ETV Bharat / state

State Eligibility Test (SET) : বাংলায় প্রশ্নপত্র চালুর সম্ভাবনা, সেট পরীক্ষায় বাড়ল বিষয়ের সংখ্যা - সেট পরীক্ষা

আগামী বছর সেট পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর ৷ একই সঙ্গে এবার থেকে সেট পরীক্ষায় তিনটি নতুন বিষয় যুক্ত হয়ে মোট 33টি বিষয়ে পরীক্ষা হবে ৷

State Eligibility Test
State Eligibility Test
author img

By

Published : Aug 24, 2021, 8:36 AM IST

কলকাতা, 24 অগস্ট : এই প্রথমবার অধ্যাপক নিয়োগের সেট (SET) পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় হওয়ার সম্ভাবনা রয়েছে । এমনই পরিকল্পনা রয়েছে কলেজ সার্ভিস কমিশনের বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর । 2022 সালের 9 জানুয়ারি সেট পরীক্ষা নেওয়া হবে । গত 27 বছর ধরে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন । সেট-এর প্রশ্নপত্র মূলত ইংরেজিতে হলেও বহুবার ছাত্রছাত্রীদের তরফে দাবি উঠেছে বাংলায় প্রশ্নপত্র করার জন্য । তাই কলেজ সার্ভিস কমিশনের তরফে এহেন চিন্তাভাবনা করা হচ্ছে ।

তবে সবকটি বিষয় বাংলায় হবে নাকি, শুধু নির্দিষ্ট কোনও বিষয় বাংলায় প্রশ্ন করা হবে তা এখনও পরিষ্কার নয় । এখনও পর্যন্ত যেমনটা জানা গিয়েছে তাতে হয়তো শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের প্রশ্নপত্র বাংলায় হতে পারে । পাশাপাশি এবছর সেটে আরও তিনটি বিষয় যুক্ত করা হয়েছে । আগে 30টি বিষয়ে পরীক্ষা নেওয়া হত । আগামী বছর 33টি বিষয় নিয়ে সেট পরীক্ষা হবে বলে জানা গিয়েছে । যে বিষয়গুলি যুক্ত করা হয়েছে সেগুলি হল - পরিবেশ বিজ্ঞান, এমবিএ ও অ্যারাবিক ।

আগামী বছরের শুরুতেই পরীক্ষা নেওয়া হবে বলে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে । সহকারী অধ্যাপক নিয়োগের জন্য 32 হাজারের কাছাকাছি আবেদন জমা পড়েছে । আপাতত জমা পড়া আবেদনপত্রগুলি স্ক্রুটিনি করার কাজ চলছে ।

আরও পড়ুন : বাংলায় হোক সেট-এর প্রশ্নপত্র, ইউজিসি-তে দরবার কলেজ সার্ভিস কমিশনের

কলকাতা, 24 অগস্ট : এই প্রথমবার অধ্যাপক নিয়োগের সেট (SET) পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় হওয়ার সম্ভাবনা রয়েছে । এমনই পরিকল্পনা রয়েছে কলেজ সার্ভিস কমিশনের বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর । 2022 সালের 9 জানুয়ারি সেট পরীক্ষা নেওয়া হবে । গত 27 বছর ধরে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন । সেট-এর প্রশ্নপত্র মূলত ইংরেজিতে হলেও বহুবার ছাত্রছাত্রীদের তরফে দাবি উঠেছে বাংলায় প্রশ্নপত্র করার জন্য । তাই কলেজ সার্ভিস কমিশনের তরফে এহেন চিন্তাভাবনা করা হচ্ছে ।

তবে সবকটি বিষয় বাংলায় হবে নাকি, শুধু নির্দিষ্ট কোনও বিষয় বাংলায় প্রশ্ন করা হবে তা এখনও পরিষ্কার নয় । এখনও পর্যন্ত যেমনটা জানা গিয়েছে তাতে হয়তো শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের প্রশ্নপত্র বাংলায় হতে পারে । পাশাপাশি এবছর সেটে আরও তিনটি বিষয় যুক্ত করা হয়েছে । আগে 30টি বিষয়ে পরীক্ষা নেওয়া হত । আগামী বছর 33টি বিষয় নিয়ে সেট পরীক্ষা হবে বলে জানা গিয়েছে । যে বিষয়গুলি যুক্ত করা হয়েছে সেগুলি হল - পরিবেশ বিজ্ঞান, এমবিএ ও অ্যারাবিক ।

আগামী বছরের শুরুতেই পরীক্ষা নেওয়া হবে বলে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে । সহকারী অধ্যাপক নিয়োগের জন্য 32 হাজারের কাছাকাছি আবেদন জমা পড়েছে । আপাতত জমা পড়া আবেদনপত্রগুলি স্ক্রুটিনি করার কাজ চলছে ।

আরও পড়ুন : বাংলায় হোক সেট-এর প্রশ্নপত্র, ইউজিসি-তে দরবার কলেজ সার্ভিস কমিশনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.