ক অনুসরণ করছেন !' অখিল উবাচে মন্তব্য সুজনের

একইসঙ্গে, এদিন অধ্যক্ষ বলেন, "অখিল গিরিকে নানাভাবে উত্ত্যক্ত করা হয়েছে ৷ এটা ঠিক নয় ৷ তাই বলে পালটা এই ধরনের মন্তব্যের কোনও প্রয়োজন ছিল না ৷" এরপরই উঠে আসে অখিল গিরির পদত্যাগ প্রসঙ্গ ৷ তা নিয়ে অধ্যক্ষ বলেন, "আমি কাউকে মন্ত্রী হিসাবে নিয়োগ করতে পারি না ৷ আবার, কাউকে পদত্যাগ করতেও বলতে পারি না ৷ কেউ যদি পদত্যাগ করতে বলতে পারেন, তাহলে সেটা পারেন মুখ্যমন্ত্রী ৷"

এরপর অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়, বিরোধীরা এই নিয়ে আলোচনা চাইলে কী সিদ্ধান্ত নেওয়া হবে ? জবাবে অধ্যক্ষ বলেন, "বিধানসভায় আলোচনা চাইলে আমরা দেখব ৷ ওঁরা যদি আলোচনা চান আর সেটা যদি বিধি অনুযায়ী হয়, তাহলে আলোচনা হতেই পারে ৷" পরবর্তীতে অধ্যক্ষ আরও বলেন, "বাইরে কে কী বললেন, তা নিয়ে বিধানসভায় আলোচনা করার খুব একটা সম্ভাবনা নেই ৷ সংবাদমাধ্যমে অনেক কিছু আলোচনা হচ্ছে ৷ কিন্তু বিধানসভার ক্ষেত্রে ওঁরা যদি এ নিয়ে আলোচনার আবেদন করেন, সেটা আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব ৷"

কলকাতা, 14 নভেম্বর: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সম্পর্কে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) মন্তব্য ঘিরে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি ৷ এরই মাঝে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷ তবে, সরাসরি অখিলের সমালোচনা না করে কিছুটা যেন কৌশলী অবস্থান নিলেন তিনি ! একদিকে জানালেন, অখিল গিরির এমন মন্তব্যকে তিনি মোটেও সমর্থন করেন না ৷ একইসঙ্গে মনে করিয়ে দিলেন, লাগাতার উত্ত্যক্ত করা হচ্ছিল বলেই হয়তো এমন বেফাঁস মন্তব্য করে বসেন প্রবীণ রাজনীতিক ! প্রসঙ্গত, সোমবার বিধানসভায় ভারতের প্রয়াত প্রাক্তন তথা প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী (Jawaharlal Nehru Birth Anniversary) পালন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই ওঠে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ ৷

এদিনের এই অনুষ্ঠানমঞ্চে অধ্যক্ষ বলেন, "অখিল গিরির মন্তব্য দল সমর্থন করে না ৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাষ্ট্রপতিকে লক্ষ করে শুধু নয়, কারও উদ্দেশেই এই ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ আগেও আমি বলেছি, রাজনৈতিক নেতাদের মধ্যে যেন কুকথা বলার প্রতিযোগিতা শুরু হয়েছে ! যিনি যত কটূ কথা বলছেন, সংবাদমাধ্যম তাঁকে তত হাইলাইট করছে ! সংবাদমাধ্যমের গুরুত্ব পাওয়ার জন্যই তাঁরা এই ধরনের মন্তব্য করছেন ৷ এমনটা আদৌ বাঞ্ছনীয় নয় ৷"

আরও পড়ুন: 'রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রীরই পদাঙ্ক অনুসরণ করছেন !' অখিল উবাচে মন্তব্য সুজনের

একইসঙ্গে, এদিন অধ্যক্ষ বলেন, "অখিল গিরিকে নানাভাবে উত্ত্যক্ত করা হয়েছে ৷ এটা ঠিক নয় ৷ তাই বলে পালটা এই ধরনের মন্তব্যের কোনও প্রয়োজন ছিল না ৷" এরপরই উঠে আসে অখিল গিরির পদত্যাগ প্রসঙ্গ ৷ তা নিয়ে অধ্যক্ষ বলেন, "আমি কাউকে মন্ত্রী হিসাবে নিয়োগ করতে পারি না ৷ আবার, কাউকে পদত্যাগ করতেও বলতে পারি না ৷ কেউ যদি পদত্যাগ করতে বলতে পারেন, তাহলে সেটা পারেন মুখ্যমন্ত্রী ৷"

এরপর অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হয়, বিরোধীরা এই নিয়ে আলোচনা চাইলে কী সিদ্ধান্ত নেওয়া হবে ? জবাবে অধ্যক্ষ বলেন, "বিধানসভায় আলোচনা চাইলে আমরা দেখব ৷ ওঁরা যদি আলোচনা চান আর সেটা যদি বিধি অনুযায়ী হয়, তাহলে আলোচনা হতেই পারে ৷" পরবর্তীতে অধ্যক্ষ আরও বলেন, "বাইরে কে কী বললেন, তা নিয়ে বিধানসভায় আলোচনা করার খুব একটা সম্ভাবনা নেই ৷ সংবাদমাধ্যমে অনেক কিছু আলোচনা হচ্ছে ৷ কিন্তু বিধানসভার ক্ষেত্রে ওঁরা যদি এ নিয়ে আলোচনার আবেদন করেন, সেটা আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব ৷"

Last Updated : Nov 14, 2022, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.