ETV Bharat / state

এলাকার খুঁটিনাটি খবর জানতে গুপ্তচর রাখছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ - SPY

স্থানীয় এলাকার খবর রাখতে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । এবার তাদেরকেই কাজে লাগানো হবে গুপ্তচর হিসেবে । এলাকার খুঁটিনাটি খবর সম্পর্কে ওয়াকিবহাল হতেই এই সিদ্ধান্ত ভবানী ভবনের ।

west-bengal
এলাকার খুঁটিনাটি খবর জানতে গুপ্তচর রাখছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ
author img

By

Published : Jun 24, 2021, 10:39 PM IST

কলকাতা, 24 জুন : স্থানীয় এলাকার খবর রাখতে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । এলাকার খুঁটিনাটি খবর সম্পর্কে ওয়াকিবহাল হতেই এই সিদ্ধান্ত ভবানী ভবনের । রাজ্যের বাইরে থেকে বহু লোক আসেন কলকাতাতে পেশাগত কারণে । এসে ভাড়া নেয় কোনও বাড়ি বা ফ্ল্যাট । কিন্তু বহুক্ষেত্রেই বাড়ি বা ফ্ল্যাটের মালিকরা ভাড়াটের সম্বন্ধে বিশদ তথ্য জমা দেন না স্থানীয় থানাতে । এই গাফিলতির সুযোগ নিয়ে অনেক সময় ফ্ল্যাট ভাড়া নেয় বাইরে থেকে আসা কোনও কুখ্যাত দুষ্কৃতী । ঠিক এরকমই ঘটেছিল নিউটাউনের শু্যট আউট ঘটনার ক্ষেত্রে ।

থানা-প্রতিবেশী কেউ জানত না যে নিউটাউনের অভিজাত আবাসনে ঘরভাড়া নিয়ে আসলে ঘাঁটি গেড়েছে পঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী জয়পাল সিং ভুল্লার ও জসপ্রীত সিংরা । এবার এই বাইরে থেকে আসা ভাড়াটেদের সম্বন্ধে খুঁটিনাটি জানতে এক অভিনব পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । একদিকে বিভিন্ন পাড়ার স্থানীয় বেকার ছেলেদের বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিজের সোর্স নেটওয়ার্কে সামিল করবে রাজ্য পুলিশের গোয়েন্দারা । অন্যদিকে বিভিন্ন ডান্সবারের সঙ্গে যুক্ত নর্তকী এবং পেশাদার কল গার্লদের থেকে কয়েক জনকে বেছে নিয়েও তাদেরকে নিজের সোর্স নেটওয়ার্কের আওতায় আনতে পারে গোয়েন্দারা । এলাকার আইনশৃঙ্খলাকে শুধু ঠিক রাখলে হবে না । এলাকায় কোন ব্যক্তি কী কারণে ঘর ভাড়া নিচ্ছেন, কোন ব্যক্তি কী কাজ করেন এবং কোনও ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তির গতিবিধি জানাতে হবে স্থানীয় থানাকে ।

আরও পড়ুন: Corona in Bengal : সামান্য কমেছে সংক্রমণ তবে বেড়েছে মৃত্যু

অনেক ক্ষেত্রেই কর্মী অভাবে হোক বা দক্ষতার অভাবেই, সংশ্লিষ্ট থানাগুলি এই কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয় । উদাহরণ স্বরূপ নিউটাউনের গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং জসপ্রীত সিং এনকাউন্টারের ঘটনাই তাজা উদাহরণ । তাছাড়াও উদাহরণ স্বরূপ বলা চলে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড বা জঙ্গলমহলে মাওবাদীদের অবাধ বিচরণ । এই সমস্তক্ষেত্রে রাজ্য পুলিশের আইবির আধিকারিকরা যেমন ব্যর্থ, ঠিক তেমনি ব্যর্থ স্থানীয় থানাগুলিও । ফলে এবার সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বাছাই করা যুবক-যুবতীদের কাজে লাগাতে চায় ভবানীভবন । রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিকের কথায়, বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা লক্ষাধিক । সাধারণত তারা কোনও অ্যাডিশনাল এসপি বা এসডিপিও বা পুলিশ কমিশনারের অধীনে কর্মরত থাকেন । এবার তাদেরকেই কাজে লাগানো হবে গুপ্তচর হিসেবে ।

