কলকাতা , 26 মার্চ : কোরোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের পাশে দলমত নির্বিশেষে প্রত্যেকের থাকা উচিত । রাজ্যের সব বিধায়কের উচিত সব দিক থেকে রাজ্য সরকারকে সাহায্য করা । আজ এই আবেদন জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
কয়েকদিন ধরে তিনি গৃহবন্দী রয়েছেন । বিধানসভাতেও আসছেন না বিমান বন্দ্যোপাধ্যায়। কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি । আজ এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, কোরোনা সংক্রমণ প্রতিরোধে মুখ্যমন্ত্রী যে সব পদক্ষেপ করেছেন তা প্রশংসনীয় । সর্বদলীয় বৈঠকে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব যেভাবে এগিয়ে এসে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে তাও প্রশংসনীয় । এই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের আবেদন, "বিধানসভার প্রত্যেক সদস্য স্ট্যান্ডিং কমিটি বা বিধানসভার যে কোনও কমিটির মিটিংয়ের এক মাসের ভাতা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করুন । তাহলেই রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে বিধায়কের এই সমর্থন সার্থক হবে ।"
তিনি আরও বলেন, "বিধানসভার অধ্যক্ষ হিসেবে সদস্যদের কাছে আবেদন করব, এই সময়ে রাজ্য সরকারের পাশে সকলকে থাকতে হবে । প্রশাসনের সকল নির্দেশ পালন করতে হবে । একইসঙ্গে সদস্যদের কাছে আবেদন, তাঁদের এখন কোনও স্ট্যান্ডিং কমিটি সহ অন্যান্য কমিটির মিটিংয়ে আসতে হচ্ছে না ৷ কমিটির বৈঠকে যোগদান না করলেও মুখ্যমন্ত্রীর অনুরোধে মাসিক ভাতা দেওয়া হবে তাঁদের। যে মাসিক বেতন বা ভাতা আছে, তা যদি রাজ্য সরকারের তহবিলে দান করেন তাহলে সরকারের পাশে প্রকৃতই দাঁড়ানো হবে ।"