কলকাতা, 28 এপ্রিল : আদর্শ আচরণবিধি লঙ্ঘন করার জন্য ফিরহাদ হাকিমকে কারণ দর্শাতে চিঠি দিল কমিশন । একটি নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে ফিরহাদ হাকিম এমন কিছু মন্তব্য করেছেন যা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে, তাই এই মর্মে তাকে চিঠি দিয়ে শোকজ করা হয়েছে । আগামী 24 ঘণ্টার মধ্যে তাঁকে এই চিঠির উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে । 24 ঘণ্টার মধ্যে তিনি এই চিঠির উত্তর না দিলে কমিশন তাঁর বিরুদ্ধে যে কোনও পদক্ষেপ নিতে পারে ।
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যেখানে দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে ফিরহাদ হাকিম তাঁর দলীয় কর্মীদের বলছেন বিজেপি কর্মী ও সমর্থকদের যেখানেই দেখবেন সেখানেই মারবেন ৷ এই ভিডিয়ো বিজেপির নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ৷ সেই ভিডিয়োর ফেসবুক লিঙ্ক নির্বাচন কমিশনে পেশ করে অবিলম্বে যাতে ফিরহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার আর্জি জানানে হয় বিজেপির তরফ থেকে ৷
মঙ্গলবার কমিশনের তরফ থেকে একটি নোটিস জারি করা হয় ৷ যাতে বলা হয়েছে বিজেপির অভিযোগ নিজস্ব সূত্র থেকে খতিয়ে দেখেছে তারা ৷ বিজেপির তরফে যে ভিডিয়ো পেশ করা হয়েছে তার সত্যতা যাচাই করেই কমিশন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে ৷ ভিডিয়োতে করা ফিরহাদ হাকিমের বক্তব্য উল্লেখ করে করে কমিশন জনিয়েছে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে ৷ মডেল কোড অব কন্ডাক্টের 1 ও 2 নম্বর ধারা লঙ্ঘন করেছে তাঁর বক্তব্য । কমিশনের তরফ থেকে এও জানানে হয়েছে, যদি 24 ঘণ্টার মধ্যে ফিরহাদ তাঁর এই আচরণের সঠিক কারণ দর্শাতে না পারেন তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন ৷
আরও পড়ুন : কলকাতায় বাজেয়াপ্ত 75 লক্ষ টাকা, ধৃত 5
প্রসঙ্গত, কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ এক নির্বাচনী প্রচারে বেরিয়েই ফিরহাদের মন্তব্যের এই ভিডিয়ো ভাইরাল হয় ফেসবুকে ৷ যদিও সব অস্বীকার করে ফিরহাদ বলেন, বিজেপি ভুয়ো ভিডিয়ো বানিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে ৷ তিনি বলেন, "নির্বাচনের আগে প্রতিবারই বিজেপির আইটি সেল বিভিন্ন রকম মিথ্যা ভিডিয়ো তৈরি করে তা ভাইরাল করে ৷" তাঁর দাবি, ওই ভিডিয়ো সম্পূর্ণ অসত্য ৷ বিজেপির আইটি সেল মিথ্যে ভিডিয়ো তৈরি করে তাঁর চরিত্র হনন করার চেষ্টা করছে । ফিরহাদের পাল্টা দাবি, প্রচারে বেরিয়ে বিজেপির তরফ থেকেই তাঁদের গালিগালাজ করা হয়েছে ৷