কলকাতা, 24 জুন : স্থানীয় এলাকার খবর রাখতে সিভিক ভলেন্টিয়ারদের কাজে লাগাবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । এলাকার খুঁটিনাটি খবর সম্পর্কে ওয়াকিবহাল হতেই এই সিদ্ধান্ত ভবানী ভবনের । রাজ্যের বাইরে থেকে বহু লোক আসেন কলকাতাতে পেশাগত কারণে । এসে ভাড়া নেয় কোনও বাড়ি বা ফ্ল্যাট । কিন্তু বহুক্ষেত্রেই বাড়ি বা ফ্ল্যাটের মালিকরা ভাড়াটের সম্বন্ধে বিশদ তথ্য জমা দেন না স্থানীয় থানাতে । এই গাফিলতির সুযোগ নিয়ে অনেক সময় ফ্ল্যাট ভাড়া নেয় বাইরে থেকে আসা কোনও কুখ্যাত দুষ্কৃতী । ঠিক এরকমই ঘটেছিল নিউটাউনের শু্যট আউট ঘটনার ক্ষেত্রে ।

থানা-প্রতিবেশী কেউ জানত না যে নিউটাউনের অভিজাত আবাসনে ঘরভাড়া নিয়ে আসলে ঘাঁটি গেড়েছে পঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী জয়পাল সিং ভুল্লার ও জসপ্রীত সিংরা । এবার এই বাইরে থেকে আসা ভাড়াটেদের সম্বন্ধে খুঁটিনাটি জানতে এক অভিনব পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ । একদিকে বিভিন্ন পাড়ার স্থানীয় বেকার ছেলেদের বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে নিজের সোর্স নেটওয়ার্কে সামিল করবে রাজ্য পুলিশের গোয়েন্দারা । অন্যদিকে বিভিন্ন ডান্সবারের সঙ্গে যুক্ত নর্তকী এবং পেশাদার কল গার্লদের থেকে কয়েক জনকে বেছে নিয়েও তাদেরকে নিজের সোর্স নেটওয়ার্কের আওতায় আনতে পারে গোয়েন্দারা । এলাকার আইনশৃঙ্খলাকে শুধু ঠিক রাখলে হবে না । এলাকায় কোন ব্যক্তি কী কারণে ঘর ভাড়া নিচ্ছেন, কোন ব্যক্তি কী কাজ করেন এবং কোনও ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে সংশ্লিষ্ট ব্যক্তির গতিবিধি জানাতে হবে স্থানীয় থানাকে ।

আরও পড়ুন: Corona in Bengal : সামান্য কমেছে সংক্রমণ তবে বেড়েছে মৃত্যু

অনেক ক্ষেত্রেই কর্মী অভাবে হোক বা দক্ষতার অভাবেই, সংশ্লিষ্ট থানাগুলি এই কাজ করতে পুরোপুরি ব্যর্থ হয় । উদাহরণ স্বরূপ নিউটাউনের গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার এবং জসপ্রীত সিং এনকাউন্টারের ঘটনাই তাজা উদাহরণ । তাছাড়াও উদাহরণ স্বরূপ বলা চলে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড বা জঙ্গলমহলে মাওবাদীদের অবাধ বিচরণ । এই সমস্তক্ষেত্রে রাজ্য পুলিশের আইবির আধিকারিকরা যেমন ব্যর্থ, ঠিক তেমনি ব্যর্থ স্থানীয় থানাগুলিও । ফলে এবার সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে বাছাই করা যুবক-যুবতীদের কাজে লাগাতে চায় ভবানীভবন । রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিকের কথায়, বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা লক্ষাধিক । সাধারণত তারা কোনও অ্যাডিশনাল এসপি বা এসডিপিও বা পুলিশ কমিশনারের অধীনে কর্মরত থাকেন । এবার তাদেরকেই কাজে লাগানো হবে গুপ্তচর হিসেবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.