কলকাতা, 19 ডিসেম্বর: দমদম বিমানবন্দরে অপহরণের মূল পাণ্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ । ধৃত প্রবীণ কুমারকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে । এই অপহরণকাণ্ডের আগে 11 জনকে গ্রেফতার করলেও মূল এতদিন পাণ্ডা পলাতক ছিল । 17 ডিসেম্বর গ্রেফতারের পর প্রবীণকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে কলকাতা নিয়ে আসা হয় । ব্যারাকপুর আদালতে তোলা হলে ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 364এ, 365, 420, 120বি ধারায় মামলা রুজু করা হয় ।
2022 সালে হরিয়ানার এক বাসিন্দা অভিযোগ করেন যে, তাঁর ছেলেকে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে অপহরণ করা হয়েছে । এরপরে বিধাননগর এনএসসিবিআই থানায় অভিযোগ দায়ের করা হয় । তদন্ত নেমে ওই ব্যক্তির ছেলের সঙ্গে আরও 9 জনকে নিউটাউন থেকে উদ্ধার করে বিধাননগর পুলিশ । এই অপহরণকাণ্ডে 11 জনকে গ্রেফতার করা হয় । কিন্তু মূল পাণ্ডা প্রবীণ কুমার এতদিন পলাতক ছিল । 17 ডিসেম্বর মূলচক্রী প্রবীণ কুমারকে হরিয়ানার পানিপথের সেওয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় ।
অভিযোগ, এই চক্র বিদেশে চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্ন প্রান্তের যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের কলকাতা বিমানবন্দর থেকে নকল বোর্ডিং পাস করিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করত । কলকাতা বিমানবন্দরে সেই নকল বোর্ডিং পাস ধরা পড়লে ওই যুবকদের নিয়ে নিউটাউনে একটি জায়গায় আটকে রাখা হত । সেখান থেকে তাদের বাড়িতে ফোন করে আরও টাকা চাওয়া হত । এরপর হরিয়ানার এক বাসিন্দা বিধাননগর এনএসসিবিআই থানায় অভিযোগ দায়ের করেন । তদন্তে নেমে নিউটাউন থেকে অপহৃত যুবকদের উদ্ধার করে বিধাননগর পুলিশ ।
এরপর বিভিন্ন জায়গায় থেকে ঘটনায় জড়িত 11জনকে গ্রেফতার করে পুলিশ । এই চক্রের মূল পাণ্ডার খোঁজ চালানো হচ্ছিল না । পুলিশ সূত্রে খবর, ধৃত প্রবীণ হরিয়ানার গ্যাংস্টার মনোজ বাবার মূল সহযোগী । তাকে গ্রেফতার করতে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালানো হয় শেষমেশ সফল হয় বিধাননগর পুলিশের এনএসসিবিআই থানার পুলিশ । ধৃতের বিরুদ্ধে হরিয়ানার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে ।
আরও পড়ুন :
2 গোয়ালিয়রে পরিবারের চোখের সামনেই মেয়েকে অপহরণ দুই দুষ্কৃতীর!
3 চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে নিউটাউনে গিয়েছিলেন সাজিদ, ফিরছে তাঁর মৃতদেহ