ETV Bharat / state

অঙ্কুরের ত্রিমুকুট, জাতীয় টেবিল টেনিসে বাংলার ছেলেদের দাপট

Table Tennis: রবিবার টুর্নামেন্টের শেষ দিনে বাংলার বোধিসত্ত্ব চৌধুরী-অঙ্কুর ভট্টাচার্য জুটি উত্তরপ্রদেশের শরথ মিশ্র-দিব্যাংশ শ্রীবাস্তব জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৷ অপ্রতিরোধ্য ছিলেন অঙ্কুর ৷

ETV Bharat
অঙ্কুর ভট্টাচার্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 10:31 PM IST

Updated : Jan 14, 2024, 10:37 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: 85তম জুনিয়র অ্যান্ড ইয়ুথ ন্যাশানাল চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলেদের দাপট ৷ মোট তিনটে চ্যাম্পিয়নশিপ পদক এল বাংলার ঘরে ৷ অনূর্ধ্ব 19 দলগত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পরে সিঙ্গলস এবং ডাবলসেও দাপট দেখাল বাংলা ছেলেরা ৷ রবিবার টুর্নামেন্টের শেষ দিনে বাংলার বোধিসত্ত্ব চৌধুরী-অঙ্কুর ভট্টাচার্য জুটি উত্তরপ্রদেশের শরথ মিশ্র-দিব্যাংশ শ্রীবাস্তব জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৷ ম্যাচের ফল 11-2, 11-4, 8-11, 11-8 ৷ দলগত খেতাব জেতার পরেই বাংলা শিবির থেকে বলা হয়েছিল ডাবলস এবং সিঙ্গলসের খেতাব জিততেও তারা মরিয়া ৷ মেয়েদের দলগত বিভাগের ব্যর্থতা মেটাতে তারা চ্যাম্পিয়ন হতে চায় ৷

বাংলার ছেলেদের এই কথা যে শুধু কথা ছিল না তা দেখা গেল রবিবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার পরে সিঙ্গলসেও বাংলার ছেলেরা দাপট দেখাল ৷ অঙ্কুর ভট্টাচার্য এবং বোধিসত্ত্ব চৌধুরীর ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই অনূর্ধ্ব 19 ছেলেদের ফাইনালটি 'অল বেঙ্গলস ফাইনালে' পরিণত হয় ৷ অঙ্কুর সিঙ্গলস, ডাবলস এবং টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ত্রিমুকুট পেল ৷

প্রথম থেকেই ছন্দে ছিল অঙ্কুর ৷ তার উপর সাত গেমের ম্যাচে বোধিসত্ত্বর বেশ কয়েকটি আনফোর্সড এরর অঙ্কুরের কাজ সহজ করে দেয় ৷ 4-0 ব্যবধানে বোধিসত্ত্বকে হারান অঙ্কুর ৷ ম্যাচের ফল 11-6, 13-11, 11-8, 16-14 ৷ গত বছর অনূর্ধ্ব 19 ফাইনালে রানার্স হয়েছিলেন অঙ্কুর ৷ ঘরের মাঠে সেই ব্যর্থতা মুছলেন তিনি ৷ অন্যদিকে, দলগত বিভাগ এবং ডাবলসে ছন্দে থাকলেও সিঙ্গলসের ফাইনালে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল বোধিসত্ত্বকে ৷

অনূর্ধ্ব 17 ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন অসমের প্রিয়ানুজ ভট্টাচার্য ৷ সে ফাইনালে অসমের দিব্যাজ রাজখোয়াকে পরাজিত করে ৷ ম্যাচের ফল 15-13, 2-11, 11-6, 11-7, 11-4 ৷ অনেক বছর পরে অসমের কোনও প্যাডলার জাতীয় আসরে খেতাব জিতল ৷ ন'দিনের টুর্নামেন্টের শেষ দিনে টেবিল টেনিস ফেডারেশনের সচিব কমলেশ মেহতা এবং ইউটিটির কর্ণধার রীতা দানি উপস্থিত ছিলেন ৷ আগামিদিনে ইউটিটি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রীতা দানি ৷ আটবারের চ্যাম্পিয়ন কমলেশ মেহতার মুখে বোধিসত্ত্ব,অঙ্কুর সিন্ড্রেলাদের প্রশংসা শোনা গেল এদিন ৷

আরও পড়ুন:

