ETV Bharat / state

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্যের - কলকাতা হাইকোর্ট

National Anthem Disrespect Case: বিধানসভা চত্বরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে ৷ কিন্তু সেই নিয়ে কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ৷ সেই স্থগিতাদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার ৷

Calcutta HC
Calcutta HC
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 3:15 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: জাতীয় সঙ্গীতের অবমাননা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত । এই সংক্রান্ত মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ ৷ সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার রাজ্য়ের তরফে আবেদন করা হয়েছে । প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে ।

গত 7 ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার মামলায় 10 জানুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দেন । পাশাপাশি 17 জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত ৷ আর কলকাতা পুলিশের সমস্ত তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করেছে ।

উল্লেখ্য, দিন কয়েক আগে বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়করা একটা ধরনা কর্মসূচি পালন করছিল ৷ পাশাপাশি বিজেপিও আলাদা একটা অবস্থান বিক্ষোভ করছিল । সেই সময় তৃণমূলের ধরনা মঞ্চ থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ৷ পরে তৃণমূল অভিযোগ করে, জাতীয় সঙ্গীত গাইতে সামিল হয়নি বিজেপি ৷ তাই বিজেপির বিরুদ্ধে তারা জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলে ৷

এই নিয়ে দফায় দফায় বিজেপির একাধিক বিধায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ কলকাতা পুলিশ তদন্তও শুরু করে ৷ সেই পরিস্থিতিতে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা-সহ একাধিক বিধায়ক হাইকোর্টের দ্বারস্থ হন ৷ তাঁরা আদালতের কাছে এফআইআর খারিজের দাবি জানান ৷

সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার জানিয়েছিলেন, এই ভাবে জাতীয় সঙ্গীতকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় না । কিন্তু ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তিনি তেমন কিছু স্পষ্ট বুঝতে পারেননি । ফলে রাজ্যকে ফের এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি । সেই নির্দেশকেই এ দিন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে রাজ্য ।

আরও পড়ুন:

  1. জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, 'গ্রেফতার নয়', মৌখিক নির্দেশ আদালতের
  2. গ্রেফতারির মতো কোনও কঠোর পদক্ষেপে 'না', জাতীয় সংগীত অবমাননার মামলায় হাইকোর্টে স্বস্তি বিজেপি বিধায়কদের
  3. জাতীয় সঙ্গীতের অবমাননা ! আইন মেনে বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের

কলকাতা, 13 ডিসেম্বর: জাতীয় সঙ্গীতের অবমাননা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত । এই সংক্রান্ত মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ ৷ সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার রাজ্য়ের তরফে আবেদন করা হয়েছে । প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে ।

গত 7 ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার মামলায় 10 জানুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দেন । পাশাপাশি 17 জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত ৷ আর কলকাতা পুলিশের সমস্ত তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করেছে ।

উল্লেখ্য, দিন কয়েক আগে বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়করা একটা ধরনা কর্মসূচি পালন করছিল ৷ পাশাপাশি বিজেপিও আলাদা একটা অবস্থান বিক্ষোভ করছিল । সেই সময় তৃণমূলের ধরনা মঞ্চ থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ৷ পরে তৃণমূল অভিযোগ করে, জাতীয় সঙ্গীত গাইতে সামিল হয়নি বিজেপি ৷ তাই বিজেপির বিরুদ্ধে তারা জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলে ৷

এই নিয়ে দফায় দফায় বিজেপির একাধিক বিধায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ কলকাতা পুলিশ তদন্তও শুরু করে ৷ সেই পরিস্থিতিতে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা-সহ একাধিক বিধায়ক হাইকোর্টের দ্বারস্থ হন ৷ তাঁরা আদালতের কাছে এফআইআর খারিজের দাবি জানান ৷

সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত পরিষ্কার জানিয়েছিলেন, এই ভাবে জাতীয় সঙ্গীতকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় না । কিন্তু ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তিনি তেমন কিছু স্পষ্ট বুঝতে পারেননি । ফলে রাজ্যকে ফের এই বিষয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি । সেই নির্দেশকেই এ দিন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছে রাজ্য ।

আরও পড়ুন:

  1. জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, 'গ্রেফতার নয়', মৌখিক নির্দেশ আদালতের
  2. গ্রেফতারির মতো কোনও কঠোর পদক্ষেপে 'না', জাতীয় সংগীত অবমাননার মামলায় হাইকোর্টে স্বস্তি বিজেপি বিধায়কদের
  3. জাতীয় সঙ্গীতের অবমাননা ! আইন মেনে বিজেপির বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.