ETV Bharat / state

Bank Privatisation Protest : বেসরকারিকরণের প্রতিবাদে 30 মার্চ যন্তর মন্তরে সমাবেশ ব্যাঙ্ক সংগঠনের

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ব্যাঙ্ক জাতীয়করণ বিলের সংশোধন করে ব্যাঙ্কগুলিকে কিছু শিল্পপতিদের হাতে তুলে দেওয়া হতে পারে ৷ এর প্রতিবাদে দেশজুড়ে পথে নামছে ব্যাঙ্ক সংগঠন ৷ 24 নভেম্বর দেশের বিভিন্ন রাজ্য তো বটেই, কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে শুরু হবে ভারত যাত্রা, 29 নভেম্বর শেষ হবে দিল্লিতে (Bank asssociation protest against bank privatisation) ৷

protest against bank privatisation
আন্দোলনের পথে ব্যাঙ্ক সংগঠন
author img

By

Published : Nov 23, 2021, 10:16 AM IST

কলকাতা, 23 নভেম্বর : ব্যাঙ্ক সংযুক্তির পর বেসরকারিকরণের বিরুদ্ধে ফের আন্দোলনের পথে ব্যাঙ্ক আধিকারিকরা (Protest against bank privatisation) । ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে সুরক্ষিত থাকবে না সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত । তাই কেন্দ্রের এমন পরিকল্পনার বিরুদ্ধে এবার পথে নেমে সোচ্চার হচ্ছেন তাঁরা । দেশজুড়ে এই প্রতিবাদে আগামী 24-30 নভেম্বর পর্যন্ত প্রতিটি রাজ্যে 'ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগান সামনে রেখে ভারত যাত্রা (Bharat Yatra) শুরু হবে । এরাজ্যে কলকাতার স্ট্র্যান্ড রোড (Kolkata Strand Road) থেকে সূচনা হবে যাত্রার । সোমবার 'অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন'-এর (All India Bank Officers Confederation) পক্ষে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে । সম্মেলনে উপস্থিত ছিলেন সৌম্য দত্ত, সঞ্জয় দাস, সৃজন পাল, শুভজ্যোতি চট্টোপাধ্যায় ।

কেন্দ্রের বিজেপি সরকার একাধিক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণ (National Bank Merging) করেছে । তা নিয়ে ব্যাঙ্কের আধিকারিক থেকে কর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন । ফের সরকারি ব্যাঙ্কের উপর কোপ পড়ার আশঙ্কা করছেন তাঁরা । আধিকারিকরা জানালেন, সংসদের আসন্ন শীলকালীন অধিবেশন । সেখানেই এবার পাশ হতে পারে জনস্বার্থ বিরোধী ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল । এক ব্যাঙ্ক আধিকারিক সাংবাদিকদের মনে করিয়ে দেন, 1969 সালে 'ব্যাঙ্ক জাতীয়করণ বিল' (Bank Nationalisation bill 1969) পাশ হয়েছিল, সে সময় সংসদে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির (Atal Bihari Vajpayee) নেতৃত্বে এর বিরোধিতা করেছিল ভারতীয় জনসংঘ (Bharatiya Jana Sangh) ৷ তাই এই সিদ্ধান্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, রাজনৈতিক ৷ তারা ইতিহাসকে নতুন করে বিকৃত করতে চাইছে ৷

আরও পড়ুন : Bank Privatisation : চলতি অর্থবর্ষেই বেসরকারিকরণ হতে পারে 3 রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

আধিকারিকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিভিন্ন বৈঠকে ব্যাঙ্ক জাতীয়করণকে ভুল আখ্যা দিয়েছে ৷ এই বিল এলে তীব্র প্রতিক্রয়া হবে বলে হুঁশিয়ারি দেন ব্যাঙ্ক আধিকারিকেরা ৷ আর ধর্মঘট এর অন্যতম অঙ্গ হবে ৷ কৃষকরা যে প্রগতিশীল ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে এক নতুন পথের দিশা দিয়েছেন, তাতে অনুপ্রাণিত হয়ে এই বৃহৎ আন্দোলনে নেমেছে ব্যাঙ্ক সংগঠন ৷ তবে কৃষক আন্দোলন এক রকম ভাবে হয়েছে, এই আন্দোলন নতুন আঙ্গিকে হবে ৷ প্রয়োজনে তাঁদের সঙ্গে আলোচনা হবে, কারণ কৃষকরা ব্য়াঙ্কারদের সঙ্গে সম্পৃক্ত, জানালেন ব্যাঙ্ক আধিকারিকেরা ৷

ভারতের বিভিন্ন রাজ্য থেকে হবে ভারত যাত্রা ৷ সবচেয়ে বড় যাত্রাটি 24 নভেম্বর শুরু হবে কলকাতা থেকে, 29 নভেম্বর শেষ হবে দিল্লিতে ৷ 30 তারিখ রাজধানীর যন্তর মন্তরে (Jantar Mantar Public Meeting) বিশাল সমাবেশ হবে । সাধারণ ও প্রান্তিক মানুষ যাতে স্বল্পমূল্যে ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন, সেই জন্য বিষয়টি আমানতকারীদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । এই ব্যাঙ্কিং সংশোধনী বিল এনে ব্যাঙ্কগুলিকে কিছু শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টায় এই ভারত যাত্রা করা হচ্ছে ৷ এই সমাবেশে সাধারণ মানুষের সঙ্গেই আহ্বান করা হয়েছে সংযুক্ত কিষান মোর্চা, বিমা, কয়লা, তেল, বিদ্যুৎ ক্ষেত্রের সংগঠনগুলির নেতৃত্বকে।

