ETV Bharat / state

মহম্মদ মোক্তার ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ ফিরহাদের - ফিরহাদ হাকিম

মহম্মদ মোক্তার ও তাঁর অনুগামীরা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ফিরহাদ । এর বিরুদ্ধে তিনি প্রশাসনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন ।

মহম্মদ মোক্তার- ফিরহাদ হাকিম
মহম্মদ মোক্তার- ফিরহাদ হাকিম
author img

By

Published : Apr 26, 2021, 11:55 AM IST

কলকাতা, 26 এপ্রিল: একুশের বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট আজ ৷ কলকাতা বন্দর এলাকার সংযুক্ত মোর্চার প্রার্থী মহম্মদ মোক্তার ৷ তিনি 134 নম্বর ওয়ার্ডের বাতিকল দ্বিতীয় লেনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করেছেন মহম্মদ মোক্তার ।

এই এলাকার দীর্ঘদিনের বিধায়ক ফিরহাদ হাকিম । এদিন তিনি জানান, মহম্মদ মোক্তার ও তাঁর অনুগামীরা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন । এর বিরুদ্ধে তিনি প্রশাসনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন । শুরুতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি ।

অন্যদিকে মহম্মদ মোক্তার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, এই ধরনের কোনও কাজই তিনি করেননি ৷ তিনি শুধু দেখতে এসেছিলেন সুষ্ঠু মত নির্বাচন প্রক্রিয়া চলছে কিনা । নির্বাচন নির্বিঘ্নে চলছে দেখে তিনি ফিরে যাচ্ছেন ৷ কোথাও কোনও সমস্যা নেই বলেই মোক্তার জানিয়েছেন ৷

মহম্মদ মোক্তারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনলেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : নিজেকে নিজে ভোট দিলাম, এ এক অন্য অনুভূতি : শোভনদেব

কলকাতা, 26 এপ্রিল: একুশের বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট আজ ৷ কলকাতা বন্দর এলাকার সংযুক্ত মোর্চার প্রার্থী মহম্মদ মোক্তার ৷ তিনি 134 নম্বর ওয়ার্ডের বাতিকল দ্বিতীয় লেনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করেছেন মহম্মদ মোক্তার ।

এই এলাকার দীর্ঘদিনের বিধায়ক ফিরহাদ হাকিম । এদিন তিনি জানান, মহম্মদ মোক্তার ও তাঁর অনুগামীরা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন । এর বিরুদ্ধে তিনি প্রশাসনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন । শুরুতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি ।

অন্যদিকে মহম্মদ মোক্তার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, এই ধরনের কোনও কাজই তিনি করেননি ৷ তিনি শুধু দেখতে এসেছিলেন সুষ্ঠু মত নির্বাচন প্রক্রিয়া চলছে কিনা । নির্বাচন নির্বিঘ্নে চলছে দেখে তিনি ফিরে যাচ্ছেন ৷ কোথাও কোনও সমস্যা নেই বলেই মোক্তার জানিয়েছেন ৷

মহম্মদ মোক্তারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনলেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : নিজেকে নিজে ভোট দিলাম, এ এক অন্য অনুভূতি : শোভনদেব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.