  1. বোধিসত্ত্ব-অঙ্কুর-শঙ্খদীপদের কাছে হারল উত্তরপ্রদেশ, টেবিল টেনিসে জাতীয় সেরা বাংলা
  2. অনূর্ধ্ব 17 মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস, বাংলার ঘরে দু'টি পদক
  3. সিনিয়র জাতীয় দলে জায়গা পাকা করাই পাখির চোখ বিশ্বের এক নম্বর প্যাডলারের

কলকাতা, 14 জানুয়ারি: 85তম জুনিয়র অ্যান্ড ইয়ুথ ন্যাশানাল চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলেদের দাপট ৷ মোট তিনটে চ্যাম্পিয়নশিপ পদক এল বাংলার ঘরে ৷ অনূর্ধ্ব 19 দলগত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পরে সিঙ্গলস এবং ডাবলসেও দাপট দেখাল বাংলা ছেলেরা ৷ রবিবার টুর্নামেন্টের শেষ দিনে বাংলার বোধিসত্ত্ব চৌধুরী-অঙ্কুর ভট্টাচার্য জুটি উত্তরপ্রদেশের শরথ মিশ্র-দিব্যাংশ শ্রীবাস্তব জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৷ ম্যাচের ফল 11-2, 11-4, 8-11, 11-8 ৷ দলগত খেতাব জেতার পরেই বাংলা শিবির থেকে বলা হয়েছিল ডাবলস এবং সিঙ্গলসের খেতাব জিততেও তারা মরিয়া ৷ মেয়েদের দলগত বিভাগের ব্যর্থতা মেটাতে তারা চ্যাম্পিয়ন হতে চায় ৷

বাংলার ছেলেদের এই কথা যে শুধু কথা ছিল না তা দেখা গেল রবিবারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার পরে সিঙ্গলসেও বাংলার ছেলেরা দাপট দেখাল ৷ অঙ্কুর ভট্টাচার্য এবং বোধিসত্ত্ব চৌধুরীর ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই অনূর্ধ্ব 19 ছেলেদের ফাইনালটি 'অল বেঙ্গলস ফাইনালে' পরিণত হয় ৷ অঙ্কুর সিঙ্গলস, ডাবলস এবং টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ত্রিমুকুট পেল ৷

প্রথম থেকেই ছন্দে ছিল অঙ্কুর ৷ তার উপর সাত গেমের ম্যাচে বোধিসত্ত্বর বেশ কয়েকটি আনফোর্সড এরর অঙ্কুরের কাজ সহজ করে দেয় ৷ 4-0 ব্যবধানে বোধিসত্ত্বকে হারান অঙ্কুর ৷ ম্যাচের ফল 11-6, 13-11, 11-8, 16-14 ৷ গত বছর অনূর্ধ্ব 19 ফাইনালে রানার্স হয়েছিলেন অঙ্কুর ৷ ঘরের মাঠে সেই ব্যর্থতা মুছলেন তিনি ৷ অন্যদিকে, দলগত বিভাগ এবং ডাবলসে ছন্দে থাকলেও সিঙ্গলসের ফাইনালে বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল বোধিসত্ত্বকে ৷

অনূর্ধ্ব 17 ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন অসমের প্রিয়ানুজ ভট্টাচার্য ৷ সে ফাইনালে অসমের দিব্যাজ রাজখোয়াকে পরাজিত করে ৷ ম্যাচের ফল 15-13, 2-11, 11-6, 11-7, 11-4 ৷ অনেক বছর পরে অসমের কোনও প্যাডলার জাতীয় আসরে খেতাব জিতল ৷ ন'দিনের টুর্নামেন্টের শেষ দিনে টেবিল টেনিস ফেডারেশনের সচিব কমলেশ মেহতা এবং ইউটিটির কর্ণধার রীতা দানি উপস্থিত ছিলেন ৷ আগামিদিনে ইউটিটি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রীতা দানি ৷ আটবারের চ্যাম্পিয়ন কমলেশ মেহতার মুখে বোধিসত্ত্ব,অঙ্কুর সিন্ড্রেলাদের প্রশংসা শোনা গেল এদিন ৷

আরও পড়ুন:

  1. বোধিসত্ত্ব-অঙ্কুর-শঙ্খদীপদের কাছে হারল উত্তরপ্রদেশ, টেবিল টেনিসে জাতীয় সেরা বাংলা
  2. অনূর্ধ্ব 17 মেয়েদের জাতীয় চ্যাম্পিয়ন সিন্ড্রেলা দাস, বাংলার ঘরে দু'টি পদক
  3. সিনিয়র জাতীয় দলে জায়গা পাকা করাই পাখির চোখ বিশ্বের এক নম্বর প্যাডলারের
Last Updated : Jan 14, 2024, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.