ETV Bharat / state

Bhangar under Kolkata Police: ভাঙড় এবার কলকাতা পুলিশের অধীনে, ডিজিকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Bhangar in Kolkata Police Area: পঞ্চায়েত ভোটের সময় বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ এবার ওই এলাকাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের ডিজিপি-কে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন তিনি ৷

Bhangar under Kolkata Police
Bhangar under Kolkata Police
author img

By

Published : Jul 26, 2023, 6:48 PM IST

Updated : Jul 26, 2023, 7:21 PM IST

কলকাতা, 26 জুলাই: কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়কে । বুধবার আলিপুর বডিগার্ড লাইনে পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি । পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে ভোট গণনা পর্যন্ত বারবার অশান্তি হয়েছে ভাঙড়ে ৷ প্রাণহানির ঘটনাও ঘটছে ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

এ দিন নবান্ন থেকে বেরিয়ে সরাসরি আলিপুর বডিগার্ড লাইনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচন বা তার পরবর্তী সময়ে পুলিশ যেভাবে শান্তিশৃঙ্খলা রক্ষা থেকে বিভিন্ন জায়গায় কাজ করেছে, তার জন্য ধন্যবাদ দিতে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন বলে প্রশাসন সূত্রে খবর । সেই অনুষ্ঠানেই ভাঙড়ের কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত হওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত লেদার কমপ্লেক্স থানা পর্যন্ত দক্ষিণ 24 পরগনার অংশ কলকাতা পুলিশের আওতায় রয়েছে । এই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ভাঙড়ে একের পর এক অশান্তির কথা উল্লেখ করেছেন ৷ সেই কারণেই ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কথা বলেন ৷ এক্ষেত্রে ভাঙড়ের জন্য একটা আলাদা ডিভিশন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী । সেখানে একজন ডিসি পদমর্যাদার অফিসারকে নিয়োগের কথাও বলেছেন তিনি । যেহেতু অনেকটা বড় এলাকা জুড়ে ভাঙড় অবস্থিত, তাই একাধিক ভাগে ভাগ করে ভাঙড়ের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী । এই অনুষ্ঠানে ডিজির পাশাপাশি উপস্থিত কলকাতা পুলিশ কমিশনারও । সেই কারণে তিনি বিনীত গোয়েলকেও গোটা বিষয়টি দেখে নেওয়ার জন্য নির্দেশ দেন ।

আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় আইএসএফ-বিজেপিকে দায়ী করলেন সওকত-আরাবুলরা

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময় দক্ষিণ 24 পরগনার এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে । তবে ভাঙড়ে অশান্তির ইতিহাস নতুন নয়৷ পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলনেও একসময় ভাঙড়ে উত্তেজনা ছড়িয়েছিল ৷ তার পর ভোটের সময় ভাঙড়ে অশান্তি প্রশাসনের শীর্ষস্তরে উদ্বেগ বাড়িয়েছিল ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

কলকাতা, 26 জুলাই: কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়কে । বুধবার আলিপুর বডিগার্ড লাইনে পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি । পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে ভোট গণনা পর্যন্ত বারবার অশান্তি হয়েছে ভাঙড়ে ৷ প্রাণহানির ঘটনাও ঘটছে ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

এ দিন নবান্ন থেকে বেরিয়ে সরাসরি আলিপুর বডিগার্ড লাইনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত নির্বাচন বা তার পরবর্তী সময়ে পুলিশ যেভাবে শান্তিশৃঙ্খলা রক্ষা থেকে বিভিন্ন জায়গায় কাজ করেছে, তার জন্য ধন্যবাদ দিতে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন বলে প্রশাসন সূত্রে খবর । সেই অনুষ্ঠানেই ভাঙড়ের কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত হওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এখনও পর্যন্ত লেদার কমপ্লেক্স থানা পর্যন্ত দক্ষিণ 24 পরগনার অংশ কলকাতা পুলিশের আওতায় রয়েছে । এই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ভাঙড়ে একের পর এক অশান্তির কথা উল্লেখ করেছেন ৷ সেই কারণেই ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার কথা বলেন ৷ এক্ষেত্রে ভাঙড়ের জন্য একটা আলাদা ডিভিশন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী । সেখানে একজন ডিসি পদমর্যাদার অফিসারকে নিয়োগের কথাও বলেছেন তিনি । যেহেতু অনেকটা বড় এলাকা জুড়ে ভাঙড় অবস্থিত, তাই একাধিক ভাগে ভাগ করে ভাঙড়ের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী । এই অনুষ্ঠানে ডিজির পাশাপাশি উপস্থিত কলকাতা পুলিশ কমিশনারও । সেই কারণে তিনি বিনীত গোয়েলকেও গোটা বিষয়টি দেখে নেওয়ার জন্য নির্দেশ দেন ।

আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় আইএসএফ-বিজেপিকে দায়ী করলেন সওকত-আরাবুলরা

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের সময় দক্ষিণ 24 পরগনার এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে । তবে ভাঙড়ে অশান্তির ইতিহাস নতুন নয়৷ পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলনেও একসময় ভাঙড়ে উত্তেজনা ছড়িয়েছিল ৷ তার পর ভোটের সময় ভাঙড়ে অশান্তি প্রশাসনের শীর্ষস্তরে উদ্বেগ বাড়িয়েছিল ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

Last Updated : Jul 26, 2023, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.