কলকাতা, 16 জানুয়ারি : মার্কিন ধনকুবের এবং গাড়ি উৎপাদনকারী সংস্থা টেসলার প্রধান এলন মাস্ককে রাজ্যে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন মমতার এক মন্ত্রী ৷ আর তা নিয়ে কটাক্ষ ভেসে এল গেরুয়া শিবির থেকে ৷ রাজ্যে বিনিয়োগের সুবিধার কথা বলতে গিয়ে সিঙ্গুরের উদাহরণ নাকি ভোট পরবর্তী হিংসার কথা বলবেন মন্ত্রী, সেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য ৷
এলন মাস্কের একটি টুইটের পরিপ্রেক্ষিতে তাঁকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানান রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি ৷ এলন মাস্ক একটি টুইট বার্তায় লেখেন, ভারত সরকারের সঙ্গে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে ৷ সেই সমস্যা অবশ্য দ্রুত মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷
-
Drop here, we in West Bengal have best infra & our leader @MamataOfficial has got the vision.
— Md Ghulam Rabbani (রাব্বানী) (@GhulamRabbani_) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Bengal means Business … https://t.co/CXtx4Oq7y5
">Drop here, we in West Bengal have best infra & our leader @MamataOfficial has got the vision.
— Md Ghulam Rabbani (রাব্বানী) (@GhulamRabbani_) January 15, 2022
Bengal means Business … https://t.co/CXtx4Oq7y5Drop here, we in West Bengal have best infra & our leader @MamataOfficial has got the vision.
— Md Ghulam Rabbani (রাব্বানী) (@GhulamRabbani_) January 15, 2022
Bengal means Business … https://t.co/CXtx4Oq7y5
কিন্তু, তাঁর এই টুইটের পরিপ্রেক্ষিতেই বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মমতার সরকারের মন্ত্রী ৷ গোলাম রব্বানি এলন মাস্কের টুইট উল্লেখ করে লেখেন, "বাংলায় আসুন ৷ সবচেয়ে সেরা পরিকাঠামো রয়েছে ৷ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা রয়েছে ৷" সবশেষে গোলাম রব্বানি লেখেন, বাংলা মানেই ব্যবসা ৷
আরও পড়ুন : Amit Malviya on Bengal Covid Situation : সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের
রাজ্যের মন্ত্রীর এই টুইটের জবাব দিতে গিয়ে কটাক্ষ করেন অমিত মালব্য ৷ টুইটে তিনি লেখেন, আপনি হয়ত এটাকে মস্করা মনে করছেন ৷ কিন্তু না ৷ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী এলন মাস্ককে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ৷ আর তাঁর বক্তব্য কি শুরু হবে ভোট পরবর্তী হিংসা নিয়ে ? আর শেষ হবে সিঙ্গুর আন্দোলন দিয়ে ?
-
You might think it is a joke. But it isn’t!
— Amit Malviya (@amitmalviya) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
West Bengal’s minister in charge for Minority Affairs and Madrasa Education has made an offer to Elon Musk to come invest in WB.
His pitch will start with Mamata Banerjee’s record on post poll violence and end with Singur agitation? pic.twitter.com/5ZpfSppLGg
">You might think it is a joke. But it isn’t!
— Amit Malviya (@amitmalviya) January 16, 2022
West Bengal’s minister in charge for Minority Affairs and Madrasa Education has made an offer to Elon Musk to come invest in WB.
His pitch will start with Mamata Banerjee’s record on post poll violence and end with Singur agitation? pic.twitter.com/5ZpfSppLGgYou might think it is a joke. But it isn’t!
— Amit Malviya (@amitmalviya) January 16, 2022
West Bengal’s minister in charge for Minority Affairs and Madrasa Education has made an offer to Elon Musk to come invest in WB.
His pitch will start with Mamata Banerjee’s record on post poll violence and end with Singur agitation? pic.twitter.com/5ZpfSppLGg