কলকাতা, 8 মে : সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি'র বিষয়বস্তু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন, সমাজের এক সম্প্রদায়ের মানুষকে অপমান করতে বিকৃত তথ্য দিয়ে এই ছবি বানানো হয়েছে ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটির প্রসঙ্গও এদিন টানেন মমতা ৷ এরপরেই এ রাজ্যে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল নবান্ন ৷
রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ছবিটিতে ইচ্ছাকৃতভাবে এমন কিছু তথ্য বিকৃত করে দেখানো হয়েছে, যা নিয়ে সমাজে অস্থিরতা তৈরি হতে পারে পলে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছিলেন,"বিজেপি তথ্য বিকৃত করে কেরালা স্টোরি বানাচ্ছে । একইভাবে কয়েকদিন আগে বিজেপির মদতপুষ্ট একজন এসে বাংলায় বলে গিয়েছে বেঙ্গল ফাইলস বানাবেন । এটাই বিজেপির কাজ ৷ বাংলাকে বদনাম করতে চাইছে ওরা ৷ বিজেপি কেন সাম্প্রদায়িক নীতি নিয়ে চলছে, এটা কোনও দলের কাজ ?"
'দ্য কেরালা স্টোরি'র রাজ্যে প্রদর্শনের বিষয়ে এদিন মুখ্যসচিবকে খোঁজ নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ তারপরেই রাজ্যে এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞার বিষয়টি জানা যায় ৷ রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতা-সহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত। তবে এই ছবিটির নির্মাতাদের তরফে প্রযোজক বিপুল শাহ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷
-
#WATCH | Reacting on his film #TheKeralaStory being banned in West Bengal, film's producer Vipul Shah says, "If that is what she has done, we will take legal action. Whatever is possible under the provisions of law, we will fight." https://t.co/FY3Qz8cljK pic.twitter.com/LeY23flUOg
— ANI (@ANI) May 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Reacting on his film #TheKeralaStory being banned in West Bengal, film's producer Vipul Shah says, "If that is what she has done, we will take legal action. Whatever is possible under the provisions of law, we will fight." https://t.co/FY3Qz8cljK pic.twitter.com/LeY23flUOg
— ANI (@ANI) May 8, 2023#WATCH | Reacting on his film #TheKeralaStory being banned in West Bengal, film's producer Vipul Shah says, "If that is what she has done, we will take legal action. Whatever is possible under the provisions of law, we will fight." https://t.co/FY3Qz8cljK pic.twitter.com/LeY23flUOg
— ANI (@ANI) May 8, 2023
উল্লেখ্য, দেশে ধর্মীয় মেরুকরণের স্বার্থে বিজেপির নির্দেশে এই ধরণের প্রোপাগন্ডা ছবি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা ৷ 'দ্য কেরালা স্টোরি'র বিষয়বস্তু নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ এই ছবিকে সংঘ পরিবারের এজেন্ডা বলে দাবি করেছে সিপিএমও ৷ কংগ্রেসও এই ছবিটি নিয়ে আপত্তি জানিয়েছে ৷
এদিন নবান্নে এক রিভিউ বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ছবির প্রসঙ্গে বলতে গিয়ে কাশ্মীর ফাইলস ছবিটির প্রসঙ্গ টানেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "কেন কাশ্মীর ফাইলসের মাধ্যমে সমাজের একটা অংশকে অপমানিত করা হল ? কেন কেরালা স্টোরির মাধ্যমেও একই ঘটনা ঘটানো হল । আমি সিপিএমকে সমর্থন করি না । কেরালা স্টোরি নিয়ে সরব হওয়ার দায়িত্ব তাদেরই । কিন্তু তার বদলে তারা বিজেপির হাত শক্ত করছে । তাদের দল বিজেপিকে সাহায্য করছে ।" তবে এই সাংবাদিক বৈঠকে সরাসরি ছবিটি নিষিদ্ধ করার কথা তিনি জাননি ৷ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তিনি এবিষয়ে খোঁজ নিতে বলেন ৷ পরে নবান্নে এক ক্যান্টিনের উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি নিষিদ্ধ করার কথা জানান ৷ একইসঙ্গে তিনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুকে নির্দেশ দেন, শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য প্রান্তেও যাতে ছবিটি প্রদর্শিত না হয় তার জন্য সব জেলার জেলাশাসককে নির্দেশ পাঠাতে হবে ৷
আরও পড়ুন: বেঙ্গল ফাইলস তৈরি করে বাংলাকেও বদনাম করতে চায় বিজেপি, অভিযোগ মমতার