ETV Bharat / state

Bengal Government: স্পেনের বাণিজ্য-বিনিয়োগ সংস্থার সঙ্গে বৈঠক বাংলার প্রতিনিধি দলের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

Meeting between Bengal Govt and ICEX of Spain: শনিবার স্পেন সরকারের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আইসিইএক্স এর ডিরেক্টর জেনারেল জাভিয়ের সেরা গুয়েভারার সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল ৷ সেখানে বাংলায় বিনিয়োগের সুবিধার কথা তুলে ধরা হয় ৷

Photo Courtesy :  ICC-X Handle
Photo Courtesy : ICC-X Handle
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 6:46 PM IST

Updated : Sep 16, 2023, 11:01 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক আধিকারিক ৷ এছাড়াও রয়েছেন শিল্পপতি-সহ আরও অনেকে ৷ সেই প্রতিনিধি দলের কয়েকজন শনিবার বৈঠক করেন স্পেন সরকারের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আইসিইএক্স এর ডিরেক্টর জেনারেল জাভিয়ের সেরা গুয়েভারার সঙ্গে ৷ এই বৈঠকটি আয়োজনের ব্যবস্থা করে দিয়েছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা আইসিসি ৷

শনিবার ভারতীয় সময় বিকেল 4টে 44 মিনিটে আইসিসির এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করা হয় ৷ সেখানেই এই বৈঠক নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷ ওই পোস্টে জানানো হয়েছে যে আইসিইএক্স-এর ডিরেক্টর জেনারেল জাভিয়ের সেরা গুয়েভারার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, শিল্পপতি সঞ্জয় বুধিয়া ও ড. রাজীব সিং-সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন ৷

  • ICC organized a meeting between Javier Serra Guevara, Director General of ICEX, the apex trade and investment agency of Govt of Spain and West Bengal delegation led by Dr H K Dwivedi, Chief Secretary, Ms. Vandana Yadav Industry Secy, Industrialist Mr. Sanjay Budhia and Dr. Rajeev… pic.twitter.com/jprSVlMd7f

    — Indian Chamber of Commerce (@ICC_Chamber) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইসিসি-র তরফে আরও জানানো হয় যে বৈঠকে বাংলায় বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্য়ে ৷ মুখ্যসচিব তাঁদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আইসিইএক্স-কে অবহিত করেন ৷ পাশাপাশি আগামী নভেম্বর হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস (শিল্প সম্মেলন)-এ জাভিয়ের সেরা গুয়েভারাদের আমন্ত্রণও জানান মুখ্যসচিব ৷

উল্লেখ্য, দীর্ঘ প্রায় পাঁচবছর বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার জন্য লগ্নি আনতেই তাঁর এই সফর বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷ দুবাই হয়ে তিনি স্পেনে গিয়েছেন ৷ স্পেন থেকে আবার দুবাই হয়েই দেশে ফিরবেন ৷ স্পেনে ইতিমধ্যে লা লিগার শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি ৷ সেখানে শুক্রবার একটি শিল্প সম্মেলনও তিনি করেন ৷ সেখানেও তিনি বাংলায় বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে বলে জানান ৷

মুখ্যমন্ত্রীর সঙ্গে এবারের সফরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি স্পেন থেকেই জানিয়েছেন যে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তিনি একটি ইস্পাত কারখানা তৈরিতে বিনিয়োগ করবেন ৷ মাদ্রিদ থেকে বার্সেলোনা যাবেন মুখ্যমন্ত্রী ৷ ফেরার পথে দুবাইতেও ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷

আরও পড়ুন: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

কলকাতা, 16 সেপ্টেম্বর: স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক আধিকারিক ৷ এছাড়াও রয়েছেন শিল্পপতি-সহ আরও অনেকে ৷ সেই প্রতিনিধি দলের কয়েকজন শনিবার বৈঠক করেন স্পেন সরকারের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আইসিইএক্স এর ডিরেক্টর জেনারেল জাভিয়ের সেরা গুয়েভারার সঙ্গে ৷ এই বৈঠকটি আয়োজনের ব্যবস্থা করে দিয়েছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা আইসিসি ৷

শনিবার ভারতীয় সময় বিকেল 4টে 44 মিনিটে আইসিসির এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করা হয় ৷ সেখানেই এই বৈঠক নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷ ওই পোস্টে জানানো হয়েছে যে আইসিইএক্স-এর ডিরেক্টর জেনারেল জাভিয়ের সেরা গুয়েভারার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, শিল্পপতি সঞ্জয় বুধিয়া ও ড. রাজীব সিং-সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন ৷

  • ICC organized a meeting between Javier Serra Guevara, Director General of ICEX, the apex trade and investment agency of Govt of Spain and West Bengal delegation led by Dr H K Dwivedi, Chief Secretary, Ms. Vandana Yadav Industry Secy, Industrialist Mr. Sanjay Budhia and Dr. Rajeev… pic.twitter.com/jprSVlMd7f

    — Indian Chamber of Commerce (@ICC_Chamber) September 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আইসিসি-র তরফে আরও জানানো হয় যে বৈঠকে বাংলায় বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্য়ে ৷ মুখ্যসচিব তাঁদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আইসিইএক্স-কে অবহিত করেন ৷ পাশাপাশি আগামী নভেম্বর হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস (শিল্প সম্মেলন)-এ জাভিয়ের সেরা গুয়েভারাদের আমন্ত্রণও জানান মুখ্যসচিব ৷

উল্লেখ্য, দীর্ঘ প্রায় পাঁচবছর বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার জন্য লগ্নি আনতেই তাঁর এই সফর বলে সরকারি তরফে জানানো হয়েছে ৷ দুবাই হয়ে তিনি স্পেনে গিয়েছেন ৷ স্পেন থেকে আবার দুবাই হয়েই দেশে ফিরবেন ৷ স্পেনে ইতিমধ্যে লা লিগার শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি ৷ সেখানে শুক্রবার একটি শিল্প সম্মেলনও তিনি করেন ৷ সেখানেও তিনি বাংলায় বিনিয়োগের ইতিবাচক পরিবেশ রয়েছে বলে জানান ৷

মুখ্যমন্ত্রীর সঙ্গে এবারের সফরে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি স্পেন থেকেই জানিয়েছেন যে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তিনি একটি ইস্পাত কারখানা তৈরিতে বিনিয়োগ করবেন ৷ মাদ্রিদ থেকে বার্সেলোনা যাবেন মুখ্যমন্ত্রী ৷ ফেরার পথে দুবাইতেও ব্যবসায়ীদের সঙ্গে তিনি বৈঠক করবেন ৷

আরও পড়ুন: 'বাংলায় শিল্পের সব পরিকাঠামো আছে', স্পেনের শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মমতার

Last Updated : Sep 16, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.