ETV Bharat / state

"কারচুপি হয়েছে", নন্দীগ্রামে মমতার হারের পর কমিশনে তৃণমূল

সকাল থেকেই নন্দীগ্রাম আসনে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ বেলা গড়াতেই খেলা ঘুরে যায় ৷ প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগোতে থাকেন মমতা ৷ এরপর নন্দীগ্রামে চলে সাপ লুডোর খেলা ৷ কখনও শুভেন্দু, কখনও মমতা ৷ একজন এগোলেন তো পরক্ষণেই তিনি পিছিয়ে গেলেন ৷

author img

By

Published : May 2, 2021, 8:13 PM IST

Updated : May 2, 2021, 9:14 PM IST

নন্দীগ্রামে হার মেনে নিলেও কোর্টে যাবেন মমতা
নন্দীগ্রামে হার মেনে নিলেও কোর্টে যাবেন মমতা

কলকাতা, 2 মে : যত কাণ্ড নন্দীগ্রামে ৷

রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস ৷ বেলা 12টাতেই এই বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল গোটা বাংলা ৷ কিন্তু হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে লড়াই চলল সূর্য ডোবার পরও ৷ ছড়াল বিভ্রান্তি ৷ শুভেন্দু না মমতা, এই হাইভোল্টেজ কেন্দ্রে কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে চলল বিস্তর টানাপড়েন ৷

সকাল থেকেই নন্দীগ্রাম আসনে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ বেলা গড়াতেই খেলা ঘুরে যায় ৷ প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগোতে থাকেন মমতা ৷ এরপর নন্দীগ্রামে চলে সাপ লুডোর খেলা ৷ কখনও শুভেন্দু, কখনও মমতা ৷ একজন এগোলেন তো পরক্ষণেই তিনি পিছিয়ে গেলেন ৷ একটা সময় শোনা গেল 1200 ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা তো বটেই, জাতীয় সংবাদ মাধ্যমগুলিও বিকেলের পর জানিয়ে দিয়েছিল নন্দীগ্রাম থেকে শেষ হাসি হেসেছেন তৃণমূল নেত্রী ৷ হেরে গিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷ কিন্তু কহানি মে টুইস্ট তখনও বাকি ৷

নন্দীগ্রামে হার মেনে নিলেও কোর্টে যাবেন মমতা

বিকেলে সংবাদ মাধ্যমের সামনে কয়েক মিনিটের সামনে এলেন ৷ মুখে বললেন এটা বাংলার জয় ৷ একবারও নন্দীগ্রাম থেকে নিজের জয়ের কথা মুখে আনলেন না ৷ ঘণ্টাখানেক পর ফের সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়ে দিলেন ৷ তার মধ্যেই শোনা গেল, মমতা নয় নন্দীগ্রাম থেকে 1622 ভোটে জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ বিভ্রান্তির চূড়ান্ত ৷ তাই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকেই নজর ছিল গোটা দেশের ৷

  • After final verdit how can that change, shame on you

    — Mimssi (@mimichakraborty) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নন্দীগ্রামে রায় মাথা পেতে নেব : মমতা

বিভ্রান্তি দূর করলেন খোদ তৃণমূল নেত্রী ৷ জানিয়ে দিলেন, নন্দীগ্রামে রায় তিনি মাথা পেতে নিয়েছেন ৷ বললেন, "নন্দীগ্রামের জন্য প্রচুর খেটেছি ৷ তবে মানুষের রায় শিরোধার্য ৷ যা হয়েছে ভালর জন্যই হয়েছে ৷ নইলে আমাকে বারবার নন্দীগ্রামে যেতে হত ৷ ওদের আমি সেলাম জানাই ৷" তবে রায় মাথা পেতে নিয়েও সাফ ভাষায় জানিয়ে দিলেন, নন্দীগ্রামে কারচুপি হয়েছে ৷ এই অভিযোগ তুলে বললেন, "আমি কোর্টে যাব ৷ জয় ঘোষণা করার পরও কিছু কারচুপি হয়েছে ৷ তিন ঘণ্টার জন্য ভোট গণনা বন্ধ ছিল ৷ কী হয়েছে খুঁজে বের করব ৷ প্রয়োজন পড়লে কোর্টেও যাব ৷" পাশাপাশি নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিয়ে বললেন, "নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছে ৷ যখন বলেছিলাম নন্দীগ্রামে ভোট লুঠ হয়েছে তখন কেউ বিশ্বাস করেনি ৷" গোটা রাজ্যের ফলাফল একরম আর একটা আসনের (নন্দীগ্রাম) ফলাফল অন্যরকম কী করে হতে পারে ৷ প্রশ্ন তাঁর ৷

তিনি আরও বলেন, "221টা আসনে যারা জেতে তাদের নিয়ে বিভ্রান্তি থাকা উচিত নয় ৷ একটা সিট নিয়ে আমি বেশি কিছু ভাবছি না ৷ কারণ বাংলা এই ম্যাচ জিতে গিয়েছে ৷" নন্দীগ্রামে ফলাফল নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও ৷ চূড়ান্ত ফলাফলের পরও কীভাবে তা পরিবর্তন হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

