ETV Bharat / state

Swathya Sathi Card: বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর চিকিৎসা নিয়ে আরও কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের

স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা নিয়ে আরও কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন ৷ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে কোন কোন ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে, তাও নির্ধারণ করা হয়েছে ৷ এই কাজের জন্য নতুন একটি সফটওয়্যারও ব্যবহার করবে স্বাস্থ্য দফতর ৷

Swathya Sathi Card
Swathya Sathi Card
author img

By

Published : Jul 18, 2023, 7:42 PM IST

কলকাতা, 18 জুলাই: স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে আরও কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন । যদি এক বছরে বেসরকারি যেকোনও হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে অনিয়মের 10টি অভিযোগ আসে, তবে ভবিষ্যতে ওই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড ব্লক হয়ে যাবে ৷ অর্থাৎ ওই হাসপাতালে স্বাস্থ্য সাথীকার্ডের কোনও পরিষেবা মিলবে না । এমনকি হাসপাতাল কর্তৃপক্ষকে গুনতে হবে মোটা অংকের জরিমানাও । মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা স্পষ্ট জানিয়ে দেয় স্বাস্থ্য ভবন ।

তাছাড়া যদি কোনও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জমা হয়, তাহলে ওই চিকিৎসক স্বাস্থ্যসাথীর আওতায় কোনও চিকিৎসা করতে পারবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যভবন । স্বাস্থ্যসাথীর জন্য যে সফটওয়্যারে সব তথ্য নথিভুক্ত করা থাকে, তা এই ধরনের অভিযোগ যাতে সহজে চিহ্নিত করা যায়, সেই ভাবেই তৈরি করা হচ্ছে বলে জানানো হয় স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ।

তবে কোনও ত্রুটি হলে তা ধরা হবে, সেকথাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন । ত্রুটিকে তিন রঙে ভাগ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে । প্রথমটি লাল ও তারপরে হলুদ এবং সবুজ। লাল হল গুরুতর ত্রুটি । হলুদ ব্যবহার হবে মাঝারি ধরনের কোনও অভিযোগ থাকলে । আর যাদের বিরুদ্ধে খুব কম ত্রুটি ধরা পড়বে, তাদের জন্য ব্যবহার হবে সবুজ ।

স্বাস্থ্যভবন থেকে জানা গিয়েছে, যদি কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম রোগীর চিকিৎসায় যে পরিমাণ খরচ হয়েছে, তাকে বিকৃত করে নিজের মনগড়া খরচ দেখায়, রোগীর ভর্তি ও ছাড়া পাওয়ার দিন বদলে দেয়, তাহলেই এই ধরনের রং ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করা হবে । এই তিন রং হিসাবে তাদের স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা বন্ধ ও আর্থিক জরিমানা বরাদ্দ করা হবে ৷

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের

উল্লেখ্য, স্বাস্থ্য দফতর নতুন সফটওয়‌্যার তৈরি করেছে । অন্তত দু'হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে যুক্ত করা হয়েছে সেখানে । পাশাপাশি প্রায় 200 সরকারি চিকিত্‍সককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তাঁরা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির ভুল-ত্রুটি ধরবে । সর্তক করবে । সম্প্রতি এই নিয়ে 'স্ট‌্যার্ন্ডাড অপারেটিভ প্রসিডিওর' বা এসওপি প্রকাশ করেছে স্বাস্থ‌্য দফতর । এসওপি অনুযায়ী, প্রায় 200 সরকারি চিকিত্‍সককে ভার্চুয়াল প্রশিক্ষণও দেওয়া হবে ৷

কলকাতা, 18 জুলাই: স্বাস্থ্যসাথী কার্ড ঘিরে আরও কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন । যদি এক বছরে বেসরকারি যেকোনও হাসপাতাল ও নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে অনিয়মের 10টি অভিযোগ আসে, তবে ভবিষ্যতে ওই হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড ব্লক হয়ে যাবে ৷ অর্থাৎ ওই হাসপাতালে স্বাস্থ্য সাথীকার্ডের কোনও পরিষেবা মিলবে না । এমনকি হাসপাতাল কর্তৃপক্ষকে গুনতে হবে মোটা অংকের জরিমানাও । মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা স্পষ্ট জানিয়ে দেয় স্বাস্থ্য ভবন ।

তাছাড়া যদি কোনও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জমা হয়, তাহলে ওই চিকিৎসক স্বাস্থ্যসাথীর আওতায় কোনও চিকিৎসা করতে পারবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যভবন । স্বাস্থ্যসাথীর জন্য যে সফটওয়্যারে সব তথ্য নথিভুক্ত করা থাকে, তা এই ধরনের অভিযোগ যাতে সহজে চিহ্নিত করা যায়, সেই ভাবেই তৈরি করা হচ্ছে বলে জানানো হয় স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ।

তবে কোনও ত্রুটি হলে তা ধরা হবে, সেকথাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন । ত্রুটিকে তিন রঙে ভাগ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে । প্রথমটি লাল ও তারপরে হলুদ এবং সবুজ। লাল হল গুরুতর ত্রুটি । হলুদ ব্যবহার হবে মাঝারি ধরনের কোনও অভিযোগ থাকলে । আর যাদের বিরুদ্ধে খুব কম ত্রুটি ধরা পড়বে, তাদের জন্য ব্যবহার হবে সবুজ ।

স্বাস্থ্যভবন থেকে জানা গিয়েছে, যদি কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম রোগীর চিকিৎসায় যে পরিমাণ খরচ হয়েছে, তাকে বিকৃত করে নিজের মনগড়া খরচ দেখায়, রোগীর ভর্তি ও ছাড়া পাওয়ার দিন বদলে দেয়, তাহলেই এই ধরনের রং ব্যবহার করে তাদেরকে চিহ্নিত করা হবে । এই তিন রং হিসাবে তাদের স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা বন্ধ ও আর্থিক জরিমানা বরাদ্দ করা হবে ৷

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী নিয়ে এবার বড় ভাবনা রাজ্য সরকারের

উল্লেখ্য, স্বাস্থ্য দফতর নতুন সফটওয়‌্যার তৈরি করেছে । অন্তত দু'হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে যুক্ত করা হয়েছে সেখানে । পাশাপাশি প্রায় 200 সরকারি চিকিত্‍সককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । তাঁরা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির ভুল-ত্রুটি ধরবে । সর্তক করবে । সম্প্রতি এই নিয়ে 'স্ট‌্যার্ন্ডাড অপারেটিভ প্রসিডিওর' বা এসওপি প্রকাশ করেছে স্বাস্থ‌্য দফতর । এসওপি অনুযায়ী, প্রায় 200 সরকারি চিকিত্‍সককে ভার্চুয়াল প্রশিক্ষণও দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.