কলকাতা, 15 নভেম্বর: স্কুল খোলার (School Opening) আগে রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির (Expert Committee) পরামর্শ নেওয়ার উচিত ছিল ৷ মত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)৷ আগামিকাল থেকে রাজ্যে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় । এ বিষয়ে সুকান্ত বলেন, "স্কুল খোলার অবশ্যই প্রয়োজন আছে । কিন্তু রাজ্যের বহু লোকের টিকা হয়নি । তার মধ্যে দিদিমণি ও মাস্টারমশাইরা রয়েছেন । বাচ্চাদেরও টিকাকরণ শুরু হয়নি ।"
পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্প একলব্য বিদ্যালয়গুলির জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না বলে এ দিন অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ কলকাতায় রাজ্য বিজেপির উদ্যোগে বিরসা মুণ্ডার জন্মদিন পালন করা হয় । এই উপলক্ষে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদার । ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, জয়প্রকাশ মজুমদার-সহ অন্যান্য নেতৃবৃন্দ । বিজেপি সভাপতি সাংবাদিকদের বলেন, পিছিয়ে পড়া জাতিদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে গেলে তাঁদের শিক্ষার উন্নয়ন প্রয়োজন । উন্নয়নের কথা মুখে বললেও একলব্য স্কুলগুলির জন্য জমি দিচ্ছে না তৃণমূল কংগ্রেসের সরকার ।
আরও পড়ুন: Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?
সুকান্ত মজুমদারের নাম ভাঁড়িয়ে পৌরসভা ভোটে টিকিট দেওয়ার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে বিজেপি সভাপতি বলেন, "আজ আপনি যদি আমার নাম করে কাউকে বলেন, চাকরি করে দেব, তাতে কী করা যাবে ! তবে লিগাল স্টেপ নেওয়া যায় কি না দেখতে হবে । কারণ আগে যে কল রেকর্ড পাওয়া গিয়েছে, ভয়েসটা তাঁরই কি না সেটা আগে প্রমাণ করতে হবে । তারপর যিনি এই কাজ করেছেন, তিনি বিজেপির সাধারণ সদস্য । তিনি দলের কোনও পদাধিকারী নন । তাই তাঁর বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে ?"