ETV Bharat / state

Bihar Businessmen with Firearms: মুখ্যমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাটের নীচে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা বিহারের 4 ব্যবসায়ীর - কলকাতা পুলিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাইয়ের ফ্ল্যাটের নীচে আগ্নেয়াস্ত্র (Bihar businessmen with Firearms) নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেল বিহারের 4 ব্যবসায়ীকে (Bihar businessmen roaming with firearms)৷

kolkata Police ETV Bharat
কলকাতা পুলিশ
author img

By

Published : Jan 6, 2023, 7:34 PM IST

Updated : Jan 6, 2023, 7:44 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Security) বাড়িতে অস্ত্র নিয়ে লুকিয়ে থাকার ঘটনা ঘুম উড়িয়েছিল কলকাতা পুলিশের ৷ এ বার কালীঘাট এলাকাতেই মুখ্যমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাটের নীচে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা (CM brother flat) করতে দেখা গেল বিহারের 4 ব্যবসায়ীকে । তাঁরা ওই ফ্ল্যাটের নিচেই ভাড়া নিয়ে বসবাস করেন (Bihar businessmen roaming with firearms) বলে জানা গিয়েছে ৷

সন্দেহ হওয়াতে পুলিশ ওই চার ব্যবসায়ীকে (Bihar businessmen with Firearms) থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করে । যদিও লালবাজার সুত্রের খবর, ওই চার ব্যবসায়ী ঘটনার সপক্ষে নিজেদের লাইসেন্স জমা দিয়েছেন । কিন্তু লালবাজারের দাবি, যেহেতু ওই চার ব্যবসায়ী এখানে ভাড়া থাকেন এবং তাঁরা কলকাতার স্থায়ী বাসিন্দা নন, ফলে সে ক্ষেত্রে তাঁদের থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ । যখন তাঁরা কলকাতা ছেড়ে নিজেদের রাজ্যে ফিরবেন, সেই সময় আইনসম্মতভাবে পুলিশের কাছে জমা থাকা তাঁদের ওই আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে নিয়ে যেতে পারবেন বলে জানা গিয়েছে ।

শুক্রবার ঘটনাটি ঘটেছে কালীঘাট থানায় এলাকায় । পুলিশ সূত্রে খবর, কালীঘাটে যে আবাসন থেকে ওই চার ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে সেই আবাসনেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই । কালীঘাটের ওই এলাকারই অদূরে বাড়ি মুখ্যমন্ত্রীর । পাশেই থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র-সহ রাস্তায় ঘুরে বেড়াতে দেখে চোখ কপালে ওঠে হাই সিকিউরিটি জোনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের । সঙ্গে সঙ্গে ওই চার ব্যবসায়ীকে আটক করা হয় ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ধৃত হাফিজুলের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি, তদন্তে লালবাজারের সিট

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীরা বিহারের বাসিন্দা । বর্তমানে তাঁরা এই রাজ্যে ব্যবসার কাজে এসেছেন । কিন্তু কী জন্য তাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি এবং হাই-প্রোফাইল এলাকায় ঘুরছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি । ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এরপরই গোটা ঘটনাটি পর্যবেক্ষণ করে ওই ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার হাওয়া আগ্নেয়াস্ত্রগুলি নিজেদের হেফাজতে নিয়েছে লালবাজার । এ বিষয়ে কলকাতা পুলিশের দাবি, যেহেতু বিহার থেকে ওই চার ব্যবসায়ী কর্মসূত্রে এ রাজ্যে এসেছেন এবং এখানে তাঁদের স্থায়ী ঠিকানা নেই, ফলে এখানে তাঁরা তাঁদের কাছে আগ্নেয়াস্ত্রগুলি সঙ্গে রাখতে পারবেন না । যখন তাঁরা এই রাজ্য ছেড়ে ফিরে যাবেন, সেই সময় আইনসম্মতভাবে তাঁদের আগ্নেয়াস্ত্রগুলি তাঁরা ফেরত পাবেন ।

কলকাতা, 6 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Security) বাড়িতে অস্ত্র নিয়ে লুকিয়ে থাকার ঘটনা ঘুম উড়িয়েছিল কলকাতা পুলিশের ৷ এ বার কালীঘাট এলাকাতেই মুখ্যমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাটের নীচে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা (CM brother flat) করতে দেখা গেল বিহারের 4 ব্যবসায়ীকে । তাঁরা ওই ফ্ল্যাটের নিচেই ভাড়া নিয়ে বসবাস করেন (Bihar businessmen roaming with firearms) বলে জানা গিয়েছে ৷

সন্দেহ হওয়াতে পুলিশ ওই চার ব্যবসায়ীকে (Bihar businessmen with Firearms) থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করে । যদিও লালবাজার সুত্রের খবর, ওই চার ব্যবসায়ী ঘটনার সপক্ষে নিজেদের লাইসেন্স জমা দিয়েছেন । কিন্তু লালবাজারের দাবি, যেহেতু ওই চার ব্যবসায়ী এখানে ভাড়া থাকেন এবং তাঁরা কলকাতার স্থায়ী বাসিন্দা নন, ফলে সে ক্ষেত্রে তাঁদের থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ । যখন তাঁরা কলকাতা ছেড়ে নিজেদের রাজ্যে ফিরবেন, সেই সময় আইনসম্মতভাবে পুলিশের কাছে জমা থাকা তাঁদের ওই আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে নিয়ে যেতে পারবেন বলে জানা গিয়েছে ।

শুক্রবার ঘটনাটি ঘটেছে কালীঘাট থানায় এলাকায় । পুলিশ সূত্রে খবর, কালীঘাটে যে আবাসন থেকে ওই চার ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে সেই আবাসনেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই । কালীঘাটের ওই এলাকারই অদূরে বাড়ি মুখ্যমন্ত্রীর । পাশেই থাকেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র-সহ রাস্তায় ঘুরে বেড়াতে দেখে চোখ কপালে ওঠে হাই সিকিউরিটি জোনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের । সঙ্গে সঙ্গে ওই চার ব্যবসায়ীকে আটক করা হয় ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ধৃত হাফিজুলের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে কি, তদন্তে লালবাজারের সিট

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীরা বিহারের বাসিন্দা । বর্তমানে তাঁরা এই রাজ্যে ব্যবসার কাজে এসেছেন । কিন্তু কী জন্য তাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি এবং হাই-প্রোফাইল এলাকায় ঘুরছিলেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি । ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এরপরই গোটা ঘটনাটি পর্যবেক্ষণ করে ওই ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার হাওয়া আগ্নেয়াস্ত্রগুলি নিজেদের হেফাজতে নিয়েছে লালবাজার । এ বিষয়ে কলকাতা পুলিশের দাবি, যেহেতু বিহার থেকে ওই চার ব্যবসায়ী কর্মসূত্রে এ রাজ্যে এসেছেন এবং এখানে তাঁদের স্থায়ী ঠিকানা নেই, ফলে এখানে তাঁরা তাঁদের কাছে আগ্নেয়াস্ত্রগুলি সঙ্গে রাখতে পারবেন না । যখন তাঁরা এই রাজ্য ছেড়ে ফিরে যাবেন, সেই সময় আইনসম্মতভাবে তাঁদের আগ্নেয়াস্ত্রগুলি তাঁরা ফেরত পাবেন ।

Last Updated : Jan 6, 2023, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.