ETV Bharat / state

Health ATM: সরকারি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অফিসে অফিসে হেলথ এটিএম বসাবে রাজ্য - আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স মেশিন

সরকারি অফিসগুলিতে হেলথ এটিএম বসাচ্ছে রাজ্য সরকার ৷ ওই মেশিনের সাহায্যে স্বাস্থ্য় পরীক্ষা করাতে পারবেন সরকারি কর্মীরা ৷

Health ATM
Health ATM
author img

By

Published : May 1, 2023, 6:23 PM IST

Updated : May 1, 2023, 6:30 PM IST

কলকাতা, 1 মে: সরকারি চিকিৎসা ব্যবস্থায় নতুন দিশা । এবার রাজ্য সরকারি কর্মী ও পৌরকর্মীদের সুস্থ রাখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স মেশিন বসানো হবে সরকারি বিভিন্ন অফিসে । সেই মেশিনের সাহায্যে হবে একাধিক টেস্ট । যার পোশাকি নাম হেলথ এটিএম ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মেশিনের সাহায্যে সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, লিপিড প্রোফাইল, এইচবিএওয়ানসি থেকে শুরু করে করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, টাইফয়েড, ব্লাড গ্রুপ-সহ নানাবিধ পরীক্ষা । হিমোগ্লোবিন, বিএমআই, ক্রিয়েটিনিন-সহ আরও অজস্র পরীক্ষাও করা যাবে এই যন্ত্রের মাধ্যমে । চোখ পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে এই হেলথ এটিএমের সাহায্যে ।

বেঙ্গল কেমিক্যাল ও রাজ্য সরকারের সহায়তায় এই মেশিন বসানো হচ্ছে । স্বাস্থ্যভবন, বিকাশ ভবন, বিদ্যুৎ ভবন, কলকাতা পৌরনিগম ও নবান্নে আপাতত বসানো হবে এই মেশিন । প্রশাসনের আধিকারিকরা মনে করছেন, এই মেশিনের ফলে রাজ্য সরকারি কর্মী ও পৌরকর্মীরা বেশ কিছু সুবিধা পাবে ।

কীভাবে কাজ করবে এই মেশিন ? জানা গিয়েছে, এখানে প্রবেশ করে নিজের তথ্যাবলী জানালে সেই ইনফরমেশন রেকর্ড হয়ে থাকবে ক্লাউডে । ফলে যতবারই রোগী পরীক্ষা করাবেন, ততবারই আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের তুলনা করার সুযোগ থাকবে । এছাড়া সমস্ত রিপোর্ট ই-মেল ও হোয়াটস অ্যাপে পাঠানোর ব্যবস্থা রয়েছে ।

রিপোর্টের পাশাপাশি কী ধরনের ডায়েট প্ল্যান করলে সেই ব্যক্তি নীরোগ ও ফিট থাকবেন, তা জানিয়ে দেবে মেশিন । তাছাড়া কিউ আর কোড লাগানো ব্যক্তিগত হেলথ কার্ডও বেরিয়ে আসবে মেশিন থেকে । আর প্রয়োজনে ডাক্তারের সঙ্গে ভিডিয়ো বা অডিয়ো কলে কথা বলার সুযোগ রয়েছে । এরই সঙ্গে আরও উল্লেখযোগ্য বিষয় হল এই মেশিনের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার ।

প্রসঙ্গত, এমন হেলথ এটিএম মেশিন রাজ্যে প্রথম ব্যবহার হচ্ছে । তবে রাজ্যে প্রথম হলেও দেশের বিভিন্ন জায়গায় এই মেশিনের ব্যবহার রয়েছে । রাষ্ট্রায়ত্ত একটি বেসরকারি সংস্থার সহযোগে এই মেশিন তৈরি হয়েছে । আগামী দু’সপ্তাহের মধ্যে এই হেলথ এটিএমের পরিষেবা পেতে পারেন সরকারি কর্মীরা বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: প্রতিটি ওয়ার্ডে স্যাটেলাইট হেলথ সেন্টার ! জমি চাইল কলকাতা পৌরনিগম

কলকাতা, 1 মে: সরকারি চিকিৎসা ব্যবস্থায় নতুন দিশা । এবার রাজ্য সরকারি কর্মী ও পৌরকর্মীদের সুস্থ রাখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স মেশিন বসানো হবে সরকারি বিভিন্ন অফিসে । সেই মেশিনের সাহায্যে হবে একাধিক টেস্ট । যার পোশাকি নাম হেলথ এটিএম ৷

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মেশিনের সাহায্যে সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, লিপিড প্রোফাইল, এইচবিএওয়ানসি থেকে শুরু করে করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, টাইফয়েড, ব্লাড গ্রুপ-সহ নানাবিধ পরীক্ষা । হিমোগ্লোবিন, বিএমআই, ক্রিয়েটিনিন-সহ আরও অজস্র পরীক্ষাও করা যাবে এই যন্ত্রের মাধ্যমে । চোখ পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে এই হেলথ এটিএমের সাহায্যে ।

বেঙ্গল কেমিক্যাল ও রাজ্য সরকারের সহায়তায় এই মেশিন বসানো হচ্ছে । স্বাস্থ্যভবন, বিকাশ ভবন, বিদ্যুৎ ভবন, কলকাতা পৌরনিগম ও নবান্নে আপাতত বসানো হবে এই মেশিন । প্রশাসনের আধিকারিকরা মনে করছেন, এই মেশিনের ফলে রাজ্য সরকারি কর্মী ও পৌরকর্মীরা বেশ কিছু সুবিধা পাবে ।

কীভাবে কাজ করবে এই মেশিন ? জানা গিয়েছে, এখানে প্রবেশ করে নিজের তথ্যাবলী জানালে সেই ইনফরমেশন রেকর্ড হয়ে থাকবে ক্লাউডে । ফলে যতবারই রোগী পরীক্ষা করাবেন, ততবারই আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের তুলনা করার সুযোগ থাকবে । এছাড়া সমস্ত রিপোর্ট ই-মেল ও হোয়াটস অ্যাপে পাঠানোর ব্যবস্থা রয়েছে ।

রিপোর্টের পাশাপাশি কী ধরনের ডায়েট প্ল্যান করলে সেই ব্যক্তি নীরোগ ও ফিট থাকবেন, তা জানিয়ে দেবে মেশিন । তাছাড়া কিউ আর কোড লাগানো ব্যক্তিগত হেলথ কার্ডও বেরিয়ে আসবে মেশিন থেকে । আর প্রয়োজনে ডাক্তারের সঙ্গে ভিডিয়ো বা অডিয়ো কলে কথা বলার সুযোগ রয়েছে । এরই সঙ্গে আরও উল্লেখযোগ্য বিষয় হল এই মেশিনের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার ।

প্রসঙ্গত, এমন হেলথ এটিএম মেশিন রাজ্যে প্রথম ব্যবহার হচ্ছে । তবে রাজ্যে প্রথম হলেও দেশের বিভিন্ন জায়গায় এই মেশিনের ব্যবহার রয়েছে । রাষ্ট্রায়ত্ত একটি বেসরকারি সংস্থার সহযোগে এই মেশিন তৈরি হয়েছে । আগামী দু’সপ্তাহের মধ্যে এই হেলথ এটিএমের পরিষেবা পেতে পারেন সরকারি কর্মীরা বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: প্রতিটি ওয়ার্ডে স্যাটেলাইট হেলথ সেন্টার ! জমি চাইল কলকাতা পৌরনিগম

Last Updated : May 1, 2023, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.