কলকাতা, 23 নভেম্বর : ব্যাঙ্ক সংযুক্তির পর বেসরকারিকরণের বিরুদ্ধে ফের আন্দোলনের পথে ব্যাঙ্ক আধিকারিকরা (Protest against bank privatisation) । ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে সুরক্ষিত থাকবে না সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত । তাই কেন্দ্রের এমন পরিকল্পনার বিরুদ্ধে এবার পথে নেমে সোচ্চার হচ্ছেন তাঁরা । দেশজুড়ে এই প্রতিবাদে আগামী 24-30 নভেম্বর পর্যন্ত প্রতিটি রাজ্যে 'ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগান সামনে রেখে ভারত যাত্রা (Bharat Yatra) শুরু হবে । এরাজ্যে কলকাতার স্ট্র্যান্ড রোড (Kolkata Strand Road) থেকে সূচনা হবে যাত্রার । সোমবার 'অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন'-এর (All India Bank Officers Confederation) পক্ষে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয়েছে । সম্মেলনে উপস্থিত ছিলেন সৌম্য দত্ত, সঞ্জয় দাস, সৃজন পাল, শুভজ্যোতি চট্টোপাধ্যায় ।

কেন্দ্রের বিজেপি সরকার একাধিক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণ (National Bank Merging) করেছে । তা নিয়ে ব্যাঙ্কের আধিকারিক থেকে কর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন । ফের সরকারি ব্যাঙ্কের উপর কোপ পড়ার আশঙ্কা করছেন তাঁরা । আধিকারিকরা জানালেন, সংসদের আসন্ন শীলকালীন অধিবেশন । সেখানেই এবার পাশ হতে পারে জনস্বার্থ বিরোধী ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল । এক ব্যাঙ্ক আধিকারিক সাংবাদিকদের মনে করিয়ে দেন, 1969 সালে 'ব্যাঙ্ক জাতীয়করণ বিল' (Bank Nationalisation bill 1969) পাশ হয়েছিল, সে সময় সংসদে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির (Atal Bihari Vajpayee) নেতৃত্বে এর বিরোধিতা করেছিল ভারতীয় জনসংঘ (Bharatiya Jana Sangh) ৷ তাই এই সিদ্ধান্ত অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, রাজনৈতিক ৷ তারা ইতিহাসকে নতুন করে বিকৃত করতে চাইছে ৷

আরও পড়ুন : Bank Privatisation : চলতি অর্থবর্ষেই বেসরকারিকরণ হতে পারে 3 রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

আধিকারিকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বিভিন্ন বৈঠকে ব্যাঙ্ক জাতীয়করণকে ভুল আখ্যা দিয়েছে ৷ এই বিল এলে তীব্র প্রতিক্রয়া হবে বলে হুঁশিয়ারি দেন ব্যাঙ্ক আধিকারিকেরা ৷ আর ধর্মঘট এর অন্যতম অঙ্গ হবে ৷ কৃষকরা যে প্রগতিশীল ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে এক নতুন পথের দিশা দিয়েছেন, তাতে অনুপ্রাণিত হয়ে এই বৃহৎ আন্দোলনে নেমেছে ব্যাঙ্ক সংগঠন ৷ তবে কৃষক আন্দোলন এক রকম ভাবে হয়েছে, এই আন্দোলন নতুন আঙ্গিকে হবে ৷ প্রয়োজনে তাঁদের সঙ্গে আলোচনা হবে, কারণ কৃষকরা ব্য়াঙ্কারদের সঙ্গে সম্পৃক্ত, জানালেন ব্যাঙ্ক আধিকারিকেরা ৷

ভারতের বিভিন্ন রাজ্য থেকে হবে ভারত যাত্রা ৷ সবচেয়ে বড় যাত্রাটি 24 নভেম্বর শুরু হবে কলকাতা থেকে, 29 নভেম্বর শেষ হবে দিল্লিতে ৷ 30 তারিখ রাজধানীর যন্তর মন্তরে (Jantar Mantar Public Meeting) বিশাল সমাবেশ হবে । সাধারণ ও প্রান্তিক মানুষ যাতে স্বল্পমূল্যে ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন, সেই জন্য বিষয়টি আমানতকারীদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । এই ব্যাঙ্কিং সংশোধনী বিল এনে ব্যাঙ্কগুলিকে কিছু শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টায় এই ভারত যাত্রা করা হচ্ছে ৷ এই সমাবেশে সাধারণ মানুষের সঙ্গেই আহ্বান করা হয়েছে সংযুক্ত কিষান মোর্চা, বিমা, কয়লা, তেল, বিদ্যুৎ ক্ষেত্রের সংগঠনগুলির নেতৃত্বকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.