এদিকে নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে আজ সন্ধ্যায় তৃণমূলের প্রতিনিধি দল দেখা করেন কমিশনের আধিকারিকদের সঙ্গে । প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।

কলকাতা, 2 মে : যত কাণ্ড নন্দীগ্রামে ৷

রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস ৷ বেলা 12টাতেই এই বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল গোটা বাংলা ৷ কিন্তু হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে লড়াই চলল সূর্য ডোবার পরও ৷ ছড়াল বিভ্রান্তি ৷ শুভেন্দু না মমতা, এই হাইভোল্টেজ কেন্দ্রে কে শেষ হাসি হাসবেন, তা নিয়ে চলল বিস্তর টানাপড়েন ৷

সকাল থেকেই নন্দীগ্রাম আসনে এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ বেলা গড়াতেই খেলা ঘুরে যায় ৷ প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে এগোতে থাকেন মমতা ৷ এরপর নন্দীগ্রামে চলে সাপ লুডোর খেলা ৷ কখনও শুভেন্দু, কখনও মমতা ৷ একজন এগোলেন তো পরক্ষণেই তিনি পিছিয়ে গেলেন ৷ একটা সময় শোনা গেল 1200 ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা তো বটেই, জাতীয় সংবাদ মাধ্যমগুলিও বিকেলের পর জানিয়ে দিয়েছিল নন্দীগ্রাম থেকে শেষ হাসি হেসেছেন তৃণমূল নেত্রী ৷ হেরে গিয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷ কিন্তু কহানি মে টুইস্ট তখনও বাকি ৷

নন্দীগ্রামে হার মেনে নিলেও কোর্টে যাবেন মমতা

বিকেলে সংবাদ মাধ্যমের সামনে কয়েক মিনিটের সামনে এলেন ৷ মুখে বললেন এটা বাংলার জয় ৷ একবারও নন্দীগ্রাম থেকে নিজের জয়ের কথা মুখে আনলেন না ৷ ঘণ্টাখানেক পর ফের সাংবাদিক বৈঠক করবেন বলে জানিয়ে দিলেন ৷ তার মধ্যেই শোনা গেল, মমতা নয় নন্দীগ্রাম থেকে 1622 ভোটে জিতে গিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ বিভ্রান্তির চূড়ান্ত ৷ তাই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকেই নজর ছিল গোটা দেশের ৷

  • After final verdit how can that change, shame on you

    — Mimssi (@mimichakraborty) May 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নন্দীগ্রামে রায় মাথা পেতে নেব : মমতা

বিভ্রান্তি দূর করলেন খোদ তৃণমূল নেত্রী ৷ জানিয়ে দিলেন, নন্দীগ্রামে রায় তিনি মাথা পেতে নিয়েছেন ৷ বললেন, "নন্দীগ্রামের জন্য প্রচুর খেটেছি ৷ তবে মানুষের রায় শিরোধার্য ৷ যা হয়েছে ভালর জন্যই হয়েছে ৷ নইলে আমাকে বারবার নন্দীগ্রামে যেতে হত ৷ ওদের আমি সেলাম জানাই ৷" তবে রায় মাথা পেতে নিয়েও সাফ ভাষায় জানিয়ে দিলেন, নন্দীগ্রামে কারচুপি হয়েছে ৷ এই অভিযোগ তুলে বললেন, "আমি কোর্টে যাব ৷ জয় ঘোষণা করার পরও কিছু কারচুপি হয়েছে ৷ তিন ঘণ্টার জন্য ভোট গণনা বন্ধ ছিল ৷ কী হয়েছে খুঁজে বের করব ৷ প্রয়োজন পড়লে কোর্টেও যাব ৷" পাশাপাশি নির্বাচন কমিশনের উপর ক্ষোভ উগরে দিয়ে বললেন, "নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছে ৷ যখন বলেছিলাম নন্দীগ্রামে ভোট লুঠ হয়েছে তখন কেউ বিশ্বাস করেনি ৷" গোটা রাজ্যের ফলাফল একরম আর একটা আসনের (নন্দীগ্রাম) ফলাফল অন্যরকম কী করে হতে পারে ৷ প্রশ্ন তাঁর ৷

তিনি আরও বলেন, "221টা আসনে যারা জেতে তাদের নিয়ে বিভ্রান্তি থাকা উচিত নয় ৷ একটা সিট নিয়ে আমি বেশি কিছু ভাবছি না ৷ কারণ বাংলা এই ম্যাচ জিতে গিয়েছে ৷" নন্দীগ্রামে ফলাফল নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীও ৷ চূড়ান্ত ফলাফলের পরও কীভাবে তা পরিবর্তন হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

এদিকে নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে আজ সন্ধ্যায় তৃণমূলের প্রতিনিধি দল দেখা করেন কমিশনের আধিকারিকদের সঙ্গে । প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ ।

Last Updated : May 2, 2021, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.