কলকাতা, 6 এপ্রিল : লকডাউনের জেরে রোজগার নেই অনেকের । দুমুঠো ভাত বা এক টুকরো রুটিও জুটছে না অনেকের । দিন আনে, দিন খায় এমন মানুষদের পাশে দাঁড়াল ভারত সেবাশ্রম সংঘ । প্রতিদিন 30 হাজার মানুষকে রান্না করা খাবার দিচ্ছে তারা ।
কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন চলছে । বন্ধ দোকানপাট । শহরের হোটেলগুলোও সব বন্ধ । জনমানবহীন রাস্তায় খাবারের খোঁজে মানুষ বেরোতেও পারছে না । এমন পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সংঘ নিয়মিত শহরের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষকে খাবার পরিবেশন করছে । মূলত রিকশা চালক এবং ফুটপাথবাসীদের এই পরিষেবা দিচ্ছেন সন্ন্যাসীরা । কলকাতার বালিগঞ্জে তাদের প্রধান কার্যালয় থেকে প্রতিদিন প্রায় 12 হাজার মানুষের জন্য ভাত, ডাল, তরকারি, খিচুড়ি রান্না করে তারপর তা ছোটো ছোটো গাড়িতে নিয়ে গিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় বস্তিবাসী এবং ফুটপাথবাসীদের দেওয়া হচ্ছে ।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ নিজে রান্নার কাজ পরিচালনা করছেন । বালিগঞ্জ কসবা এলাকার ফুটপাথ এবং বস্তি ছাড়াও বাইপাসের ধারে পঞ্চান্ন গ্রাম, চিনা মন্দির, পোড়া বস্তিসহ বিভিন্ন এলাকায় 12 হাজার মানুষকে প্রতিদিন রান্না করা খাবার দেওয়া হচ্ছে । স্বামী সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, " কলকাতায় 12 হাজার লোককে খাবার দেওয়া হচ্ছে প্রতিদিন । পাশাপাশি, রাজ্যের সমস্ত জেলায় ভারত সেবাশ্রমের বিভিন্ন শাখাগুলি থেকে কোথাও রান্না করা খাবার, আবার কোথাও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে । পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি , মুম্বই , হায়দরাবাদ সহ বড় শহরগুলিতে এবং অন্যান্য রাজ্যে বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় রান্না করা খাবার বিতরণ করা শুরু হয়েছে । দেশে প্রতিদিন মোট 30 হাজার মানুষকে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ৷ "
তিনি আরও বলেন, " আগামী দিনে আরও মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হবে । কয়েকদিন আগে দরিদ্রদের জন্য মাস্ক এবং স্যানিটাইজ়ার বিনামূল্যে বিতরণ করা হয়েছে । "